![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
সবাই কমেন্ট লিখে উত্তর দিবেন।
ধরুন, দুই ব্যাক্তি আবু আর জাফর দূরে কোথাও সফরে যাচ্ছেন। খাবার হিসেবে তাঁরা রুটি নিয়েছেন। আবু নিয়েছেন ৩টি রুটি আর জাফর নিয়েছেন ৫টি রুটি। তাঁদের দুই জনে মিলে ৮টি রুটি নিয়েছেন। চলতে চলতে তাঁরা মরু প্রান্তে চলে গিয়েছেন। সকাল গড়িয়ে দুপুর হল। এমন সময় তাঁরা দুপুরের খাবার খাবে কিন্তু চার দিকে কোন জনবসতি নেই। তাঁরা একটি গাছের নিচে বসলেন খাবার খাওয়ার জন্য এমন সময় এক সওদাগর আসলেন তাঁদের নিকটে। বললেন ভাই আমি ক্ষুধায় মৃত প্রায় অবস্থা আমাকে কিছু খাবার দিন। সওদাগর মানুষ সঙ্গে অনেক অর্থ আছে কিন্তু খাবার শেষ। কোথাও কোন খাবারের ব্যবস্থা নেই সেই মরু প্রান্তে। আবু এবং জাফর সওদাগরকে তাঁদের খাবারের সঙ্গী করলেন। তাঁরা খেতে শুরু করলেন একসাথে একটি রুটি ছিড়ে তিন টুকরা করে আবু, জাফর এবং সওদাগর তিন জনে খেলেন। এভাবে তাঁরা আবু, জাফর ও সওদাগর তিন জনে মিলে মোট ৮টি রুটি খেয়ে শেষ করলেন।
সওদাগর খেয়ে খুব খুশি হলেন এবং চলে যাওয়ার সময় তাঁদের দুই জনকে মোট ৮টি স্বর্ণ মুদ্রা দিলেন। জাফর ৫টি স্বর্ণ মুদ্রা নিজের জন্য রেখে ৩টি আবুকে দিল। কিন্তু আবু দাবী করে সমান সমান ভাগ। এই নিয়ে তাঁদের মধ্যে তুমুল ঝগড়া। তাঁরা দুই জনে মিলে আসছে আমাদের কাছে ন্যায় বিচারের জন্য।
তো আসুন দেখি আমরা কারা কারা ন্যায় বিচার করতে পারি? কমেন্ট করে জানান কে কয়টি স্বর্ণ মুদ্রা পাবে ন্যায় বিচারের ভিত্তিতে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
বিদ্যুৎ বলেছেন: বিশেষ ভাবে ধন্যবাদ নতুন আপনাকে। আপনি সবার প্রথম কমেন্ট করেছিলেন তাই। অন্ততপক্ষে আপনার ন্যায় বিচার করার ইচ্ছা আছে। তবে দুঃখিত আপনার সঠিক বণ্টন এ সামান্য ত্রুটি আছে। আসলে আবু ১টি ও জাফর ৭টি স্বর্ণমুদ্রা পাবে। হানিফঢাকা খুব সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করেছেন । চাইলে একনজর দেখে নিতে পারেন। ভূল হোক শুদ্ধ হউক আপনাকে আমার স্যালুট জানায় আপনার চেষ্টার জন্য। আবারও ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
হানিফঢাকা বলেছেন: ১।৮ টি রুটি ৩ টুকরা করে ৮*৩= ২৪ টুকরা।
২। সবাই সমান রুটি খেয়েছেন। অর্থাৎ সওদাগর ৮ টুকরা রুটি খেয়েছেন।
৩।সওদাগর ৮ টুকরা রুটির জন্য দিয়েছেন ৮ স্বর্ণ মুদ্রা। সুতরাং প্রতি টুকরার জন্য দাম ১ স্বর্ণ মুদ্রা।
৪। আবুর রুটি ছিল ৩ টা, টুকরা হয়েছে ৯ টুকরা। সে নিজে খেয়েছে ৮ টুকরা। সুতরাং সওদাগর তার কাছে থেকে খেয়েছে (৯-৮)=১ টুকরা। সুতরাং আবু পাবে ১*১=১ স্বর্ণ মুদ্রা।
৫। জাফরের রুটি ছিল ৫ টা, টুকরা হয়েছে ৫*৩=১৫ টা। সে নিজে খেয়েছে ৮ টুকরা। সুতরাং সওদাগর তার কাছ থেকে খেয়েছে (১৫-৮)= ৭ টুকরা। সুতরাং জাফর পাবে ৭*১=৭ স্বর্ণ মুদ্রা।
