নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

নীল চাঁদোয়ার আঁচলে

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩২

ইচ্ছে হলেই এখন আমি আকাশ হতে বৃষ্টি নামাই
ইচ্ছে হলেই ইচ্ছেমতো ইচ্ছে রাঙা মেঘকে থামাই।
ইচ্ছে ঘুড়ি রঙিন সুতা, ইচ্ছে মতো নাটাই
ইচ্ছে হলেই রোদ বালিকার সঙ্গে সময় কাটাই।
ইচ্ছে হলে তোমার চুলে আলতো করে আঙুল বুলাই
ইচ্ছে নদীর ফেনীল জলে গহীন মনের দুুঃখ ভুলাই।
ইচ্ছে হলে কাছে ডাকি
ইচ্ছে হলেই দুর
রাত স্বপনে একলা একা
বাঁধি নতুন সুর।
কৃষ্ণচূড়ার লালের সাথে
তপ্ত পথের কালো
মাঝ দুপুরের রোদের জ্বালা
উষ্ণ শীতল ভালো।
ইচ্ছে আমার প্রভাত ফেরী
ফিরতে ঘরে করব দেরী
পলাশ শিমুল তুলব হাতে ডাকবে কুহূ পাখি
মন্দারেরি রক্ত রঙে পড়ব হাতে রাখি।
রাতকে ডাকি দিনের মাঝে দিনকে বলি যাও
দুঃখটাকে সুতোয় জুড়ি, দেখতে কি তা পাও?
রঙিন স্বপন সাদাকালো, রাত জোনাকির ঢিমে আলো
ইচ্ছে আলোয় পিদিম জ্বালি তবু ভীষণ কালো।
ইচ্ছেমাফিক ছন্দ সাজাই ইচ্ছেমতো গল্প
রাত গভীরে চাঁদের পানে তাকাই অল্প স্বল্প।

ইচ্ছে করে যাই চলে যাই
আকাশ নীলের পানে
শুনব একা চাঁদের কাহন
আপন ভোলা গানে।
বিষন্ন এক মেঘলা দিনে ইচ্ছে করে ডাকব তোকে
মেঘের কোলে সপ্তডিঙায়, ধরব হাতে হাত
মাদুর পেতে স্মৃতির ঘরে চুপটি করে জড়িয়ে ধরে
বিষন্নতার মায়ার টানে কাটিয়ে দেব রাত।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: অকৃত্রিম ইচ্ছেগুলোর সুন্দর প্রকাশ ঘটেছে কবিতায়। তবে ২৪ চরণের প্রথম স্তবকটি অতিশয় দীর্ঘ হয়েছে। এটাকে ভেঙ্গে দুটো বা তিনটে স্তবক করলে ভাল হতো মনে হয়।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

বেচারা বলেছেন: ধন্যবাদ। তবে বুঝতে পারিনি। সাহায্য করবেন?

২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: স্বপ্নের রাজত্বে সবাই রাজা!
লেখা ভালো হয়েছে।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

বেচারা বলেছেন: আলো আমার আলো
আলোয় ভূবন ভরা।
পাঠক, ধন্যবাদ।

৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: মিষ্টি হয়েছে ইচ্ছে বাহারের কবিতা :)

৪| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগে নাই।

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

বেচারা বলেছেন: কেন কেন কেন?

৫| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

সায়ন্তন রফিক বলেছেন: ভাবটা সুন্দর। একটু সচেতন হলে মাঝে মাঝে যে ইচ্ছের ছন্দপতন ঘটেছে তা হতো না।

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

বেচারা বলেছেন: ধন্যবাদ। ছন্দপতনগুলো যদি একটু ধরিয়ে দিতেন.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.