নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের যান্ত্রিকতা

আমি কল্পনাপ্রবণ কিন্তু কাল্পনিক নই।

বাস্তবিকতা

আমি স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বিলাসী নই।

বাস্তবিকতা › বিস্তারিত পোস্টঃ

আমার আমি আমার সাথী

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০

চোখ বন্ধ করে লেখার চেষ্টা করছি। অন্তত টাইপটাতো প্র্যাক্টিস হবে। পৃথিবীতে মানুষ যতই বলুক যে, তাঁর পাশে অনেক আপনজন আছে কিন্তু স্পষ্টত সে একা। সুতরাং এই চরম সত্যটা স্বীকার করে হলেও নিজেকে কিছুটা স্বার্থপর হতেই হয়। এই স্বার্থপরতায় কোন দোষের কিছু নাই। যদি কেউ বলেও থাকে তা দোষের তাতে তাকেই প্রমান করতে হবে যে মানুষ একা নয়। চলার পথে আমার আমিই হলো প্রত্যক্ষ সাথী। নিজেকে বিশ্বাস করে যদি কেউ সামনে এগোয় তাহলে একদিকে যেমন তার চলার পথ এগুবে অন্যদিকে তার আত্মবিশ্বাস ও দৃঢ় হবে। আত্মবিশ্বাস সবার মাঝেই থাকে তবে অনেকের মাঝে তা সুপ্ত থাকে। আর এই সুপ্ত আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য দরকার হয় অনুকূল দিক নির্দেশনা ও পরিবেশ। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে ন্যূনতম অনুকূল পরিবেশের ও সুযোগ নেই যে সুপ্ত আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে নিজের যোগ্যতাকে প্রমান করবে। ব্যক্তিগত উদ্যোগে যদিও বা কোন কোন বিত্তশালী ব্যক্তি খুলে রেখেছেন একধরনের পরিবেশ, যেখানে কর্মের সুযোগ ঘটে ঠিকই কিন্ত সেই পরিবেশটি যেন সুপ্ত আত্মবিশ্বাসটাকে বিলুপ্ত করার আর অক্ষম ও অপ্রয়োজনীয় মানসিকতা সম্পন্ন হয়ে গড়ে ওঠার একটি কারখানা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

হোসেন মালিক বলেছেন: আচ্ছা আপনাকেই বলি, এই যে কষ্ট করে লেখাটা লিখেছেন, কেউ কি পড়েছে? কেউ কি কোন মন্তব্য টন্তব্য করেছে? আজাইরা লেখেন ক্যান? বাসায় কাজ নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.