নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

একজন পরজীবি ভাড়াটিয়া ও কতিপয় উচ্ছিষ্ট খচ্চর।

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

(আমি জানি বাঙালী লম্বা লেখার ভক্ত না। তবু অনুরোধ করব প্লিজ এই লেখাটা অন্তত একটু শেষতক পড়ুন)

আমার বউ বাসার জাহান্নামি গরমে অতিষ্ট হয়ে বাসা খোজার তাগিদ দিচ্ছে অনেক দিন। আমি আমার সর্বশক্তি নিয়োগ করে কাজটা নিষ্ঠার সাথে করে যাচ্ছি অনেকদিন ধরে। কিন্তু ঢাকা শহরে একটা বাসা মনমতো পাওয়া যে কি সেটা আমি আমার বিগত ৬ বছরের বাসা খোজা ও বদলানোর অভিজ্ঞতায় জানি। আমি কোনোরকম রাখঢাক না করে বলতে পারি বাসা খোজা ও বদলানোতে আমি একজন বিশ্বমানের বিশেষজ্ঞ। কারন ২০০৬-২০১৫ বছরে বাসা বদল করছি ৭ টা। তার মধ্যে ব্যাচেলর ও বিবাহিত দুরকমই আছে। অনেকে বলেন ব্যাচেলরদের বাসা খোজা বা পাওয়া মহা কষ্টকর ও অপমানজনক। তাদের কষ্ট একটু কমাতে এই লেখাটা ফেঁদে বসলাম। একটুও বাড়িয়ে বলছি না। আমি এই ৭টা বাসা নেয়া ও তার সংলগ্ন কর্মকান্ডে ঢাকার সেগুন বাগিচা, গোপিবাগ, মিরপুর, মনিপুর, সনি হল, পল্লবি ইত্যাদি স্থানে প্রায় আনুমানিক ১০০০ বাসায় ঢু মেরেছি।

অনেকে ভাবতে পারেন আমি নিজেই একটা বদলোক তা নাহলে এতগুলা বাসা বদল বা খোজা লাগে কি? নারে ভাই, দেখেন কী কী শর্ত দেয়ার কারনে বাসাগুলো নিতে পারিনি?
• পানি থাকে ২৪ ঘন্টা?
• গ্যাস আসে যায় শীতকালে
• ছাদের বাসা, গ্রীষ্মে জাহান্নাম
• পচাগলির বাসা, দুপুর ১২টার আগে সূর্য দেখা যায় না
• বাড়িওয়ালা মাতাল
• বাড়িওয়ালী মুসল্লি
• বাড়িওয়ালা লম্পট
• বাড়িওয়ালা নোয়াখালি তাই বরিশালের লোককে ঘর ভাড়া দেন না। (স্যরি, আমি বর্ণবাদী না)
• ভাড়া আকাশচুম্বি
• ভাড়া কম কিন্তু সার্ভিস চার্জ তার অর্ধেক
• বাসা বর্ষাকালে ড্যাম শীতে ফকফকা
• রাত ১০টা বাজলে গেট বন্ধ
• বাসার ডুপ্লিকেট চাবি মালিকের কাছে থাকবে
• বাসায় মেহমান আসলে ১ দিনের বেশী থাকা চলবে না
• জোরে জোরে গান বাজানো যাবে না
• প্রতি বছর ভাড়া বাড়ানো হবে
• বাচ্চা কাদতে পারবে না
• যেরকম বাসা নিচ্ছেন সেরকম বুঝিয়ে দিতে হবে
• ৬ মাসের ভাড়া এ্যডভান্স
• দারোয়ান নাই, ৬ষ্ঠ তলা থেকে নেমে গেষ্ট রিসিভ করতে হবে
• ময়লা নেবার ব্যবস্থা নেই। নিজেকে ডাস্টবীনে গিয়ে ময়লা ফেলতে হবে
• ঈদে বাড়িতে গেলে নিজদায়ীত্বে বাসার নিরাপত্তা
• বাসায় ভূত আছে
• ছাদে যাওয়া যাবে না
• বাড়িওলাকে দেখলে সালাম দিতে হবে
• বাসায় কোনো বড় ফার্নিচার বা ফ্রিজ আনতে হলে ১দিন আগে জানাতে হবে

এবার আমি আমার বাড়ি খোজার অভিজ্ঞতা হতে ১০জন চরম খাইশটা (খাচ্চর+ইতর+শয়তান+টাউট) বাড়িওয়ালার অভিজ্ঞতা শেয়ার করব।

খচ্চর ১: চকিদার: সেগুন বাগিচা:
ব্যাচেলর মেস। খচ্চর এক কেয়ারটেকার দেখভাল করে। বাসাভাড়া পেতে হলে শর্ত হল প্রতি ১৫ দিনে তিনি একবার করে রুমে উকি মারবেন ইনভেস্টিগেশানে।

খচ্চর ২: গোপিবাগ: সাবলেট:
জনৈক খচ্চরানী। একা থাকার মুরোদ নেই তাই সাবলেট। বাসার দুই তৃতীয়াংশ আমি নিছি। কিন্তু কর্তৃৃত্ব তার। অষ্ট্রপ্রহর রান্নাঘর দখল করে রাখে। কাজ না থাকলে চুলায় পানি গরম দিয়ে রাখা। তাইলে সাবলেট দেয়া কেন?

খচ্চর ৩: ভাংখোড়: নবীনগর:
গাজাখোর বাড়িওয়ালা। মিস্টি কথা বলে বাসাভাড়া দিল। বারান্দায় গ্রীল নেই। দ্বিতীয় রাতে রাত ১০ টার সময় দরজায় টক টক। কী চাই? না, তিনি ছাদে যাবেন, চাবী পাচ্ছেন না। তাই তরতর করে আমার বাসার বারান্দা দিয়ে পাশের পাইপ বেয়ে অনায়ানে ছাদে গমন এবং জানান দিলেন মাঝে মধ্যেই যেতে হবে। ব্যাস, গৃহ বদল।

খচ্চর ৪:কটকটি: মিরপুর:
বাড়িওলা নাই আছে বাড়িউলী। সব ঠিকঠাক। এখন এ্যাডভান্স করব। হঠাৎ গজব নাজিল। বাড়িউলি বলে দিলেন বাসা ছাড়ার সময় ১০০০ টাকা রিপেয়ারিং ও ডিস্টেম্পারিং চার্জ রাখবেন। ব্যাস, খচ্চরের বাড়ি ত্যাগ।

খচ্চর ৫: কন্যাদায়গ্রস্থ বাড়িওলা:
সকাল ৮টা। চৈত্র মাসের গরমে বাসা খুজছি। টুলেট দেখে ঢু। বাসা দেখানোর নাম নাই। প্রশ্নবান শুরু হল-” নাম কি? বাড়ি কই? কি কর? গার্মেন্টস কেন? সরকারী না কেন? আমার এখানে সবাই সরকারী। কতজন থাকবা? বাচ্চা আছে? মাসে কতজন মেহমান আসবে? সবশেষ প্রশ্ন আপনার ভাই যিনি আপনার সাথে থাকবেন তার বয়স কত? বিয়ে করে নাই? কবে করবে? আমি জিজ্ঞেস করলাম কেন আপনার মেয়ে আছে? ওমনি ব্যাটা চিৎকার চেচামেচি করে বাড়ি মাথায় তুলল। তার আবার হাইপ্রেশার। তার বাসার লোকজন দৌড়ে এসে তাকে নিয়ে পড়ল। আমি ফুট।

খচ্চর ৬: গার্মেন্টস? ছ্যা ছ্যা
সবকিছু ঠিকঠাক। ভাড়া সাব্যস্ত হল। রাতে এ্যডভান্স করতে গেছি। ব্যাটা বলে কোথায় চাকরী করেন? বললাম গার্মেন্টসে। ব্যাস। স্যরি, গার্মেন্টসের লোককে বাসা ভাড়া দেব না। আপনার আগেই বলা উচিৎ ছিল। মনে মনে একটা কুৎসিত গালি দিয়ে গৃহ ত্যাগ।

খচ্চর ৭: বাচ্চা আছে?
টুলেটের সাথে কনটাক্ট নাম্বার। ফোন করলাম। মিনিট দুয়েক আমার গুষ্টির ঠিকুজি নেয়ার পর প্রশ্ন, বাচ্চা কয়টা? উদাসভাবে বললাম, “পৃথিবীর সব শিশু আমার সন্তান”…………..। ব্যাস, রাস্তা দেখিয়ে দিল। বাচ্চা ছাড়া ঘর ভাড়া দেবে না। আগে জানতাম বউ ছাড়া দেয় না, এবারই দেখলাম সাথে বাচ্চাও লাগবে। আরে শালা, ঘর না দিলে বাচ্চা আসবে কোত্থেকে?

