নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

ট্রান্সলেশান কর: লেজটি কু...রটিকে নাড়াইতেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩


আমাদের ছোটকালে ম্যাকগাইভার নামক একটা শো হত। বাচ্চাদের কাছে তুমুল জনপ্রিয়। তো কোনো এক পর্বে সিকুয়েন্সটা এমন: একটা ব্লাস্টে ম্যাকগাইভারের হাত ক্ষতিগ্রস্থ। সেদুটো দিয়ে কোনো কাজ করতে পারছে না। ম্যাকগাইভারের বস আবার তার চোখের দৃষ্টি হারিয়েছেন। দেখতে পাচ্ছে না। তবে তার আবার হাত ভাল আছে। (আমরা তখন ইংরেজি বুঝতাম না বলে বাই ডিফল্ট সব ভিলেনের নাম দিতাম শয়তান)। তো এখন কি করে শয়তানের হাত থেকে রক্ষা পাবে?

ম্যাকগাইভারেরতো হাত ঠিক আছে সে কি করল একটা নষ্ট গাড়ি অপারেশনাল করল তার আপাত অন্ধ বসের হাতের হেল্প নিয়ে। এরপর দুজনে চড়ে বসল। হাত নষ্ট ম্যাকগাইভার তার অন্ধ বসকে বলে দেয় আর সে শুনে শুনে গাড়ি চালায়। এভাবে পগাড় পাড়।

কী ভাবছেন ম্যাকগাইভার কাহিনীর স্মৃতিকাতর হয়ে এই গপ্প ফাদছি? মিসটেক ভাবছেন। কেউ একজনকে ম্যাকগাইভারের রোলটা পালন করতে হচ্ছে। তবে একটু অন্যভাবে। এখানে তাহার মাথাটিকে অন্যজন হাত দ্বারা চালাইতেছেন। (গল্পে ছিল হাতটি মাথা দ্বারা)। তার দুঃখে দুখখিত হইয়া লিখিলাম। ফলাফল উচ্চারন অযোগ্য। হাতখানা কার তা আর বলিলাম না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: দেশের চেয়ে দল বড়। দলের চেয়ে ক্যাম্পাসের ক্যাডার বড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.