|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আত্মার ঘ্রাণে জন্মালো যে প্রতিশ্রুতি
অনির্দিষ্টকালের ছায়ারেখা পথে,
জলপদ্মে ভ্রমরের গুঞ্জনের মতো
অশ্রুত অভিমান।
অন্তরে শূন্যতা নেমে এসে প্রশ্ন রাখে
অভিমান ভেঙে ঠিক 
বসন্তকালীন বাতাস হওয়া যায়?
কিংবা সমাপ্ত এক বিসর্জন দৃশ্যের?
মানুষ তার কোন নাম রাখেনি
বকুল ঝরার নিরব ইতিহাস ছাড়া।
 ৫০ টি
    	৫০ টি    	 +১২/-০
    	+১২/-০  ০১ লা জুলাই, ২০২৩  সকাল ৮:১৭
০১ লা জুলাই, ২০২৩  সকাল ৮:১৭
বিজন রয় বলেছেন: প্রিয় গোফরান! অনেক দিন পর পোস্ট করলাম। আপনাকে প্রথম পেলাম। 
এই ছোট্ট  কবিতাটিকে একটি "সুন্দর" উপহার দিলেন। ঠিক যেন এক শান্ত বনভূমির পশ্চাতে এক স্থির পাহাড়। সে পাহাড়ের ছায়া অভিমান হয়ে ঝরে পড়ছে ওই পাহাড়ি নদীতে। 
আপনার হৃদয়ের সব অভিমান বিধৌত হোক সে পাহাড়ি ছায়ার মতো জীবনের কোন এক মুখরিত বৃষ্টিতে।
অনেক অনেক ভাল লাগল। শুভকামনা সবসময়ের।
ঈদ মোবারক।
২|  ০১ লা জুলাই, ২০২৩  রাত ১:৩৮
০১ লা জুলাই, ২০২৩  রাত ১:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বিজন দা, আপনি আছেন কেমন?
১ বছর ১মাস ৩০ দিন পর পোস্ট করলেন। এভাবে দীর্ঘদিন পর পর আসেন। আপনাকে কিন্তু আমরা মিস করি। 
অভিমাণের এই কবিতায় ভালোলাগা জানবেন।
  ০১ লা জুলাই, ২০২৩  সকাল ৮:২৫
০১ লা জুলাই, ২০২৩  সকাল ৮:২৫
বিজন রয় বলেছেন: ওহ! প্রিয় তাজুল। জীবন পথের পক্রিমায় "সম্ভবত" আমি খুব ভাল নেই। বলতে পারি কবিতা লেখার মতো ভাল। তাই শত অভাল'র মধ্যেও কবিতা চলে আসে।  কবিতা চলে আসে ভালবাসার ভুল পৃষ্টায়, কবিতা চলে আসে ভালবাসার নিরব অভিমানে, কবিতা চলে আসে অভিমান ভাঙতে সোনালি রোদের বর্ণচ্ছটায়। তাই বলি ভাল নেই কিন্ত কবিতা আছে, কবিতা!
এত দিন কোন পোস্ট না করলেও মাঝে মাঝে এসে মন্তব্য করে গিয়েছি। ব্লগটাকে, আপনাদেরকে ভুলে যাইনি। আসলে ভোলা যায় না। এখানে জীবনের অনেক স্মৃতি জমা হয়ে আছে। আসলে আমি কোন কিছু সর্টকাটভাবে করতে পারি না। ব্লগিংটা ঠিক মতো করার জন্য যে সময়টুকুর দরকার সেটার উপায় করতে পারি না। তাই ইচ্ছা থাকা সত্বেও হয়ে ওঠে না। তাই যখন ভাবি এবার ব্লগে ঠিক মতো সময় দিব তখনই আসার চেষ্টা করি। তারপর আবার সেই সময়ের ঘুরপাকে!
