নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
ইইউ সদস্য ভূক্ত দেশ গুলোতে আমাদের মোট উৎপাদিত গার্মেন্টস পণ্যের ৬০% রপ্তানি হয়। এর পরিমাণ প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার। যা আমাদের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন সাভারের রানা প্লাজার ধ্বসে ৪০০র বেশী শ্রমিক নিহত, বহু আহত-পঙ্গু হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যাবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছে;
Click This Link
তারা বলছে;
"The European Union calls upon the Bangladeshi authorities to act immediately to ensure that factories across the country comply with international labor standards ...," the 27-nation bloc said in a statement issued by EU foreign policy chief Catherine Ashton and Trade Commissioner Karel de Gucht.
এমনকি মার্কিন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের দুই জন গুরুত্বপূর্ণ সদস্যও এই বিষয়ে প্রেসিডেন্ট ওবামার কাছে চিঠি দিছে;
In the United States, prominent Democrats Sander Levin and George Miller wrote a letter to President Barack Obama urging him to facilitate the development of a concrete plan of action to address the range of issues relating to working conditions and worker rights in the garment sector in Bangladesh.
আমি মনে করি আমাদের বিজেএমইএর হর্তাকর্তারা এই বিষয়ে তেমন আমলে নিবে না। তাদের অডার বেশী না হলে তারা শ্রমিক ছাটাই করে দিবে। ক্ষতিগ্রস্থ হবে আমাদের লক্ষ লক্ষ কর্মজীবি মানুষ। সরকারের শুধুই গার্মেন্টস মালিকদের শ্রমিকদের নিরাপত্তা বিধানে আহবান দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করি না। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে;
কর্মস্থলের নিরাপত্তা ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
Click This Link
মিষ্টি কথায় চিড়া ভিজার দিন শেষ। এখন সরকারকেই সরাসরি সক্রিয় ও গুরুত্ব সহকারে দেশের সকল গার্মেন্টস ও রপ্তানি শিল্পে কঠোর নজড়দারি করতে হবে। ঝুকিপূর্ণ বিল্ডিং এ অবস্থিত গার্মেন্টস গুলি বন্ধ করতে হবে। অন্য গুলিতে যদি অগ্নিকান্ড ঘটে তাতে জরুরী নির্গমন পথ যথাযথ কিনা তা নিশ্চিত করতে হবে। প্রতি সপ্তাহে একদিন বাধ্যতামূলক ভাবে এই ধরণের মহড়া প্রতি গার্মেন্টেসে করতে হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য, শিল্প ও শ্রম মন্ত্রণালয়ের সমন্বিত সেল করা উচিত।
কিছু গার্মেন্টসের চরম অব্যাবস্থাপনার জন্য নিরীহ মানুষের মৃত্যু, পঙ্গু হওয়া সহ দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের আয় হাতছাড়া হতে পারে না। প্রায় ৩৫ বছর ধরে গড়ে উঠা গার্মেন্টস এভাবে সরকার ও প্রশাসনের অবহলোয় ক্ষতিগ্রস্থ হওয়া কোনমতেই কাম্য নয়।
০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
২| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৪৬
ধীবর বলেছেন: গড়িমসি না করলে, সরকারের ভারত তোষন নীতির ১৬ কলা পুর্ণ হবে কি করে?
০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: গবেট মার্ক্সিষ্ট মণি সিং এর কুবুদ্ধিতে মুজিব প্রায় সকল মিল জাতীয়করণ করে পাট শিল্পের বারোটা বাজিয়ে ছিল। এবার তার কন্যা হাসিনার কল্যাণে বিদেশের আমাদের গার্মেন্টসের বাজার ভারত নিয়ে নিবে। ঐ দিকে ভারতের কথা হল তথাকথিত ট্রানজিটের বিনিময়ে কোন মাশুল নয় বরং এই দেশে বিনিয়োগের নামে আমাদের ওষুধ শিল্প ও টেলিফোন ব্যাবসাকে কব্জা করবে। ইতিমধ্যে হাসিনার ভাতিজা শেখ ফাহিমের মাধ্যমে ভারতীয় সাহারাকে দেশের রিয়াল এষ্টেট ব্যাবসায় ঢুকিয়ে দিছে।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪০
মশিকুর বলেছেন:
সহমত
কর্মস্থলের নিরাপত্তা ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী