নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

মৃত্তিকা সনদ

৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৫



মৃত্তিকা সনদে প্রশ্ন রেখেছিলে
জলজ হতে লাগবে আর কত কাল?

অসমাপ্ত ছবির ভগ্নাংশে
জীবনের জলছবি সামুদ্রিক হলে
বিপন্নতার বাষ্পসংকেত হয় জন্মান্তরের উপাখ্যান,

খুব কাছে পেয়েও যা কিছুকে দীর্ঘশ্বাস মনে হয়
দাম্ভিক আত্মস্বীকৃতির মূল্য কি সেখানে,

হঠাৎ বিচ্ছেদে ভালবাসা দ্বিগুণ ফিরে আসবে ভেবে
মৃতকাব্যের অনুশোচনায় মনোবৃতি সংশোধনের চর্চা চলে,

দ্বিতীয় জন্মরাতে নির্ভীক হতে চেয়ে
অসম্পর্কের ঋণে দ্বিধান্বিত হৃদয়ে
না-মানবের (মানবীর ) গল্প লেখা চলে মৃত্তিকা সনদে।

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা ।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।
কিন্তু অসাধারণ কেন সেটা যদি একটু বলতেন।

২| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



কলিকাতার কবিতা থেকে লাইন চুরি করে দুর্বোধ্য এটাসেটা লিখছেন; এগুলো বাদ দিয়ে কবিতা লেখার চেষ্টা করেন, আমরা পড়ি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: হা হা হা .....
প্রত্যেক পাঠকেরই তার নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে।

৩| ৩০ শে মে, ২০২০ রাত ১১:০২

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,




দেখে ভালো লাগছে।
এতোদিন পরে এলেন তাও মৃত্তিকার মতো জটিল উপাদানে মাখিয়ে।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: জীবনটা কি মাটি অর্থাৎ মৃত্তিকার মতো?
যাকে জ্যামিতিক অনুপাতে নির্ধারিত করা যায়?

অথচ মানুষ মরলে মাটির সাথে মিশে যায়।
সে সনদের নাম কি দিতে পারি।

৪| ৩০ শে মে, ২০২০ রাত ১১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



মৃত্তিকা সনদে প্রশ্ন জলজ হতে আর লাগবে কতকাল।
ডিম আগে না মুরগি আগে, এই ধাঁধার থেকেও জটিল ধাঁধা জল আগে না মৃত্তিকা আগে? উত্তরটা সম্ভবত সহজ, জল আর মাটির পৃথিবী আসলে যমজ। বিজ্ঞানীরা বলছেন, জীব সৃষ্টির প্রথম অধ্যায় হল জলের জন্ম সেখান হতেই জলজ ।

পৃথিবী সৃষ্টির তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যেমন মতানৈক্য আছে, তেমনই 'জল তুমি কোথা থেকে এসেছো, আর কীভাবে এসেছো',আর জলজই বা জন্ম দিয়েছ কিভাবে এই প্রশ্নের উত্তরেও রয়েছে অসাম্য। শিবের জটা থেকেই গঙ্গা পৃথীবিতে এসেছে, কিন্তু শিবের জটায় গঙ্গাকে কে জড়িয়ে দিল, এই প্রশ্ন যেমন মিথের কাছে অপ্রাসঙ্গিক তেমনই বিজ্ঞানের কাছেও মিথ অপ্রাসঙ্গিক। কারণ, বিজ্ঞান যুক্তিতে বিশ্বাস করে। আর মিথের ধর্মই হল 'আদি থেকে অন্ত, কেবলই বিশ্বাস'। তাইতো জীবনের জলচ্ছবি সামুদ্রিক হলে বিপন্নতার বাষ্পসঙ্গিত হয় জন্মান্তরের উপাক্ষান ।

করোনাক্রান্ত হয়ে বিধাতার দয়ায় সুস্থ দেহে ফিরে এসেছি। শুনতেছি এখন আমার রক্তের প্লাজমা নাকি স্বর্নের চেয়েও দামী!!

কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম ।

শুভেচ্ছা রইল

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমি মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই!! আপনার মন্তব্যে সামান্য লেখা অনেক সময় খু্ব অর্থবহ হয়ে ওঠে। এই জন্য প্রায়ই সময় আপনার মন্তব্যে আমি চুপ থাকি, অপ্রকাশিত থাকি। আমার ভয় আমার কোন পাল্টা কথায় আপনার মন্তব্যের সৌন্দর্যহানি ঘটে।

এই কবিতায় যেমন মানুষ মারা গেলে মাটিতে মিশে যায় সেটাকে আমি একটি সনদ হিসেবে বিবেচনা করছি, আর সে সংক্রান্ত কিছু অনুভব প্রকাশের চেষ্টা করেছি। আর আপনি... বিজ্ঞান, মিথ, বিশ্বাস, সৃষ্টি ইত্যাদি দিয়ে এই কবিতাটি কত বড় মাহিমা দিয়ে গেলেন!