আমিও আপনাদেরকে অনুভব করি।
আপনার আন্তরিকতা ভাল লাগল। 
অনেক অনেক শুভকামনা। ভাল থাকেন সবসময়।
৩|  ০১ লা জুলাই, ২০২৩  ভোর ৬:৩৯
০১ লা জুলাই, ২০২৩  ভোর ৬:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: 
 আনেক দিন পরে দাদার দেখা পাওয়া গেল । 
কবিতায় এক মানবিক আত্মার ঘ্রাণ পাওয়া যায়। যে আত্মাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান 
সভ্যতার আলোকোজ্জ্বল রাজপথেও দেখতে পাই। আর সেই কারণেই ইতিহাস ও পুরাণের অন্তরাল থেকে
 চিরন্তন মানবাত্মার স্বরটিই বেরিয়ে আসে। মানবচৈতন্যের বৃহত্তর পথ খুলে দেয়। 
যে চোখ মানবিক সভ্যতার সাধনেই আলোকিত সে চোখ সামু  থেকে প্রায় বছরাধিককাল ধরে  দুরে থেকেও 
এখনো  অলস হয়ে যায়নি দেখে খুশী হলাম । মানবপ্রক্রিয়ায় রক্তমাংসের মন্থনে সূর্যোদয়ের আলোক সাম্যে
 কবি  যেন নব উত্থানের কাব্য গরিমায় দীক্ষিত। জন্মগাছে জল দেওয়া বুকের রক্তে ছবি আঁকা আলোর চাকা 
হাতে  সুন্দর একটি কবিতাটির ডালি নিয়ে স্বয়ং  দাদা এসেছেন ফিরে, যদিও কবিতায় ঝড়ে পরেছে অনেক 
অভিমানের সুর । 
এই লম্বা সময়ে  ম্রিয়মান সামুর চলার পথে বিবিধ পদের ক্রিয়া বিক্রিয়ার মাঝেও  অভিমানের সুর নিয়ে হলেও
 আত্মার ঘ্রাণের জাগরণ অমাদেরকে আশার বাণী শুনায় । আয়ুর কথোপকথন শৈলীতে  অতিজীবনের 
প্রচ্ছায়ায় স্বয়ংক্রিয় অভিযাপন দেখতে পাই কবিতার প্রতিটি চড়নে-
জলপদ্মে ভ্রমরের গুঞ্জনের মতো
অশ্রুত অভিমান
কান্নাজমা বুকে, দুঃখকে মালা পরানো জীবনে অনন্তের পানে চলার অভিলাসই যেন দেখা যায় । 
অভিমান কিংবা বকুল গন্ধায় পুষ্পিত বহুভাবের অবতারনায় সিক্ত কবিতাটিতে  প্রজ্ঞাসুন্দরের 
সংকেতের অভিজ্ঞান হয়ে উঠেছে মুর্ত । সংক্ষিপ্ত, তবে  প্রতীকতত্ত্ব সজ্জিত এবং বহুমুখী  ভাবধারা  নিয়ে
 বহমান  একটি  কবিতা।  গভীরতার একটি সুক্ষ  অনুভূতি তৈরি করার জন্য এটুকুই যতেষ্ট -
সমুদ্রের গভীরতার চেয়েও গভীরে, পর্বতের স্থিরতার চেয়েও স্থিরসুন্দরে, গাছের পাতার চেয়েও 
সপর্যা সবুজে, তাইতো দেখা যায় -
অন্তরে শূন্যতা নেমে এসেও প্রশ্ন রাখে 
অভিমান ভেঙে ঠিক
বসন্তকালীন বাতাস হওয়া যায় ।
সুন্দর কবিতাটির জন্য অনেক অনেক ধন্যবাদ । 
শুভেচ্ছা রইল 
  ০১ লা জুলাই, ২০২৩  সকাল ১০:১১
০১ লা জুলাই, ২০২৩  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: !!!!!?????!!!!!
আমি বাক্যহারা, আমি বাকরুদ্ধ, আমি থমকে যাওয়া স্বর!
