![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সিলেটের সেই অপূর্ব সাদাপাথর। প্রকৃতি যেন সেখানে তার সব সাদা রং ঢেলে দিয়ে এক ক্যানভাস এঁকেছিল। কিন্তু এখন? মনে হবে কেউ এক বাক্স এক্সপ্লোসিভ মেরে পুরো এলাকাটিকে চুরমার করে দিয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের পেছনে কারা? খবর নিয়ে জানা গেল, এটা কোনো একদলের কাজ নয়, এটা একটা সর্বদলীয় ঐকমত্য এর ফসল ! হ্যাঁ, ঠিক শুনেছেন। দুদক তার অনুসন্ধানে পেয়েছে, সাদাপাথর লুটে জড়িত রয়েছেন ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি। তালিকায় কে নেই? বিএনপি, জামায়াত, এনসিপি এবং (নিষিদ্ধ) আওয়ামী লীগ সবাই মিলে একাকার ! এ যেন বলিউডের সেই বিখ্যাত গান, “ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” লুটপাটের বন্ধুত্বটা যেন রক্তের চেয়েও গাঢ়।
বিএনপি বলে, “আমরা তো সরকারেই নেই, দায়ী কীভাবে?” জামায়াত বলে, “আমরা তো ইসলামী শাসন চাই, পাথর লুট ইসলামে হালাল না।” (যদিও তাদের কিছু নেতার নাম তালিকায় উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে)। এনসিপি : ওহ ! এই দলটার কথাই আলাদা। তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর কথা বলে। তাদের নেতারা বলেন, “আমরা পুরনো খাওয়া-দাওয়ার রাজনীতি করি না।” কিন্তু দুদকের রিপোর্ট বলছে, তারাও এই লুটের ভাগ থেকে বাদ যাননি। বোধহয় ‘নতুন বন্দোবস্ত’ এ পাথর লুটও অন্তর্ভুক্ত ! আর আওয়ামী লীগ ? তারা তো ইতিমধ্যেই নিষিদ্ধ। কিন্তু তাদের কিছু কর্মীও এই লুটের মহাযজ্ঞে শামিল। মনে হচ্ছে, দল নিষিদ্ধ হলেও লুটপাটের প্রবৃত্তি নিষিদ্ধ হয়নি।
প্রশাসন ও পুলিশ ? তারা তো চাঁদা আদায়ে ব্যস্ত। প্রতি ট্রাক থেকে ৫০০০ টাকা, প্রতি নৌকা থেকে ৫০০ টাকা। এটা যেন টোল ট্যাক্সের মতো হয়ে গেছে! ডিসি, ইউএনও, এসপি, ওসি সবাই এই কমিশন বাণিজ্যে মেতে উঠেছেন। তারা সম্ভবত ভাবছেন: পাথর যাক না লুট হয়ে, আমাদের কমিশন তো আসছে ! বিজিবি ? তাদের ক্যাম্প পাথর এলাকা থেকে মাত্র ৫০০ মিটার দূরে। কিন্তু তারা সম্ভবত নিজেদের কাজেই ব্যস্ত ছিলেন। কিংবা তারাও হয়তো চাঁদার ভাগ পাচ্ছেন। এটা যেন চোর ও গাজনের মোলাকাত।
দুদক যখন তদন্ত করতে এলো, তখন সবাই এক হয়ে বলল, “আমরা নিরপরাধ !” বিএনপি-জামায়াত-এনসিপি মিলে সংবাদ সম্মেলন করে বলল, “এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র !” কিন্তু তারা সম্ভবত ভুলে গেছেন যে, ষড়যন্ত্র তো একজনের বিরুদ্ধে হয়, সবার বিরুদ্ধে একসাথে ষড়যন্ত্র হয় না ! সিলেটের সাধারণ মানুষ কি পেল ? তারা পেল ধ্বংস হওয়া পর্যটন স্পট, প্রাকৃতিক সম্পদ হারানো, আর ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিবেশগত ঝুঁকি।
সিলেটের সাদাপাথরের লুটকাহিনী আমাদের বলে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও, লুটপাটের সময় তারা সবাই এক হয়। এটা যেন লুটে ভাইচারা, বাকি সব কথা ছাড়া । প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে আমাদের আনন্দ দেয়, কিন্তু আমরা তার সম্পদ লুট করে নিজেদের পকেট ভারী করি। এরপরও আমরা বলি, “আমরা দেশপ্রেমিক”!
