নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
কী চান সংসদে এসে বলুন : খালেদাকে প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে গরিব মানুষের পেটে লাথি মারবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ হত্যা করবেন না। কী চান তা সংসদের এসে বলুন।’
গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন। নতুনবার্তা।
আজ রোববার বিরোধী দলের ডাকা হরতালকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি আর কোন মুখে আন্দোলনের কথা বলেন? ওনার ৪৮ ঘণ্টার আলটিমেটাম ব্যর্থ হয়েছে। তিনি জনগণ ও তার দলের নেতাকর্মীদের হেফাজতকে সাহায্যের আহ্বান জানালেন; কিন্তু তার দলের নেতাকর্মীরাই সেখানে গেলেন না।’
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় এনামুল হক শামীম ও সহদফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
নজরুলের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সবার সম-অধিকার নিশ্চিত করার মাধ্যমে শোষণ-বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে পারলে নজরুলের স্বপ্ন সত্যে পরিণত হবে।
তিনি আরো বলেন, একজন কবি, তিনি মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন, কারাবরণ করেছেন। অপর দিকে ধর্মব্যবসায়ী ফতোয়াবাজদের মুখোশ খুলে দেয়ায় ‘কাফের’ বলেও অভিহিত হয়েছেন।
তিনি বলেন, কিন্তু কোনো কিছুই জাতীয় কবিকে ভীত করতে কিংবা দমাতে পারেনি। আমরা তার কাছ থেকে লাভ করেছি সাহস ও শৌর্য। অর্জন করেছি প্রতিবাদের ভাষা।
প্রধানমন্ত্রী গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলে ভাষণকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নজরুল রচিত গান যেগুলোতে তিনি জীবদ্দশায় সুর করতে পারেননি তাতে সুরারোপের বিষয়টি বিবেচনা করতে নজরুল বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, এটি সম্ভব হলে এসব গান বাংলা সাহিত্য ও সঙ্গীতকে সমৃদ্ধ করবে।
নজরুলের প্রতি গভীর শ্রদ্ধ জানিয়ে তিনি বলেন, বাঙালি সংস্কৃতির চেতনায় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এক জাগরণী শক্তির উৎস। হাজার বছরের শোষণ-বঞ্চনা-নির্যাতন-নিপীড়ন-নিষ্পেষণে বাঙালি জাতি যুগে যুগে মুক্তির আকাক্সায় আর্তনাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে। বাঙালির সেই মুক্তির আকাক্সা ও স্বপ্ন পল্লবিত হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের এই কালজয়ী প্রতিভা জীবনের জয়গান গেয়েছেন। তার উদ্দীপনামূলক গান ও কবিতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তার বিশাল সৃষ্টি সম্ভারে আজ বাংলা সাহিত্য সমৃদ্ধ।
প্রধানমন্ত্রী বহুল প্রচলিত সব ভাষায় নজরুলের সাহিত্য কর্মের অনুবাদের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, এনডিসি, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর রশীদ হায়দার এবং কবি পরিবারের সদস্য খিলখিল কাজী বক্তব্য রাখেন।
নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অ্যামিরেটাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নজরুল শিক ড. রফিকুল ইসলাম কবি নজরুলের ওপর স্মারক বক্তব্য পেশ করেন।
http://www.dailynayadiganta.com/?p=192209
*********************
প্রভাব খাটিয়ে আপিল বিভাগ হতে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করাল হাসিনা। অথচ সিংহভাগ জনগণ এই পদ্ধতিতেই নির্বাচন চায়। কিন্তু বাকশালী মানসিকতা ও জ্ঞানপাপী বলেই হাসিনা গং জোর করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। হাসিনা ১৯৯৫-৯৬তে জাপা ও জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল। এর জন্য হরতাল, অবরোধের নামে সীমাহীন ভাঙচুর, জ্বালাও-পোড়াও বাদ দেয়নি। এরপর ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় থেকে ১৭৩ দিন হরলতাল এবং অবরোধ দিয়ে সেই ১৯৯৫-৯৬ এর কায়দায় জ্বালাও-পোড়াও করে ১/১১ আনে। আজকে আবার ক্ষমতায় এসে হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে খালেদাকে সবক দেয়। মনে হয় হাসিনা কোন কালেও হরতাল, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেনি। হাসিনা নিপাট ভদ্র!
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ইউক্লিড রনি বলেছেন: কেউই ভালা না, সব পলিটিক্স।
আকামে চিল্লাইয়া কাম নাই। আসুন ধান চাষ করি।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: স্রেফ অতীত মনে করায়া দিলাম আরকি!
