![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি এক চির উন্নত শির
আজকের বিশ্বে সাধারণ মানুষের কাছে মানবাধিকার এখন সোনার হরিণ। ক্ষমতার বলে আজ ক্ষমতাশীলরা নিজ নিজ স্বার্থে মানবাধিকারের সংজ্ঞাটাই যেন আগাছার মত উপড়ে ফেলেছে। যার ফলস্বরূপ আজকের বিশ্বে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারে
বারে।আমাদের এই দেশ বলুন আর পুরো বিশ্ব বলুন আজ স্বার্থবাদীরা তাদের ক্ষমতার বলে মানবাধিকারের গলায় পা রেখে নিজেদের স্বার্থ হাসিল করতেছে।
স্বার্থবাদীদের চিপায় পড়ে মানবাধিকার আজ অন্তিম শয্যায় শায়িত। আর এর একটাই কারণ -স্বার্থবাদী গোষ্ঠী এবং সভা সেমিনারে যারা মানবতার ফেরিওয়ালা ট্যাগ লাগিয়ে যারা গলা ফাটায়।
আজ পৃথিবীর মানুষগুলো দলাদলির গোলক ধাঁধায় পড়ে প্রতিনিয়ত তাদের বিবেককে বিসর্জন দিয়ে চলছে। মানুষগুলো আজ যদি কোন কিছু করার আগে একটি বার তাদের বিবেককে প্রশ্ন করতো
- সে যে কাজটি করতেছে
এতে করে কি মানবাধিকার লঙ্গন হচ্ছে না তো? তখন হয়তো মানুষ ঐসব ঘৃণিত কাজ হতে মানুষগুলো দূরে থাকতো।
কিন্তু আজ সেইসব বিবেকবান লোকের বড়ই অভাব। বিবেকের দরজায় কড়া নেড়ে একটি বারের জন্য হলে ও প্রশ্ন করুন তো
-সমগ্র বিশ্বের মানুষগুলোর, প্রিয়জন হারানো ব্যাথা এক কিনা?
-সমগ্র বিশ্বের মানুষগুলোর,
অশ্রুসিক্ত জলও এক কিনা?
-সমগ্র বিশ্বের মানুষগুলোর তথা
মুসলিম-নন মুসলিম, কালো-সাদা, ধনী-গরিব সকলের রক্তের রং এক কিনা?
হয়তো আপনার বিবেক তখন বিদ্রোহীর উল্লেখিত প্রশ্নের উত্তর জবাব দিতে গিয়ে বলবে, নিশ্চয়
এক। (এটাই চিরন্তন সত্য)
কিন্তু তবুও আজ সমগ্র বিশ্বে
মানবতা নামক শব্দটি স্বার্থবাদীদের দখলে। আর
মানবতার তরীটা সাধারণ মানুষের তখনি হবে যখন মানুষ একে অন্যকে ভালোবাসতে শিখবে। আর এটির জন্য সত্যিকার অর্থে আজকের বিপন্ন মানবতার এই বিশ্বে একজন মানবতার ফেরিওয়ালা প্রয়োজন।
©somewhere in net ltd.