খচ্চর ৮: নামাজ পড়েন?
মিরপুর একনম্বরে বাসা খুঁজতে গেছি। একবাসায় টু লেট ঝুলছে। কাছে গিয়ে দেখি লেখা, “ভাড়া প্রার্থিকে ফ্যামিলিম্যান ও নামাজে হতে হবে।” দেয়া ফোন নম্বরে বাড়িওলা ব্যটাকে ফোন দিলাম। “আচ্ছা ভাই আমি যে নামাজ পড়ি সেটা আপনি নিশ্চিত হবেন কিভাবে? আপনি কি এলাকার মসজিদের ইমাম? ব্যটাতো রেগেমেগে আগুন। পাশের বাড়ি খোজ নিলাম তাকে নিয়ে। যেটা জানলাম তা হল তিনি এককালে কান্দুপট্টির দালাল ছিলেন। হালে সব ঝেড়ে ঝুড়ে পথে আসছেন।

খচ্চর ৯: ভিসা মুক্ত আন্দোলন
একবাসায় গেছি। বাড়িওলা খচ্চর আমাকে তার জীর্নশীর্ন বাড়ির নিচতলার ঘর দেখাতে নিলেন। ঘরে ৪টা রুম। তার দুটাতে কোচিং খুলে আন্ডাবাচ্চা পড়াচ্ছেন এক পন্ডিত। এপাশে দুটা রুম। সেদুটো ভাড়া হবে। মাঝে শুধু একটা পলকা দুই পার্টের দরজা যেটা একটা একবছরের বাচ্চার লাথিতে খুলে যাবে। চাচা এই ঘর ওই ঘর তো ভিসা মুক্ত আন্দোলনের মতো খুল্লাম খুল্লা। রাত বিরাতে তো হেরা আমাগো এহানে রেইড দিবে। তখন? চাইয়া দেখি হেতে আমারে খাইয়া ফালানোর প্রস্তুতি নিচ্ছে।

খচ্চর ১০: প্যান্ট ক্যান?
এক বুড়ি আন্টির বাসা দেখতে গেছি। তো তিনি একটা ম্যাক্সি পড়ে ইজি চেয়ারে বসে আছেন। বাসা না দেখাইয়া আমি ও আমার বউকে তার সামনে পেশ করা হল। তিনি চেয়ারে গা এলিয়ে আমাকে একনজর দেখলেন। তারপর আমার বউরে নিয়া পড়লেন। এই মেয়ে তুমি প্যান্ট পড়ছ ক্যানো? মুসলমান না? মাথা খালি ক্যানো? পর্দা কর না? জানো এসব পাপ?” আমার বউ চাইয়া দেখি ফাইটা পড়ার অপেক্ষায়। খালি বলল “আন্টি নিজের চড়কায় তেল দেন”। আর যায কোথায়. কি বললা, ………………………….. ইত্যাদি ইত্যাদি। আমি বউরে নিয়া একলাফে গেটের বাইর।

আমি মোটামুটি ২০টা খচ্চর কাহিনী লিখতে চাইছিলাম। সময় ও এনার্জি পাচ্ছি না। আর নিজেরো একরকম হিনমন্যতা বোধ হয় এইসব খবিশ ও ইতরকে নিয়ে লিখতে। তাই ক্ষেমা দিলাম। আমি মনে করি না সবমানুষ একরকম। লেখাটা শুধূ উল্লেখকৃত ২০টি খচ্চেরের জন্য লেখা। অন্যকেউ এর টার্গেট না। শুরুতে শেষতক পড়ার এত অনুরোধ করছিলাম এই জন্য যে, আমার পরিচীত মহলে অনেকেই পয়সাওয়ালা বা হবু উদীয়মান পয়সাওয়ালা আছেন যারা অচিরেই বাড়িওয়ালা হবার দৌড়ে আছেন। অন্তত তারা যেন এই খচ্চরদের দলে নাম না লেখান তাই এত কথা।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

গেম চেঞ্জার বলেছেন: আপনার দৃষ্টাকর্ষণ সার্থক হউক। দেশ ও জাতির মঙলের জন্য ইহা অতিব জরুরী!! :-P :-P

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

জনাব মাহাবুব বলেছেন: আপনি ২০০৬ থেকে বাসা বদল করেছেন ০৭ বার। আর আমি ২০১১ থেকে অর্থাৎ ০৪ বছরের বাসা বদল করেছি ০৮ বার। তাহলে বুঝুন আমার অভিজ্ঞতা আপনার মতই কতটা তিক্ত। :D

মিরপুর শেওড়াপাড়ায় ছিলাম ০১ বৎসর। বাসা বদল ০৩ বার। আজিমপুর ০৩ বৎসর বাসা বদল ০৫ বার। বর্তমানে বাড্ডায় অবস্থান করছি।

একদিন ৪/৫ ঘন্টা গুলশান-১ বাসা খোজাখুজি করেও মনের মত কোন বাসায় পেলাম না। এই ৪/৫ ঘন্টা ঘোরাঘুরিতে গুলশান-১ এর সব অলিগলি আমার মুখস্থ হয়ে গেছে। ;)

