নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

মুখোশের আড়ালে

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৬

কী কী উপায়ে মানুষের সত্যিকারের রূপ চেনা যায়?

১। যৌথভাবে ভাগে চিংড়ি মাছ কিনলে (মধ্যবিত্ত বাঙালি মাত্রই ভাগের চিংড়ী কিনে থাকবেন, যা দাম
২। সাবলেটে ঘর নিলে (বাথরুম কে পরিষ্কার করবে তা নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে হয়)
৩। হরতালের দিন একসাথে বাসে অফিস গেলে (মানিব্যাগ পকেটে গদের আটায় লেগে থাকে)
৪। খুচরা ১০-২০ টাকা রিক্সাভাড়া হিসেবে ধার দিলে (তুচ্ছ জিনিস মনে কে রাখে?)
৫। একসাথে নীলক্ষেতের হোটেলে সিঙ্গারা খেলে (খুচরা টাকা পকেটে না থাকারইতো কথা তাই না?)
৬। ভীড়ের বাসে হঠাৎ একটা সীট খালী হলে (আনমনে বসে পড়ে যেন সাথে কেউ আছে এমন কিছুই মনে নেই)
৭। মুমূর্ষ রোগীর জন্য রক্ত চাইলে (আমার এইডস আছে, দিতে পারব না)
৮। বন্ধুরে ৫৪ ধারায় পুলিশ ধরলে আরেক বন্ধুরে সাহায্যের জন্য ফোন করলে, ‘আপনি কে যেন?”
৯। দোস্, এই কোশ্চেনের নোটটা আছে?” জিগরী দোস্তকেও এই প্রশ্ন করলে
১০। পাশাপাশি প্লটে জমি কিনলে (উপরের তলার রুমগুলার দেয়াল একজনেই দেয় অন্যজন খালি ভিতরে প্লাস্টার করে নেয়)
১১। চরম ডায়েটে আছেন-এমন কাউকে বিয়ের খানাতে দাওয়াত দিলে।
১২। রাস্তায় হাটার সময় মাথা নিচু করে রাখে এমন গুডি বয়কে নেট লাইনসহ রুমে একা রেখে বাড়িতে ছুটিতে গেলে।


আপনাদের কাছে আর কোনো তরিকার খবর আছে? থাকলে দিয়ে দেন না OLX এ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.