নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

সবকিছুর পরও আজ নারী দিবস

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫

কিছু চরিত্র আছে যারা নারী-পুরুষের চিরায়ত অধিকারের দন্দ্ব, ক্ষমতার পাল্টাপাল্টি রুপ, পুরুষবাদীতা বা নারীবাদিতা নিয়ে খোঁচা দিয়ে একরকম বিকৃত আনন্দ উপভোগ করেন। এটা তারই একটা। যারা এই পোষ্টে লাইক দিতে চান তারা ভাবুন-কিসে লাইক করলেন? আমার কথাটাকে নাকি পোষ্ট এর বক্তব্যকে? নারী, মহিলা, স্ত্রী, বিয়ে, সংসার, গার্লফ্রেন্ড-এসব নিয়ে যারা অনেক কষ্টে ভোগেন বা যারা নারীকে সবসময় বাতিলের খাতায় রাখতে পছন্দ করেন তারা ভ্যাটিকান গিয়ে থাকলেই তো ভাল হয়।
অনেকের মধ্যেই বিশেষত বাঙালী সমাজে প্রচলিত ভুল মিথগুলোর একটি হল-”বিধাতা নারী-পুরুষের ভুমিকাকে আলাদা করে দিয়েছেন।সংসারের সকল গৃহস্থালী কাজ তাই একচেটিয়াভাবে বাড়ির মেয়েরা করবে।”মেয়েরাও অনেকে এটাই ধ্রূব সত্য বলে মনে করেন।পুরুষরাতো করেনই। তাই গৃহস্থালীর ছোটখাটো কাজ যেমন ডিনারের পর বাসনগুলো ধুতে হাত লাগানোকে অনেকেই মর্যাদা হানিকর বলে মনে করেন।অথচ নিজের ছেলে ইটালী গিয়ে হোটেলে বাসন মেজে পয়সা রোজগার করলে তাকে নিয়ে গর্ববোধ করেন।এটা কি দ্বিচারিতা নয়? নিজ গৃহে বাসন মাজা,বাচ্চার ন্যাপি বদলানো বা সবার কাপড়গুলো নিজে আয়রনিং করলে তাতে প্রেস্টিজ কমবে না, বাড়বে।বিধাতা মানুষ সৃষ্টি করেছেন।নারী-পুরুষের পৃথক ভুমিকা মানুষ নিজেই নিজের সুবিধামতো সৃষ্টি করে নিয়েছে।
নারী ও পুরুষের সম্মান, পদমর্যাদা এবং অবস্থান নিয়ে আমি যদিও কোনো বৈষম্য বা উচু-নিচু ব্যবধানে বিশ্বাস করি না। তবে নারী ও পুরুষের পারস্পরিক আচরনে কিছু নিজস্বতা আছে। একজন নারীর সাথে যখন আমরা কথা বলি তখন কি ভাষায় কথা বলছি সেব্যপারে কিছু বাড়তি সৌজন্য এবং ভদ্রতার দিকে খেয়াল রাখতে হয়। একজন নারীর রূপ বা গুণের প্রশংসা করলেও সেটা এমন নিয়ন্ত্রিত ভাষায় করা উচিৎ যা সবার কাছে শোভন হয়। অনেক কথাই হয়তো একজন পুরূষকে সরাসরি বলে ফেলাটা তেমন দোষনীয় নয় কিন্তু একই কথা একজন নারীর সাথে বলার আগে ভাবা উচিৎ এভাবে বলাটা শোভনীয় কিনা। কিছু মনে না করলে একটা উদাহরন বলি-একজন পুরূষ বন্ধুকে “তোকে তো হেভি লাগছে” এটা বলাটা স্বাভাবিক ব্যাপার হলেও একজন মহিলাকে একই ভাষায় বলাটা নোংরা কাজ বলে গণ্য হয়। স্ল্যাং ল্যাঙ্গুয়েজে একজন নারীর সাথে কথা বলা বা তার সৌন্দর্যের প্রশংসা অনেক সময় অশ্লিল সাহিত্য বা সিনেমাকেও হার মানায়। আর একজন নারীর সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সময় খেয়াল রাখা উচিৎ যারা আশপাশে শুনছেন তারা যেন কোনো ভুল বোঝার অবকাশ না পান। যেহেতু আমাদের প্রচুর নারী চাকুরীপ্রার্থী এবং নারী সহকর্মী আছেন তাই আমাদের আরও বেশী সতর্ক হওয়া উচিৎ। মনে রাখা উচিৎ, মানুষ মানুষকে সবার আগে চেনে ব্যক্তিত্ব দিয়ে।
আমাকে আমার বউ মাঝে মধ্যে জিজ্ঞেস করে, একটা ঝাড়ু লাগবে, কিরকম ঝাড়ু কিনুম? লম্বা বেগুন কিনব নাকি তাল বেগুন? গামছা ছিড়া গেছে কিনুম? বউরা যখন এত ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে অনুমতি চায় তখন পুরুষ হিসেবে সুখে আমার আপ্লুত হবার কথা।কিন্তু দুঃখের বিষয় হল খুশি হতে পারি না। নারী দিবসে অনেক সুখকর ও সুশীল বাণী প্রদান হবে আজকে। বাণী প্রদানকারী সুশীল নারী ও পুরুষ বুদ্ধিজীবিরা অনেক পালিশ পালিশ বাণী দেবেন আজ। যদিও এইসব পুরুষেরা:আজ সকালেও বাসা থেকে বেরোবার সময় রাতে কি রান্না হবে, নারী দিবস উপলক্ষ্যে যে গরু রান্না হচ্ছে তাতে কতটুকরা আলু থাকবে, আলুর টুকরার সাইজ কি হবে, স্ত্রী কোন সেমিনারে যাবে বা যাবে না, অফিসে কাকে কাকে দিবসের মেসেজ দেবে বা দেবে না,কোন ব্লাউজ পড়ে সেমিনারে যাবে; কিংবা ভন্ড নারীরা:স্বামী কোন জামাটা পড়বে, স্বামী রাতে কত পেগ গিলবে বা গিলবে না, কোন কোন নারীকে শুভেচ্ছা জানাবে বা জানাবে না, নারী দিবসের সেমিনারে কার কার সাথে ঢলাঢলি করবে না, কার দিকে তাকাবে না, সেমিনারে কী বলবে কী বলবে না-সব বিষয়ে যার যার বাসার নর বা নারীকে কঠোর নির্দেশনা দিয়ে বের হয়েছেন। আবার কয় নারী দিবস।
সবকিছুর পরও আজ নারী দিবস। আমার মা একজন নারী। যদিও আমি তাকে একজন নারী নয়, মা হিসেবে দেখতেই বেশি পছন্দ করি। তবুও মায়ের সম্মানে মহিমান্বিত হোক আজকের নারী দিবস।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: নির্দ্বিধায় লাইক, পোস্টের প্রতিটি বক্তব্যে :)

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: যখন এত ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে অনুমতি চায় তখন পুরুষ হিসেবে সুখে আমার আপ্লুত হবার কথা।কিন্তু দুঃখের বিষয় হল খুশি হতে পারি না।

এটাই হলো সমস্যার অন্যতম গোড়া! শুধু গাছের আগায় পানি দিয়ে লাভ কি! গাছের মূলে হাত দিতে হবে, অথচ আমি দেখছি শো অফের কাজই বেশি হচ্ছে!!!!!!!!!!!!!!

আপনার ভাবনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি!!!

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫

বেচারা বলেছেন: চেঞ্জার: শ্রদ্ধা আপনার অনুভূতির প্রতিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.