এ যে স্তিমিত অন্তঃপুরের বর্ণিল আলোকচ্ছটা, এ যে দীর্ঘপ্রহর শেষে ভালবাসার ফুলফোটা চোখ।
এভাবে কাউকে প্রভাবিত করা যায়! আজ সকালটা আমার ভীষণ দামী করে দিলেন।
আপনার পক্ষেই এটা সম্ভব।
একটা ছোট্ট কবিতা আপনার, আপনার দ্বিধাহীন উচ্চারণ, স্বগত স্বীকারোক্তি আর সৃজনশীল ব্যবচ্ছেদে অনেক প্রাসঙ্গিক আর মূল্যবান হয়ে উঠল। কবিতার মর্মমূল স্পর্শ করে সৃষ্টি বা সৃজনশীলতাকে এভাবে স্বীকৃতি দেওয়া আপনার পক্ষেই সম্ভব। শক্তিমান লেখক আখতারুজ্জামান ইলিয়াসের সেই কথাটি মনে পড়ল " সৃজনশীলতাই মুক্তির অঙ্গীকার"।
মানবিক আত্মা প্রাগৈতিহাসিক অভিমান থেকে বেরিয়ে উত্তরাধুনিক মানবিক সভ্যতায় বিলীন হয়ে যাওয়ার যে পথ খুঁজে নিলেন আমার এই কবিতার মধ্য দিয়ে তা ইতিহাস কিংবা পুরানের পৃষ্টায় মলিন হোক আর ঝরঝরে হোক তা অতি অবশ্যই হৃদয়কে আন্দোলিত করে ঐতিহাসিক পটভূমিকায়। হোক সে অন্তঃপুরের অন্তরালে কিংবা রাজপথের শপথে।
আমাদের অভিমান কি প্রথম প্রতিশ্রুত সৃজাত হয়ে সবসময় বকুলগন্ধা হয়? হয়তো বা নয়তো। কে জানে, কত জন্ম, কত প্রজন্ম, এখানে প্রফুল্ল ভোরের আশায় দুঃস্বপ্নে মাথা খুটে মরে। কখন অভিমানের স্বর হয় স্বর্ণচাঁপার জল! কিংবা এক বসন্তালীন বাতাসের আশায় অন্তরে শূন্যতা নিয়ে মহাকলের দিকে ধাবমান হওয়া অথবা শীতের পাখিদের মতো আপন আলয়ে গুটিশুটি থাকা। 
আপনার হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য আমার হৃদয়টাও কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠল!
আমার চোখ মানবিক সাধনায় আলোকিত কিনা জানিনা, তবে আপনার সুগভীর অন্তরদৃষ্টিতে গোচরীভুত হয়েছে সেটা আমার অনেক বড় পাওনা। অনেক দিন পর আপনার সাথে অনেরক কথা বললাম। আসলে আপনি আমাকে কথা বলতে বাধ্য করেছেন। কি বলে আপনাকে ধন্যবাদ দিব জানিনা................
.............. কথা হবে........... হতে থাকুক........... একটা লেখা নিয়ে অনেক আলোচনা হতে পারে........ সেরকম ব্লগারস এখন অনেক কম........।।
আপনি থাকুন আমার সাথে, যেভাবে আছেন সবসময়।
শুভকামনা।
৪|  ০১ লা জুলাই, ২০২৩  দুপুর ১২:৩৯
০১ লা জুলাই, ২০২৩  দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ০১ লা জুলাই, ২০২৩  বিকাল ৫:২৩
০১ লা জুলাই, ২০২৩  বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: কেন সুন্দর কেন? একটু বুঝিয়ে বলুন।
৫|  ০১ লা জুলাই, ২০২৩  বিকাল ৫:৫০
০১ লা জুলাই, ২০২৩  বিকাল ৫:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে,
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রাখে হায়..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়,
নিঝুম সন্ধ্যায় ..
-----------------------------------------
শিল্পী:  লতা মঙ্গেশকর 
-----------------------------------------
  ০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:০২
০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:০২
বিজন রয় বলেছেন: আমার এই কবিতাটি পড়ে আপনার কি এই গানটি মনে পড়ল? কেন বলুন তো?