আমি মনে করি আপনার এমন মহানুভবতা দেখানো আসলে পরস্পরের প্রতি পবিত্র থাকা, হৃদ্যতায় থাকা।
আমি খুব খুশি।

ব্লগের কোথাও হতে শুনেছিলাম আপনার করোনা আক্রান্ত হওয়ার কথা। মন খারাপ হয়েছিল।
এখন ভাল লাগছে।

আবারো বলি, আমি মরার আগে আপনার সাথে যেন আমার অন্তত একটিবার দেখা হয়।

৫| ৩০ শে মে, ২০২০ রাত ১১:৩২

শের শায়রী বলেছেন: কিছু শব্দের মানে বুজিনি :D তবে অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগছে।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: কেন বোঝেননি, খুব তো কঠিন নয়।

মৃত্তিকা সনদ-মাটির সার্টিফিকেট, মানুষ মারা গেলে মাটিতে মিশে যায় তো!, মৃত্যু কখনো জলজ আ নরম হয় না মানুষের কাছে।
অসমাপ্ত ছবির ভগ্নাংশ- মহাকালের কাছে মানুষের জীবনটা খুব ছোট। এই জীবনে কখনো কখনো এত কষ্ট নেমে আসে যে সেটা সমুদ্রের মতো মনে হয়, তখন জীবনটাকে খুব বিপন্ন লাগে।

...... এভাবে কবিতার প্রত্যেকটি লাইনের এক একটি ভিতরের কথা আছে, সময়ের অভাবে সব লিখতে পারলাম না।
তবে একটু ধরিয়ে দিলাম, আশাকরি এবার বুঝে নিতে পারবেন।

অনেক ধন্যবাদ শায়রী।

৬| ৩১ শে মে, ২০২০ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনার পোষ্ট পেলাম।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
আজকাল তো আপনি প্রায়ই কবিতা লিখছেন।

ভাল সংবাদ এটি।

৭| ৩১ শে মে, ২০২০ ভোর ৫:৩৭

ইসিয়াক বলেছেন: চমৎকার ।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ইসিয়াক।
সাথে থাকুন।

৮| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:১১

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য, অনেক দিন পর ব্লগে পেয়ে খুব ভাল লাগল ।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ বেশ কিছুদিন পর পোস্ট দিলাম।
তবে আপনাদের লেখা পড়ি প্রায়শই।

ভাল লাগল আপনাকে পেয়ে।

৯| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৫

নীল আকাশ বলেছেন: কিছু কিছু দীর্ঘশ্বাস সারা জীবন বইয়ে নিয়ে যেতে হয় মৃত্তিকায় ফিরে যাবার আগ পর্যন্ত।
মন ছুয়ে গেল কবিতার লাইনগুলি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: কিছু কিছু দীর্ঘশ্বাস সারা জীবন বইয়ে নিয়ে যেতে হয় মৃত্তিকায় ফিরে যাবার আগ পর্যন্ত।..... আর মৃত্তিকায় ফিরে গেলেই শেষ সনদটি পাওয়া হয়ে যায়।

ঠিক ধরেছেন।

অনেক ধন্যবাদ নীল।

১০| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: বুঝি নাই।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: সে কি?

জীবন, মৃত্যু, মাটি, জীবনের বিপন্নতা, অহংকার, হারিয়ে ফেলা, ভালবাসা, বিচ্ছেদ, সম্পর্ক-অসম্পর্ক ইত্যাদি এই কবিতার মূল ভাষ্য।

আশাকরি এবার বুঝতে পারবেন।

অনেক দিন পর আমার এখানে আসলেন।
অনেক ভাল থাকুন।

১১| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১৮

মুক্তা নীল বলেছেন:
বিজন দা ,

ভীষণ সুন্দর ও জটিল কবিতা। চাওয়া-পাওয়ার হিসেব-
নিকেশ জীবনের অবিচ্ছেদ্য জটিলতা অংশগুলোর
বহিঃপ্রকাশ ++

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। আর আছে মাটি-মৃত্যু।

আর দেখেন মানুষ অনেক সময় ভাল কিছু পায় কিন্তু দাম্ভিকতায় দীর্ঘশ্বাস নিয়ে আসে।
এমনি আরো কত কি!!