৩| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভূতের মূখে রাম নাম আর লইও না
যাবার সখী জলদী চইলা যাও
জনগনের পিঠা খাইয়া যাইত যদি না চাও
জলদি সবার মনের কথা পড়;
দেরী হইলে একুল ওকুল দুকুলই হারাবা
আল্লা মাফ করুক-নইলে পলাইতে পারবনা
সখী গো- সময় থাকতে দাবী মাইনা লও।।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমাদের সামনে দুইটা পথ খোলা। হয় এই ভারতপন্থীদের হটিয়ে দেওয়া নতুবা চির জীবন ভারতের গোলামী করা। এই গোলামীর পথ দেরে এই দেশ সিকিমের ভাগ্যবরণ করলেও অবাক হব না।
৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আল-মুনতাজার বলেছেন: শ্রীমতি শেখ গোপালী,যান না কেন ঢাকার বাইরে,
লাথথি গুতা কিল থাপ্পড় পড়লেও পড়তে পারে ২ গালে।
চোরের মার বড় গলা,এই কথা কেউ ভুলে না,
খুম খারাবী পদ্মা চুরি মন থেকে তো মুছবে না।
যতই বলি আপোষহীন,বিপ্লবী তুমি নেত্রী নেতা,
তোমার জন্য শুধুই দরকার পায়ের তলার শক্ত জুতা।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
বাংলার এয়ানা বলেছেন: নজরুলেট প্রতি কত মায়া তাহলে জাতীয় সংগীত কেন নজরুলের কোন গান থেকে হলো না?
৬| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
আল-মুনতাজার বলেছেন: বাংলার এয়ানাঃ এগিন কি কন, আমনে রাজাকার হই জারগই,বুইজ্জেন নি?
৭| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
শাহীন উল্লাহ বলেছেন: কিছু বলার নেই।
চাপাবাজরাই দেশ চালাচ্ছে,
গোর্কিরা আজ নেইকো দেশে
নেইতো জমিদার
তবু কেনো এদেশ জুড়ে নিত্য হাহাকার?????
আর মজার ব্যপার হলো সেই লোক বাংলাদেশ ভেবে গানটি লেখেনি?
আমার সোনার বাংলা লিখেছিলো ১৯০৫ সালে
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর মজার ব্যপার হলো সেই লোক বাংলাদেশ ভেবে গানটি লেখেনি? আমার সোনার বাংলা লিখেছিলো ১৯০৫ সালে
রবীন্দ্র নাথ অখন্ড ভারতের স্বপ্নদ্রষ্টা। যারা তার চিন্তা চেতনা বাস্তবায়নের কথা বলে সেটার স্থান ভারত বর্ষে। স্বাধীন বাংলাদেশে না।
৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৮
জহির উদদীন বলেছেন: মিথ্যাবাদী, চাপাবাজ,হিংসুটে ও ডাইনী......তর পতনের দিন গুনি....
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৯| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৫
নিয়েল হিমু বলেছেন: ৭১এর পরে হরতাল কখনই জনগনের পক্ষে ছিল না বাজি এটা শ্বিকার করবেন নিশ্চয় ?
হাসু বুবু করেছেন তাই ম্যাডামও করবেন এটাই কি জাতীয়তা বাদের চেতনা ?
তবুও সময় বিবেচনায় রাখা উচিত ।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ১৯৯৬-২০০১এ ওয়াদা করছিল। খালেদা কখনই এই বিষয়ে ওয়াদা করে নাই। হাসিনা গংদের রুখা না গেলে এই দেশকে ভারতের গোলাম হয়ে থাকতে হবে। তাই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১০| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৫১
নবকবি বলেছেন: মাথাই নষ্ট। সবকি মুক্তিযুদ্ধ আর শাহবাগের বিরুদ্ধে চলে গেল?
আরে ভাইয়েরা, বাপের দেশটা যেমনে ইচ্ছা চালাইব, ইচ্ছা হয় দাদাবাবুগো রঙমহলে ইজারা দিব তাতে সমস্যা কি?
তাগো কেনা জমিদারি, আমজনতা কেন যে এত ফাল পাড়ে?
২৬ শে মে, ২০১৩ রাত ৯:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১১| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:২৪
ম্রিয়মাণ বলেছেন: আর মজার ব্যপার হলো সেই লোক বাংলাদেশ ভেবে গানটি লেখেনি?
আমার সোনার বাংলা লিখেছিলো ১৯০৫ সালে
পূর্ববঙ্গের শোষিত নিম্নবর্ণের হিন্দু আর বাঙালি মুসলমানদের বাঁচাতে আলাদা একটি প্রদেশ করে যখন ঢাকাকে রাজধানী করা হল, সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করতে লেখা হয়েছিল 'আমার সোনার বাংলা'।
বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান আজ ভেঙে যাওয়া বঙ্গের জাতীয় সংগীত।
বঙ্গভঙ্গের বিরোধীতাকারী আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারীরা আজ মহান।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১২| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:০০
দুরন্ত-পথিক বলেছেন: আহা কি যে বলেন! ওনার হরতাল করার সময় দেশে কোন গরীব মানুষ ছিলনা।তাই উনি খালেদা জিয়া কে এটা বলতে পারছেন।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৯
কাকতড়ুয়া007 বলেছেন: BTV te Tokhon bar bar dekhaito sheikh hachina bolchen " Bangladesh Awami league Birodhi dole geleo kono din Hortal dibe na "
Jatio Beiman !!!!
২৭ শে মে, ২০১৩ রাত ১:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
একাকী বাংলাদেশি বলেছেন: তোমার (বুবু) নেই যে কোনই তুলনা।