পথ ভোলাতে একটা আলাদা থ্রিল আছে।
৬|  ০১ লা জুলাই, ২০২৩  রাত ৮:২১
০১ লা জুলাই, ২০২৩  রাত ৮:২১
ঢাবিয়ান বলেছেন: কবিতা তেমন একটা বুঝি না। তবে ছবিটা দেখে ডরাইসি।   শুভকামনা রইল ।
  শুভকামনা রইল ।
  ০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:০৭
০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:০৭
বিজন রয় বলেছেন: আপনি কবিতা বোঝেন না এটা বিশ্বাস করা কঠিন!!
নাকি ন্যাকামো করলেন।
হা হা হা ......
ছবি একটা দিতে হয় তাই গুগল থেকে নিয়ে দিয়ে দিই।
কার কি যায় আসে তাতে।
হাই ঢাবিয়ান।
৭|  ০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:১৫
০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:১৫
ইসিয়াক বলেছেন: 
 
জলপদ্মে ভ্রমরের গুঞ্জনের মতো
অশ্রুত অভিমান।
কি দারুণ লিখলেন!
ঈদের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
  ০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:৩৩
০১ লা জুলাই, ২০২৩  রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: ভাল আছেন আশা করি।
অনেক দিন পর পোস্ট দিলাম।
আপনাদেরকে পেয়ে ভাল লাগছে।
শুভকামনা রইল।
৮|  ০২ রা জুলাই, ২০২৩  রাত ১:০৮
০২ রা জুলাই, ২০২৩  রাত ১:০৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,
বিজন কোনও ঘরে যেন বসন্ত বাতাসের খেলায় বকুল ঝরার নব ইতিহাস রচিত হলো।   
যে প্রতিশ্রুতি জন্মেছে আত্মার ঘ্রানে, খানিকটা  অভিমানে; তা ভ্রমরের মতো  গুঞ্জন তুলে গেছে এখানে । তাইতো শুনছি, মন্তব্য আর প্রতিমন্তব্যে সেই গুঞ্জনই।( বিশেষ করে শ্রদ্ধাভাজন ব্লগার ডঃ এম এ আলী র মন্তব্য আর তার  প্রতিমন্তব্যে। )
তের মাস পরে জন্ম নেয়া  এমন অভিমান স্নাত কবিতায় মুগ্ধতা...........
  ০২ রা জুলাই, ২০২৩  সকাল ৮:৩২
০২ রা জুলাই, ২০২৩  সকাল ৮:৩২
বিজন রয় বলেছেন: আপনি! ওহ! কত দিন পর! অথচ আপনার সাথে আগে আমার কত কথাই না হতো।
তের মাস পরে অভিমানের কবিতা নিয়ে আসতে চাইনি, চেয়েছি বার মাস কবিতার গুঞ্জন তুলে আপনাদের সংস্পর্শে থাকতে, কিন্তু বিধি বাম! জীবনের অনেক কিছুই আমাদের মানুষের নিয়ন্ত্রণে থাকে না।
আজ সকালের সূর্যোদয়ের আলোক মন্থনে আপনার মন্তব্য দেখে সব অভিমান বৃষ্টির বাষ্পে বায়োবীয় হয়ে ভেসে গেল অসীমে। প্রিয় ডঃ এম এ আলী'র যেমন বলেছেন, সমুদ্রের গভীরতার চেয়েও গভীরে, পর্বতের স্থিরতার চেয়েও স্থিরসুন্দরে, গাছের পাতার চেয়েও সপর্যা সবুজে! এমনভাবে দেখলে শত শূন্যতায়ও উত্তর পাওয়া যায়...... অভিমান ভেঙে একদিন ঠিক বসন্ত বাতাস হওয়া যায় ভালবাসার প্রীতি-কুসূমে।
আমরা স্বপ্নতাড়িত হয়ে যে ইতিহাসের আখ্যান রচনা করে চলেছি, ব্যক্তিসময়ে, লৌকিক সময়ে কিংবা ঐন্দ্রজালিক সময়ে তা জীবনের আলাদা আলাদা স্তরে কখনও অভিমান হয়, কখনো নিরবে ঝরে পড়া বকুলগন্ধার অনুচ্ছারিত স্বর। আর ওখানেই নিহিত থাকে সৃষ্টির কিংবা দৃষ্টির অপার সৌন্দর্য।
আপনিও আমার অতি প্রিয় প্রজ্ঞাদীপ্ত একজন প্রেরণাদাতা।