আচ্ছা, আপনার সাথে আমার আগে কি কখনো কথা হয়েছে, ঠিক মনে করতে পারছি না।
এমনভাবে বিজন দা বলেলেন!!, খুব ভাল লেগেছে।

অনেক অনেক ভাল থাকেন মুক্তা নীল।

১২| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

স্বাক্ষর শতাব্দ বলেছেন: কোনো এক কালে আমরা কি জলজ ছিলাম? আবারও হবো? আমরা কি অনাগত এবং বিগতকে সবসময় টের পেতে থাকি?

০৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: যেহেতু মানুষ তার অতীত আর ভবিষ্যত সম্পর্কে কিছুই জানেনা তাই আপনার প্রশ্নগুলোর উত্তর হলো না।

১৩| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:০১

মীর আবুল আল হাসিব বলেছেন: কবিতার ৭০% ই বুঝি নাই (দোষ সম্পূর্ন আমার; বাঙালি হয়েও বাংলায় আনাড়ী)

০৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৫

বিজন রয় বলেছেন: উপরে কয়েকটি মন্তব্যের উত্তরে অল্প কিছু বলেছি, ওগুলো পড়লে সবই বুঝতে পারবেন।

তবে কবিতটাটি যে ১০০% পড়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৪৯

এফ.কে আশিক বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পরছি
বেশ লিখেছেন

শুভ কামনা

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: আসলে আমি ব্লগে প্রতিদিন একটুর জন্য হলেও আসি। কিন্ত পোস্ট করি কম।

যাহোক আপনি নিয়মিত হন।

অনেক ধন্যবাদ।

১৫| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো! শব্দগুলো বেশ।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: ওহ! আপনাকে পাওয়া গেল।
আসলে আমিই তো ব্লগে কম।

ভাল থাকুন।

১৬| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: ও আপনি!

কবিতা ভুলে যাচ্ছি।
কি করা যায় বলুন তো?

১৭| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কেমন আছেন দাদা?

১৩ ই জুন, ২০২০ ভোর ৬:০৩

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি।

আপনি ব্লগে নিয়মিত হন।

১৮| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: বিচ্ছেদে ভালোবাসা দ্বিগুন হয়ে কখনো ফিরে আসেনি। আসবেও না। ভাঙ্গা মন কখনো জোড়া লাগে না

১৪ ই জুন, ২০২০ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন... এই জন্যই তো পরের লাইনে তার উত্তর দিয়েছি...... মৃতকাব্যের অনুশোচনায় মনোবৃতি সংশোধনের চর্চা চলে।

আচ্ছা আপনি কি কদিন পরে আবার উধাও হবেন?

১৯| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: জানি না। ডিপেন্ড করে মনের উপর। আমার মন আর কচু পাতার পানি পুরাই সেম। ননডিটারমিনিস্টিক ব্যাপার আরকি

আপনার ব্লগে আসলে ব্লগার মৈথুনানন্দরে মনে পড়ে

মাঝে মাঝে তারে মিস করি

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: মৈথুনানন্দকে অল্প মনে পড়ে। এখন আর তাকে দেখি না।
অবশ্য তার সাথে আমার কথা হয়েছে কি না মনে করতে পারছি না।

তা আমার এখানে এলে তাকে মনে পড়ার কারণ কি?

আপনি এবার ডুব দেওয়ার আগে আমাকে অন্তত জানিয়ে যাবেন অনুরোধ।

২০| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: জীবনের বিপন্নতা ছুয়ে গেল।জীবন উপলব্ধি প্রকাশ পেয়েছে এখানে।
কবিতা পোষ্টে ইডিওটিক মন্তব্য না করাই উচিত। বিরক্ত হলাম।
যদি জিজ্ঞেস করা হয় - কলিকাতার কবিতা বলতে কি বুঝেন উত্তর দিতে ত বাথরুমে আসা যাওয়া করা লাগবে।
ভাল আছেন নিশ্চয়ই?
শুভকামনা রইল।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২১

বিজন রয় বলেছেন: হা হা হা .......
উনি মাঝে মাঝে কি বলতে কি বলে ফেলেন তা নিজেও বুঝতে পারেন না। পারলে বলতেন না।
যাক, উনাকে ক্ষমা করে দিয়েছি।

আমি ভাল আছি।
দেরীতে উত্তর করলাম।

২১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রথম দু'লাইন পড়েই আমি কাত!
গরীব মানুষ। বুঝি কম, অনুভব করি বেশি।

//দাম্ভির আত্মস্বীকৃতির মূল্য কি সেখানে// এটি কি 'কী' হবার কথা ছিলো? কবি জানবেন।

চাঁদগাজীর মন্তব্যে যতই ধার হোক তাতে আমি কইস্যা দ্বিমত জানাই; পক্ষান্তরে ড. এমআলির মন্তব্যে জোড়ালোভাবে একমত।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।

