![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি এক চির উন্নত শির
প্রিয়/অপ্রিয় মন্ত্রী তারানা হালিম,
একাবিংশ শতাব্দীর প্রযুক্তির এই যুগে আপনি/ আপনাদের কর্মকান্ডে শুভেচ্ছা বার্তা পাঠাবো নাকি আপনার সমলোচনা করে পত্র লিখবো সে পথটা আজ আপনারা রুদ্ধ করেছেন। ইচ্ছে ছিলো মধ্যযুগীয় সভ্যতায় চিঠিটা লিখবো,কারণ আপনারাই প্রযুক্তিগত সুবিধা থেকে আমাদেরকে বাহিরে রেখেছেন বেশ কিছুদিন ধরে। লিখার কালি হিসেবে বাজারের সস্তা কালি দিয়ে লিখবো এই মানসিকতার মানুষ আমি নই। লিখার কালি নিয়ে দিশেহারা যখন- তখন বিশ্বজিৎ'র ঐ রক্তাক্ত শরীরের রক্তের ফোঁটা, নিষ্পাপ শিশু রাজনের রক্ত, কাটা তারে ঝুলে থাকা ফেলানীর রক্ত, ন্যায়ের এজলাসে অবিচার পাওয়া মানুষগুলোর রক্ত গড়িয়ে এসে লিখার কালি হতে চায়। তাদের রক্তাক্ত দেহ হয়তো দেশের সমাজ ব্যবস্হাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এই সভ্য নামের সমাজ তাদের কাছে পরাজিত সে কথাটি বারেবারে জানান দিয়ে যায়। তারা হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে তাদের উপর অবিচার হয়েছে বলে। একাবিংশ শতাব্দীতে হয়তো আজ তাদের রক্ত দিয়ে চিঠি না লিখলেও, ভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে রক্তাক্ত মানুষগুলোর ন্যায় বিচারের দাবি রইলো আবারো।
বেশ কিছুদিন ধরে আপনারা দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনন্য যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন। কারণ হিসেবে আপনারা উল্লেখ করেছেন, দেশে নাশকতা বন্ধে এ ব্যবস্হা। কথাটা যখন টিভিতে দেখতেছিলাম তখন সত্যি অবাক হলাম, প্রযুক্তির যুগে আপনাদের বিরুদ্ধাচরণ চলছে বলে আপনাদের এই সিদ্ধান্ত! সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে হয়তো আপনাদের কান্ডব জ্ঞানহীন কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এর থেকে বেশি স্বোচ্ছার হবে, যা আপনার সরকার সামলাতে পারবে না এ ভয়ে। একবারও ভেবে দেখেছেন তরুণ প্রজন্ম কেনইবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ঝুঁকে পড়ছে? এর উত্তর হয়তো কখনো আপনারা খুঁজে দেখেন নাই , এখানেও আপনাদের ব্যর্থতা নই কি? যেখানে আপনারা নিজেরাই প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করবেন বলে মুখে বলতেছেন কিন্তুু বাস্তবে এই প্রযুক্তি যখন আপনাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছে সেখানে মাঠের ন্যায় প্রযুক্তি সেবায় হস্তক্ষেপ শুরু করছেন যা সত্যি নিন্দনীয়! আরো বেশি হাসি পায় যখন সামাজিক মাধ্যম বন্ধ থাকার পরও আপনাদেরই মন্ত্রীর ভেরিফিকেশন আইডি, এমনকি আপনাদের দলের ভেরিফিকেশন পেইজ থেকে স্ট্যাটাস প্রসব হয়। তখন আপনাদের কিছু বলার থাকে না! আসলে জোর যার মুল্লুক তার আর এতে আমাদের কিছু সত্যি বলার থাকে না। যে নীতি আপনারা মানতে পারেন না সে নীতি কেন আমাদেরকে মানতে বলেন? প্রজার জন্য এক আইন রাজার জন্য এক আইন এটাতো বর্বরতার যুগে ছিলো কিন্তুু সে আইন সভ্য সমাজে প্রচলন কেনইবা? যদিওবা আপনাদের সমলোচনা করে লিখতে গেলে অনেক কিছু ভেবে লিখতে হয়, কখনযে ৫৭ ধারায় অভিযুক্ত করে ববসেন। আপনাদের বিরুদ্ধে/ সমলোচনা নই বরং আপনাদের ভুলগুলো তুলে ধরে মূলত আপনাদের ভুলগুলো শুধরানোর কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের শব্দ সৈনিকরা। দেশ যদি ১৯৭১ সালে শহীদ হওয়া মুক্তিযুদ্ধাদের চাওয়া স্বাধীনতায় চলতো তাহলে শব্দসৈনিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ করতো না! শব্দসৈনিকরা আজ সামাজিক মাধ্যমগুলোতে দেশের নানান সমস্যা, নানান ইস্যু, হিংসাত্বক রাজনীতির বলির পাঠা হওয়া মানুষগুলোর পক্ষে স্বোচ্ছার প্রতিনিয়ত। আজ যেখানে নিরীহ নিপীড়িত মানুষের পক্ষে সংবাদ লিখলে সংবাদ মাধ্যমগুলোর দায় হয়ে পড়ে। যেখানে মানুষগুলো সত্য খবর পায় ননা। যেখানে সংবাদ মাধ্যমগুলো একটি পক্ষের ঐ গুণগাণ করে বেড়ায়, তাদের চোখে একটি দল হয়ে যায় ধুয়া তুলসে পাতা। সেখানে মানুষগুলো সত্য খবরের খোঁজে সামাজিক মাধ্যমগুলোতে ঝুঁকে পড়ছে প্রতিনিয়ত। হ্যা, সামাজিক মাধ্যমগুলোতে ১০০% সত্য খবর জানা যায়,সেটা কিন্তুু আমি বলবো না। কিছু হলেও মানুষ সত্য জানতে পারে , যা আপনাদের নিয়ন্ত্রিত সংবাদগুলোর মাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে না। আপনার সরকারের ভিশন ২১ দেখে সত্যি আমার অট্ট হাসি পায়। আপনারাই বলেন, আপনারাই নাকি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে ডিজিটাল বাংলাদেশ নামকরণ করতে চান, এতে হয়তো আপনারা কতটুকু সফর আপনারাই জানেন। সত্যি বলতে আজ পুরো পৃথিবীটা আপনার হাতের মুটোয় যতক্ষণ আপনার পাশে উন্নত প্রযুক্তি সেবা রয়েছে। যদি সত্যিকার অর্থে আপনারাই ভিশন ২১ বাস্তবায়ন করতে চান সেটাকে সাধুবাদ জানায়! কিন্তুু সত্যিকার অর্থে আপনারা সেটা চান কিনা সেটে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
হয়তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বাংলাদেশীদের নামে প্রায় এক কোটি সত্তর লক্ষ ফেসবুক আইডি রয়েছে। আর এ ফেসবুককে কেন্দ্র করে ই-কমার্স বাণিজ্য চলে, অনলাইন নিউজের অধিকাংশ পাঠক কিন্তুু ফেসবুক ব্যবহারকারীরা। হঠাৎ ফেসবুক বন্ধ হওয়াতে কিন্তুু ফেসবুক ব্যবহারকারীদের কোন ক্ষতি নেয়, ক্ষতি কিন্তুু ই-কমার্সের সাথে জড়িত উদ্যোক্তাদের। ইতিমধ্যে তারা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন এতে আপনারা বিবেক কি বা বলে? আপনারা কিন্তুু তাদেরকে ই-কমার্স বাণিজ্যে উৎসাহ দিয়েছেন কিন্তুু আজ আপনারায় তাদের গলায় চুরি বসিয়েছেন।
দেশে আবার ফিরে আসুক শান্তি, হিংসাত্বক রাজনীতি থেকে বেরিয়ে আসুক দলগুলো, সংবাদ মাধ্যমে ফিরে আসুক স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিচারে কাঠগড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফিরে যেন পায় তাদের আপন গতি, সর্বোপরি আপনাদের জন্য রইলো শুভ কামনা!!
ইতি-
বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারী
শিহাব
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
অতঃপর হৃদয় বলেছেন:
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
বিদ্রোহী কন্ঠস্বর বলেছেন: হয়তো কোন একদিন তারা তাদের ভুল বৃঝবে আর এ বাকরুদ্ধময় জীবনের পরিসমাপ্তি ঘটবে,,, না হয় সময়ের সংগ্রামীদের কাছে পরাজয়বরণ করে নিতে হবে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
amitanmoy বলেছেন: আমি ও বাকরুদ্ধ । ৫৭ ধারা আমার গলায় , হাতে পায়ে জড়ানো আছে ।