আপনার বিজ্ঞতা আর বিচক্ষণতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
অনেক মনে করে আমার এখানে এসে কথা বললেন তার অনুভূতি প্রকাশ করে দিলাম।
এবার গ্রহণ বা বর্জন আপনার সমীপে।
ভাল থাকুন, এই শুভকামনা।
৯|  ০২ রা জুলাই, ২০২৩  রাত ১:৩০
০২ রা জুলাই, ২০২৩  রাত ১:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
মানুষ তার কোন নাম রাখেনি
বকুল ঝরার নিরব ইতিহাস ছাড়া।  
আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে
কলসখানি ভরে নিতে
আর নাই রে বেলা
-------------------------------------------------
- গীতাঞ্জলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
-------------------------------------------------
আমি কবিতা বুঝতে পারি, বেশ ভালোই বুঝতে পারি। আপনি দশে সাত পেয়েছেন। 
  ০২ রা জুলাই, ২০২৩  সকাল ৮:৪২
০২ রা জুলাই, ২০২৩  সকাল ৮:৪২
বিজন রয় বলেছেন: দশে সাত.... এভাবে নম্বর দিয়ে আমাকে একটা গণ্ডিতে আটকে দিলেন না তো!
আমি ভাবছি এখন আমি কোথায় আর কততে প্রকাশিত হবো।
আপনি শুধু কবিতা নয় আরো অনেক কিছু বুঝতে পারেন। ব্লগে আপনার পথচলা অবলোকন করলেই তা বুঝতে পারি। সেজন্য আপনাকে অনেক ভালবাসি আর ধন্যবাদ জানাই।
এটি আমার একটি কবিতা পোস্টের পাতা। এখানে আপনি অন্যান্য সব প্রখ্যাত মানুষের বিখ্যাত গান আর কবিতা দিয়ে এই পাতাটিকে আরো উজ্জ্বলতর করে তুললেন। আপনাদের অনেকের এরকম মন্তব্যের জন্যই অনেক সময় আমার সামান্য কবিতা পোস্ট সময় অনেক বড় হয়ে ওঠে। তখন আমার লেখার ইচ্ছা কয়েকবগুণ বেড়ে যায়।
এভাবেই সাথে থাকুন আর ভাল থাকুন।
১০|  ০২ রা জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৬:১৯
০২ রা জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৬:১৯
জুন বলেছেন: ঝরা বকুলের ঘ্রানে পথের স্মৃতি ভেসে এলো। 
দুপাশ জুড়ে ঘাসের উপর শেফালী আর বকুলের 
মিলেমিশে বিছিয়ে থাকে সকালের স্নিগ্ধ আলোয়। 
তেমনি এক জবরদস্ত কবিতায় বিজন রয়কে কুর্নিশ করতেই হয় যে +
  ০৬ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৪৫
০৬ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: জুন আপা,  উত্তর করতে দেরি হলো, গত কয়েক দিন খুব দৌড়ের উপর ছিলাম।
আপনার মন্তব্যটি অনেক ভাল লাগার। কবিতায় বকুলফুলকে দিয়ে যা বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর তাই আপনার স্মৃতির দুয়ার খুলে গেল।  আপনার সব অভিমান দূর্বা ঘাসের উপর পড়ে থাকা শেফালী আর বকুলের মাঝে ভেসে গেল।
আপনি মুগ্ধ হলেন, স্নিগ্ধ হলেন।
আর আমি গেলাম সুন্দর মন ভাল করে দেয়া একটি মন্তব্য।
অনেক ভাল থাকুন।
অনক অনেক শুভকামনা।
১১|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৮:১৮
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৮:১৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসাধারণ!  
আপনি ভাল আছেন, বিজন দা? 