আমিও পড়ে দেখলাম কী হতে পারে।
আপনি আমার কবিতাগুলো সবসময় খুব মন দিয়ে পড়ে, কেন তা জানিনা। এটা আমার খুব ভাল লাগে।

চাঁদগাজীর মন্তব্যের উত্তরে অনেক বড় করে জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু কি মনে করে নিজেকে নিয়ন্ত্রণ করেছি।
এটাতেই শান্তি পাচ্ছি।

আর ড. আলী অতুলনীয়।

আপনাকে অনেক শুভকামনা।

২২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: *দাম্ভিক

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: হ্যাঁ, বুঝতে পেরেছি।

২৩| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জল থেকে জন্মান্তরে বেরিয়েই
ভুলে যায় স্বাক্ষরিত প্রত্যাবর্তন চুক্তি
মোহাবিষ্টতায় জন্ম নেয় অসীম দু:খবোধ
বিবর্তনের সত্য ভুলে
কঁচু পাতায় থির ঠাই খোঁজে অমরত্বের!

মহাকালের পল সময়ে শেষ হলে সময়
আবার আসা যাওয়া চক্রাবর্তন

জল থেকে জলে
আলো থেকে আলো- মূলে ফেরার
অসীম চৌম্বকীয় আবেশ
ঘোরায় নিত্য সৃষ্টির যাতা!

মুগ্ধ পাঠ শেষে- অনুভবের দুছত্র।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: মুগ্ধ আর বিস্মিত!

আমার কবিতা পড়ে আপনি যে অনুভব প্রকাশ করে গেলেন তা স্বর্ণ দিয়ে বাঁধানো থাকবে।
আপনার পক্ষেই এমটা সম্ভব।

স্যালুট গরুজী।

২৪| ২৪ শে জুন, ২০২০ সকাল ৯:৪৭

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার। আপনার আন্তরিকতা মুগ্ধ করে আমাকে। বুঝতে পারছি কেন সবাই আপনাকে এতো আপন ভাবে আর ভালোবাসে।
নতুন পোষ্ট দিতে ইচ্ছে করে। সময় এবং ঝামেলার কারণে সমন্বয় করতে পারছিনা।
আপনার কবিতায় ভালো লাগা এবং লাইক।
ভালো থাকবেন ভাই।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: কি বলে আপনাকে ধন্যবাদ দিব!

কতটা আন্তরিক হলে এমনভাবে বলা যায়!!
হৃদয়ের সবটুকু পবিত্রতা দিয়ে আপনাকে ধন্যবাদ দিলাম।

আশাকরি অচিরেই আপনার সমস্যা চলে যাবে এবং নিয়মিত পোস্ট দিতে পারবেন।
আমার শুভকামনা সবসময় আপনার সাথে থাকবে।

২৫| ২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: গূঢ় অর্থ বোধক কবিতায় ভালোলাগাটুকু রেখে গেলাম...

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: হৃদয়ঙ্গম।

২৬| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:২৭

Subdeb ghosh বলেছেন: সুন্দর +

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: কেন সুন্দর কেন?

২৭| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা আসলে ভালো বুঝি না। তবে আমার পড়তে ভালো লেগেছে। যারা কবিতা বোঝে তারা অনেকেই এখানে আপনাকে উৎসাহিত করেছে। কবি সাহিত্যিকদের সমাজে অনেক দায়িত্ব।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: যা বলেছেন তা অনেক ভাল লেগেছে।
আপনিসহ অনেকেই কবিতাটিকে ভাল বলেছেন।

কবি সাহিত্যিকদের সমাজে অনেক দায়িত্ব।....... সবাই এভাবে ভাবলে সমাজ থেকে সমস্যা চলে যাবে।

এভাবে সাথে থাকুন।
শুভকামনা।

২৮| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:০২

শেরজা তপন বলেছেন: ব্লগার 'শের শায়েরী'কে বুঝিয়েছেন ভাল-ই! তবে ভাই আমাদের বোঝার স্বার্থে আরেকটু সহজ করে কি লেখা যায় না?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: যায় আরো সহজ করে লেখা যায়।
কিন্ত তখন সেগুলোকে কবিতা বলবেন তো?

হা হা হা ..... আপনার কথা অবশ্যই মাথায় রাখবো।

ভাল থাকুন আর ব্লগে একটি নিয়মিত হন।

২৯| ২৬ শে জুন, ২০২০ সকাল ৭:৪০

পারভীন শীলা বলেছেন: অসাধারন কবিতা । ভালো থাকবেন ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে পারভীন শীলা।

আশাকরি সামনের দিনগুলোতে এভাবে আমার কবিতাতে আপনাকে পাবো।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.