উত্তরঃ
আবু পাবে ১ স্বর্ণ মুদ্রা এবং জাফর পাবে ৭ স্বর্ণমুদ্রা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ হানিফঢাকা আপনাকে। বেশি করে ধন্যবাদ দিতে চাই সুন্দর উপস্থাপনা করার জন্য। শুভ কামনা ভাল থাকবেন সব সময়।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
তিক্তভাষী বলেছেন: হানিফঢাকা সঠিক বলেছেন। আবু ১টি ও জাফর ৭টি স্বর্ণমুদ্রা পাবে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
বিদ্যুৎ বলেছেন: আপনিও সঠিক বলেছেন তাই ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
তট রেখা বলেছেন: আবু পাবে ১ স্বর্ণ মুদ্রা এবং জাফর পাবে ৭ স্বর্ণমুদ্রা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮
বিদ্যুৎ বলেছেন: আপনিও সঠিক বলেছেন তাই ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
নতুন বলেছেন: হুম হানিফ ভাইয়ের উত্তরই ঠিক।
আমি মন্বত্ব করার পরে এই চিন্তাটা এসেছিলো যে ঐ লোকতো নিজেও খেয়েছিলো। তাই ভাগটা অন্য রকম হবে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫
বিদ্যুৎ বলেছেন: আপনি বুঝতে পেরেছেন তাই আমি খুব খুশি। তবে আপনিই সেরা আমার কাছে কারণ বহু মানুষ পোস্টটি পড়েছে কিন্তু সঠিক হবে কি হবে না এই ভয়ে কমেন্ট করার সাহস-ই পায় নাই। খুব ভাল লাগলো আপনার চেষ্টা ও সাহস দেখে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
নতুন বলেছেন: তাঁরা খেতে শুরু করলেন একসাথে একটি রুটি ছিড়ে তিন টুকরা করে আবু, জাফর এবং সওদাগর তিন জনে খেলেন। এভাবে তাঁরা আবু, জাফর ও সওদাগর তিন জনে মিলে মোট ৮টি রুটি খেয়ে শেষ করলেন।
গল্পের সুত্রে কিন্তু সওদাগর আবুর ৩ রুটি থেকে ৩ টুকরা খেয়েছিলেন।
জাফরের ৫ টুকরা থেকে ৫ টুকরা খেয়েছেন।
তিনি মোট ৮ টুকরার ৮ স্বন`মুদ্রা দাম দিয়েছে।
সেই হিসেবে ৩ এবং ৫ ঠিকই আছে। কারন তারা রুটি সব একত্রে করে মিলিয়ে তারপরে ভাগ করেনাই।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
বিদ্যুৎ বলেছেন: নতুন আপনাকে বলছি------
আবু এবং জাফর সওদাগরকে তাঁদের খাবারের সঙ্গী করলেন। তাঁরা খেতে শুরু করলেন একসাথে একটি রুটি ছিড়ে তিন টুকরা করে আবু, জাফর এবং সওদাগর তিন জনে খেলেন। এভাবে তাঁরা আবু, জাফর ও সওদাগর তিন জনে মিলে মোট ৮টি রুটি খেয়ে শেষ করলেন।
উপরে বেশ পরিষ্কার ভাবে লেখা আছে। আর অনেক কিছুই দেখতে শুনতে ঠিক মনে হয় কিন্তু সঠিক উত্তর আসলেই অন্যরকম।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
নতুন বলেছেন: আবুর ছিলো ৩ রুটি তিনি পাবে ৩.২ মুদ্রা।
জাফরের ছিলো ৫ রুটি তিনি পাবে ৪.৮ মুদ্রা।
কারন ঐ লোক আবু থেকে ১টা রুটি খেয়েছে আর জাফর থেকে ১.৫টা রুটি খেয়েছিলো...
তার তিনি ২.৫টা রুটির জন্য ৮ মুদ্রা দিয়েছে এবং তার ১টা =৩.২মুদ্রা আবু এবং ১.৫টা =৪.৮মুদ্রা জাফর পাবে।