  ০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৩২
০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: অনেকদিন পর এসে খোঁজ নিয়ে গেলেন। অনেক ভাল লাগল।
পারলে নিয়মিত ব্লগে আসবেন।
ধন্যবাদ।
১২|  ০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪৫
০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ভালোই তো! 
  ০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:২৭
০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: ভাল লাগলে ভালই তো!
অনেক ধন্যবাদ।
১৩|  ০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪৭
০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪৭
ক্লোন রাফা বলেছেন: আমার কাছে কঠিন মনে হলো , কারন সহজ কিছুও এখন কঠিন মনে হয়।মানুষ এখন সরল বিশ্লেষন বিশ্বাস করেনা। সব কিছুরই ভিন্ন কারন খুঁজে বেড়ায়। সময়টা মনে হয় তেমনি হয়ে গেছে।
ধন্যবাদ, বি. রয় । কেমন আছেন সব মিলিয়ে।
  ০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩২
০৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা ....... আমার কবিতাগুলো বোধহয় এরকমই হয়। একটু গোপন, কিছুটা অধরা, এমন কিছু।
তাই কঠিন মনে হতে পারে। তবে একর অধিকবার পড়লে হয়তো বোঝা যায়।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
আচ্ছা, আপনি কি রাফা অরফে ক্লোন রাফা?
১৪|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫৬
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫৬
ক্লোন রাফা বলেছেন: হ্যা আমিই রাফা।
লগইন করতে পারিনা তাই বিকল্প
  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩৩
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩৩
বিজন রয় বলেছেন: আচ্ছা, তাই বলুন। আশা করি ভাল আছেন।
লগইন করতে না পারার জন্য জাদিদের ( কা_ভা ) সাথে যোগাযোগ করেছিলেন?
না করলে এখনই করুন।
"রাফা" ফেরত পাওয়া আপনার অধিকার।
১৫|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৫০
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা খুব ভালো লাগল।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৮
০৯ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
কেমন কাটছে যমুনার তীরে।
আসবো একদিন আপনার ওখানে।
১৬|  ১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১০
১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনুতাপ হচ্ছে আপনার এত সুন্দর কবিতা আগে পড়িনি দেখে !! 
 প্লিজ লিখে যাবেন এমন কবিতা । আর পড়ার সুযোগ করে দেবেন !!
  ১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
বিজন রয় বলেছেন: হা হা হা ..... কি যে বলেন!! আগের মতো আর পোস্ট দেওয়া হয় না। সময়ের অভাব।
এখানে আমার বেশ কিছু কবিতা পোস্ট দেওয়া আছে।
আগে অনেক অনেক সময় ব্লগে কাটাতাম। এখন আর হয়ে ওঠে না।
মাঝে মাঝে আসার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য।
শুভকামনা।
১৭|  ১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
মিরোরডডল  বলেছেন: 
শিরোনামটা দেখেই পড়তে এলাম।
অন্তরে শূন্যতা নেমে এসে প্রশ্ন রাখে
অভিমান ভেঙে ঠিক
বসন্তকালীন বাতাস হওয়া যায়?
বাহ!
এখন লেখে না কেনো?
  ১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
১৪ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: একবারেই লিখি না এমন নয় । লিখি কিন্তু পোস্ট দেওয়া হয় না।
পোস্ট দেই না তার কারণ, পোস্ট করলে মন্তব্য আসবে তার উত্তর দিতে হবে। কিন্তু সময়ের অভাবে সেটা করা হয়ে উঠবে না।
সে কারনে পোস্ট দেই না।
দেখি এখন থেকে মাঝে মাঝে পোস্ট দেওয়া যায় কিনা।
অনেক ধন্যবাদ মিরোরডল।
শুভসন্ধ্যা।
১৮|  ১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৮
১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আপনি এক জন সিনিয়র মানু। 
কবি বলেছেনঃ 
গুরুজনে করহ নতি। 
আপনার কবিতা পড়ে আপনাকে নতি করছি। 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩১
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
অনেক মজা করতে পারেন আপনি।
আজাকাণ ভোবে ব্লগে আসতে পারি না। তাই হৃদয়ের লেনদেন হয় না।
তবু যেটুকু হয়, সেটুকু নিয়েই না হয় পথ চলে।
সাথে থাকুন, অনেক ধন্যবাদ।
১৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:০১
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও শিরোনাম দেখে পড়তে এলাম। সুন্দর হয়েছে।
  ০৫ ই জানুয়ারি, ২০২৪  রাত ১০:৪৯
০৫ ই জানুয়ারি, ২০২৪  রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: .