২২ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: ইনকিলাব জিনদাবাদ ।
২| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৯
কামাল১৮ বলেছেন: আগের সরকারও কি লুটপাটে আছে।
২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪১
সৈয়দ কুতুব বলেছেন: হ্যা। সবাই মিলে মিশে পাথর খাচ্ছে।
৩| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩৩
লোকমানুষ বলেছেন: প্রকৃতির এত সুন্দর জায়গা, পর্যটকদের আকর্ষণ, সবকিছু নিমেষে ধ্বংস। আর পেছনে কারা? বিএনপি, জামায়াত, এনসিপি, এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন, সবাই মিলে একটা সিন্ডিকেট! দুদকের রিপোর্টে তো স্পষ্ট, ৪২ জন প্রভাবশালী জড়িত, প্রশাসনও কমিশন খেয়ে চুপ। নির্বাচনে একে অপরের গলা কাটাকাটি, কিন্তু লুটের সময় সবাই ভাই-ভাই। দেশপ্রেমের কথা বলে এরা কী করে? পরিবেশ নষ্ট, মানুষের ভবিষ্যৎ ঝুঁকিতে, প্রাকৃতিক সম্পদ গিলে ফেলা। ক্ষমতায় না বসতেই চরিত্রের যে হাল, ওপরওয়ালাই ভালো জানে সামনে ক্ষমতা পেলে কি কি করবে এরা।
২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: ক্ষমতায় গেলে তারা একে অপরকে ক্যামেরার সামনে নাস্তানাবুদ করবে আর ক্যামেরার পিছনে : তুমি লুট করবে আমি পাহারা দিবো, আমি লুট করবো তুমি পাহারা দিবা !
৪| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫১
লোকমানুষ বলেছেন: সবাই তো সম্পর্কে মামাত-খালাত-ফুপাত ভাই; একে অপরকে এইটুকু সাপোর্ট না দিলে চলবে কিভাবে?! বলেন তো!
২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আমনে দেহি সব বুইজ্জালাইছেন।
৫| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কয়লা ধুলে ময়লা যায় না !
২২ শে আগস্ট, ২০২৫ রাত ৩:০০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি লুট করবেন আমরা পাহারা দিবো, আমরা লুট করবো আপনি পাহারা দিবেন। ইহার নাম দেশবন্টন চুক্তি।
৬| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:০৬
অগ্নিবাবা বলেছেন: এডাও ভারতের চক্রান্ত, বাংলাদেশের কোমলমতি মুমিন মুসলমানগন পাথর লুট শিখছে হিন্দি সিনেমা দেখে। ভারত বয়কট।
৭| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৪
বিজন রয় বলেছেন: নতুন বাংলাদেশের খবর কি?
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১০
কলাবাগান১ বলেছেন: কুড়িগ্রাম বাসীদের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন যারা মাত্র ১১ মাসে ভাসানী ব্রিজ শেষ করেছেন। যেখানে আগের সরকার ব্রিজ তো দুরের কথা সব নাট বল্টু ই দূর্নীতি করে গায়েব করে দিয়েছিল। এনারা মাত্র ১১ মাসে টেন্ডার থেকে আরম্ভ করে খালি নদীর উপর ব্রিজ বানিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম এর দূরত্ব ১৫০ কিমি কমিয়েছেন। সকল ক্রেডিট এই সরকার এর প্রাপ্য।