পরেরদিন শুরু করলাম বাড্ডা এলাকায়। কয়েক ঘন্টা অমানুষিক পরিশ্রমের পর মনের মত একটি বাসা খুজে বের করলাম। বাড়ীওয়ালা একজন বীর মুক্তিযোদ্ধা বলে নিজেকে পরিচয় দিলো। যেনতেন মুক্তিযোদ্ধা না খাটি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। সরকারি ভাটা নেন না, কারণ তিনি যুদ্ধ করেছেন দেশের জন্য, নিজের স্বার্থের জন্য নয়, তাই উনি সরকারি কোন সুযোগ সুবিধা গ্রহণ করেন না। শুনে শ্রদ্ধায় উনার প্রতি ভক্তি বেড়ে গেল। যথাসময়ে উনার বাসায় উঠলাম। এখন দেখি উনি উনার বাসার ছাদের উপর মাদকের হাট বসাইছেন। সারাদিন উনার বাসার ছাদের উপর গাঞ্জাখোরদের আড্ডা আর উনি সাপ্লাইয়ার। :( X(

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আরণ্যক রাখাল বলেছেন: মজা পাইছি| আমরাও বাড়িওয়ালারে ভাই| খচ্চরের মধ্যে পরি কিনা ভাবছি

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রংহীন-পানি বলেছেন: যারা অচিরেই বাড়িওয়ালা হবার দৌড়ে আছেন। অন্তত তারা যেন এই খচ্চরদের দলে নাম না লেখান তাই এত কথা।
ভালোই লিখেছেন................
শুধু বাড়িওয়ালা না ভাড়াটিয়া দের ও সমস্যা আছে.... কি বলেন..?

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: হুম বাড়ির মালিক হয়ে যেন একেকজন কি হয়ে যায়। অবশ্য কিছু কিছু বাড়ির মালিক আবার অনেক ভালও হয়। আমার বরের চাকুরির সুবাদের দেশের বিভিন্ন জায়গায় যখন বদলি হয় তখন আমাদের বাসাও বদল হত।
তবে আমার ভাগ্যভাল যে একজন ছাড়া বাকি সব বাড়ির মালিকগুলি খুবই ভাল ছিল। আমরা যখন বদলি হয়ে বাসা শিফট করতাম সব বাড়ির মালিকেরাই কান্না করত।
বিদেশে একবার বাসা পরিবর্তন করেছি। কিন্তু এখন পর্যন্ত দুই বাড়ির মালিকের সাথে দেখা হয়নি, তাই তারা কেমন তা জানাও হয়নি।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

পুরাতন আামি বলেছেন: বাড়িওলারা এক জাত যেথায় সব ধরনের মানুষ থাকে......

৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: হাহাহাহা..............বেশ মজা করেই সত্যগুলো লিখেছেন। + দিলাম।

এসব কথা, মাঝে মাঝে কলিগদের কাছ থেকে শোনা যায়। নিজের এমন অভিজ্ঞতা নাই।
আমি বাসা বলদ করি না, প্রায় ২ যুগ হয়ে গেল।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

পাজল্‌ড ডক বলেছেন: ঘর না দিলে বাচ্চা আসবে কোত্থেকে?
----চিন্তার বিষয় =p~

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১০

সুমন কর বলেছেন: দুঃখিত, একটি বড় ভুল হয়ে গেছে (তাড়াতাড়ি টাইপের কারণে) ।

বদলের জায়গায়....?

হাহাহা........শুভ রাত্রি।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে...........আরো কত্ত কিছু যে পোহাতে হয় তা একমাত্র ভূক্তভোগীরাই জানে
ভাড়াটিয়ার কষ্ট ভাড়াটিয়াই বুঝে (যতক্ষন না নিজে বাড়ীওলা হ'ন) :)
চমৎকার উপভোগ্য একটি পোষ্ট।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

রানা আমান বলেছেন: চমৎকার একটি লেখা ।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

কাজী শাহ এমরান বলেছেন: চমৎকার লেখা

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

বাংলার জামিনদার বলেছেন: দ্যার্থক আপনার লেখনী, সার্থক আমাদের পড়নী

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

রক্তিম দিগন্ত বলেছেন: বাকি দশ খচ্চর কাহিনীও লিখতেন। পড়তে ভালোই লাগতেছিল।

তবে, বাচ্চা কাঁদতে পারবে না - এটা কেমন শর্ত? বাড়ির মালিক কি বাচ্চাকে সামলাবে? এমন কিছুর নিশ্চয়তা সে দিয়েছে।
বাসায় ভূত থাকলে - ভূতের কাছেই ভাড়া দিক না, মানুষ খুঁজছে কেন আবার? নাকি ভুতেদের থেকে টাকা পায় না।

খচ্চর তিন নংটা অবশ্য অস্থির ছিল। গাঁজা খেয়ে নিজে মাতাল, সাথে সবাইকেই মাতাল করার তালও তার। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.