২০|  ২০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:২৩
২০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:২৩
ডঃ এম এ আলী বলেছেন: 
আমার ছোট এক মন্তব্যের কি হৃদয়গ্রাহী উচ্চ মার্গের কথামালা সমৃদ্ব জবাবই না দিলেন । 
আমি পুর্বেই এটা দেখেছি । আবার দেখতে এসেছিলাম নতুন কোন লেখা আছে কিনা । 
না দেখলাম এখনো অভিমান নিয়েই আছেন । বকুলের গন্ধেও অভিমান ভাঙ্গেনা ,
এ দু:খ শুধাব কাকে । 
সাথে আছি থাবক পাশে এ কথাটিই গেলাম বলে । 
শুভেচ্ছা রইল
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫১
২৩ শে নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: অভিমান ভেঙে দিয়েছিলেন বলেই আবার একটি কবিতা পোস্ট দিলাম। যেখানে অনেক হৃদয়গ্রাহী একটি মন্তব্য করেছেন। সেটার উত্তর দিব একটু অপেক্ষা করুন।
২১|  ২০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৫
২০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনার কবিতাটি দারুণ! আমি মনে হয় ঐ দিন ব্লগে ছিলাম না! 
  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১২
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: হা হা হা ..... ব্যাপার না।
এখন তো এলেন, অনেক দিন পর হলেও।
২২|  ২০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৭
২০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনাকে এবং শোভন ভাইকে চায়ের দাওয়াত থাকলো। আমার ইমেইল আইডি - [email protected]
  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৩
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: আচ্ছা দেখবো একদিন সময় করে আপনার সাথে দেখা করা যায় কিনা।
দাওয়াতের জন্য ধন্যবাদ।
শুভকামনা।
২৩|  ২২ শে নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪২
২২ শে নভেম্বর, ২০২৩  সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বুঝতে পারছি কবি দা আমাকে কেন লক করেছেন
আসলে আামি অকবি,
মনে যা চায় তাই্ দুই এক লাইন লেখি!
  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৬
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৬
বিজন রয় বলেছেন: বুঝতে পারছি কবি দা আমাকে কেন লক করেছেন।
আপনাকে লক করেছি মানে? বুঝতে পারিনি।
আপনার সাংকেতিক ভাষা আমায় দ্বিধায় ফেলে।
হা হা হা ..................
২৪|  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:২১
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: লক করা মানে আমাকে স্মরণ করা
  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৪
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: হা হা হা .... তাই বলুন!! আমি ভেবেছিলাম লক করা মানে চাবি মেরে বন্ধ করে দেওয়া।
শুনুন স্বরণ তো সব সময় করতে চাই।
কিন্তু সময় সুযোগ হয় না।
শুভকামনা রইল।
২৫|  ০৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪০
০৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বকুলগন্ধ্া বেশ ভাল লাগলো। 
এভাবেই ব্লগে কবিতার মাধ্যমে বকুরের ঘ্রাণ ছড়াক।+++
  ০৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪৫
০৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: বাহ! মনে করে পেছনে এসে কথা বললেন, এটা অনেক ভাললাগার।
ব্লগে কবিতা নিয়ে তো থাকতে চাই। কিন্তু............
আসলে ব্লগে অবিরামভাবে থাকা অনেক দুরূহ।
সময় আর কাজ এটা হতে দেয় না।
অনেক ধন্যবাদ আর শুভকামনা মাইদুল।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২৩  রাত ১২:২৪
০১ লা জুলাই, ২০২৩  রাত ১২:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর।
ঈদ মুবারক।