![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
শুধু চোরের খনি নয় এবার চালের খনির সন্ধান মিলেছে দেশে।
খবর: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তিনটি পুকুর থেকে প্রায় ৩ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের উপস্থিতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম পুকুর থেকে চাল উত্তোলন করেন। এ ব্যাপারে খুরশীদ জানান, আজিজুল নামের এক ব্যবসায়ী ঈদের আগের দিন সবুজ নামে এক ইলেকট্রিক মিস্ত্রির কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৬০০ কেজি চাল কেনেন। সবুজ বিভিন্ন লোকের কাছ থেকে ভিজিএফের চাল কিনে আজিজুলের কাছে বিক্রি করেছিলেন। জেলার অন্যান্য স্থানে চাল আটকের খবর শুনে আতঙ্কে ব্যবসায়ী আজিজুল চালগুলো তাঁর বাড়ির পাশের কয়েকটি পুকুরে ফেলে দেন। (সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ আগস্ট ২০১৮)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদ্যুৎ বলেছেন: হা হা !! আরও কত কি যে দেখতে হবে। ধন্যবাদ
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
চাঙ্কু বলেছেন:
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
তাহলে তো বোঝা যায় এখন চোরারা আইনের ভয়ে আছে।
আর চোরের খনি হলে আইনকে ঘুষ দিয়ে ব্যাটা বুক ফুলিয়ে ব্যবসা করতো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
বিদ্যুৎ বলেছেন: যে চাউল কিনেছিল সে আসলে বুঝতে পারে নাই! পরে যখন দেখল চোরের উপর বাটপারি হতে যাচ্ছে তাখনি এই কাজ করেছে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো অতি নির্বোধ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
বিদ্যুৎ বলেছেন: নির্বোধ নয় শুধু রীতিমত লোভী। ধন্যবাদ
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১
সাইন বোর্ড বলেছেন: তাহলে অার ১০ টাকা কেজি নয়, এবার মাগনায় চাল দিতে পারবে সরকার, চোরকে পুরস্কিত করা উচিৎ ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
বিদ্যুৎ বলেছেন: হা হা! ঠিক বলেছেন এবার মাগনায় চাল দিয়ে দশ টাকা সের চাল দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি পুরন করতে পারবে।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
ব্লু হোয়েল বলেছেন: প্রশাসন কর্তৃক পুকুরের নীচে চুলা জ্বালানোর ব্যবস্থা করলে ভাল হত।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
বিদ্যুৎ বলেছেন: প্রশাসনে বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে আপনার নামে ৫৭ ধারা প্রয়োগ করা হতে পারে! ধন্যবাদ হাস্যরস মন্তব্য করার জন্য।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
মহিসন খান বলেছেন: ছোট খাবারের হোটেল/ টং হোটেল ব্যবসা
সালাম নিবেন।
গ্রুপে এমন কেউ আছেন যারা ছোট আকারের খাবার হোটেল (টং হোটেল) ব্যবসা করেন? যেমন:- সকালে পরোটা ভাজি, দুপুরে সিংগারা (ভাত.... optional ), বিকালে পুরি, পিয়াজু-বেগুনি এসব আইটেম নিয়ে ব্যবসা করেন ..............?? আমি তাদের কাছ থেকে কিছু পরামর্শ আশা করছি।
যেমন: একজন আনাড়ি হিসেবে কিভাবে হোটেল চালাতে হবে? কারিগর/বাবুর্চি এভেইলেবল কিনা ? বাবুর্চি হঠাট করে চলে গেলে ২/১ দিনের মধ্যে নতুন বাবুর্চি পাওয়া যায় কিনা? তাদের বেতন কেমন? সাপ্তাহিক নাকি মাসিক ভিত্তিতে বেতন হবে? কোন চাদাবাজি আছে কিনা?
কেউ কি পরামর্শ দিবেন?
https://www.facebook.com/profile.php?id=100013338515595
এখানেও জানাতে পারেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ বিশদ মন্তব্য করার জন্য।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: চালের খনি শিরোনামটি মন্দ নয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। খুব ভাল লাগছে আপনাকে অনেক দিন পরে এখানে দেখে। আপনার মঙ্গল কামনা করি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! মাছের বদলে আজকাল পুকুরে চালের চাষ হয় বুঝি, নয়ত মাছেরা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ভাত রেধে খাবে বলে
চাউলগুলো পুকুরে ঢেলে দেয়া হয়েছে।