নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার যা ক্ষমতা তাই হলো কবিতার স্বরূপ। কবিতার স্বরূপ লুকিয়ে থাকে মানবের শিল্পসৃষ্টির মধ্যে। এই শিল্প প্রকাশের জন্য মানুষ কবিতা লেখে। ইন্দ্রিয়ানুভুতি, প্রত্যয়, প্রেরণা, আবেগ, অনুভব এসব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে কবিতা হৃদয়ে দোলা দেয়, তাই মানুষ কবিতা লেখে।
মানুষের মনের ভিতর যখন দ্বন্দ হয়, সৌন্দর্য ও মহত্বের মধ্যে, যুক্তি ও ভাবের মধ্যে, বিশেষ ও সামান্যের মধ্যে, ক্লাসিক্যাল ও রোমান্টিক ধারার মধ্যে, তখন মানুষ অস্থির হয়ে ওঠে, এই অস্থিরতার প্রভাবে মানুষ কবি হয়ে ওঠে, আর তখন মানুষ কবিতা লেখে।
কবিতা মানবমননে চিরন্তন আবেগ যা আলোকিত সত্যে জীবনকে অবগাহন করায়। কবিতা এক আত্মিক মূল্যবোধের ভেতর মানবিক কল্যাণের পথে সভ্যতাকে চালিত করে, কবিতা ব্যক্তিহৃদয়কে শব্দের মাধূর্যে প্রদর্শন করে। তাই মানুষ কবিতা লেখে।
কবিতা রীতিনিষ্ঠ ও অভিব্যক্তিবাদীদের প্রত্যাশা আর পূর্ণতার অনিবার্য সত্ত্বা। কবিতা আত্মার পিপাসা মেটানোর এক অপূর্ব জলধার।
একবিংশ শতাব্দীতে নতুন করে সবচেয়ে বিস্ময়করভাবে আবির্ভূত কবি, আমাদের জীবনানন্দের কয়েকটি কথা .............
"সকলেই কবি নয়। কেউ কেউ কবি ; কবি, কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্যবিকীরণ তাদের সাহায্য করেছে। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না ; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয় ; নানারকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।"
আমাদের এই ব্লগের অন্যতম মেধাবী, অন্যতম সৃষ্টিশীল ও প্রাজ্ঞ ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ২০১৪ সালের ১৩ই মে "কবিতা কেন লিখি" এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলে............
- একজন মানুষ যেভাবে কবি হয়ে ওঠেন; কেন কবিতা লিখি
আমি বিজন রয় কেন কবিতা লিখি...............
নিজের ভিতর ক্রমাগত সংক্রামিত হতে থাকা
কিছু সহৃদয় সংবাদ প্রকাশ করতে
সভ্যতার আলোরেখায়
নক্ষত্র পোষার শর্তে
যুগান্তরের পথে চলার জন্য আমি কবিতা লিখি...
অহোরাত্রি মানুষের আর্তিময় ধ্বনি বা
আবেগময় আর্তি শুনে,
আকন্ঠ মায়াজালের তৃষ্ঞা মেটাতে,
অস্তিত্বের স্বাদ চেটে-পুটে খেতে
অনিবার্যভাবে আমি কবিতা লিখি....
সম্প্রীতির আলোর বন্ধনে
হৃদয়ের সশব্দ অভ্যার্থনায় দ্রবীভূত হতে আমি কবিতা লিখি......
........
তাই বলি, চন্দ্রাসক্ত আলোকমালায় কোজাগরী বিহ্বলতায় অগণন শতাব্দীকে আলিঙ্গন করতে তুমিও কবিতা লেখ, কবিতা লেখ আর কবিতা লেখ।
আসি ডিসেম্বর ২০২৩ এর কবিতা প্রসঙ্গে। ডিসেম্বর মাসে মোট কবিতা পোস্ট হয়েছে ১৯৩ টি।
প্রথম কবিতা ছিল... পাজী-পোলা - পুরুষ আমি মাংস খুঁজি
মাসের বা বছরের শেষ কবিতা ছিল... সাইফুলসাইফসাই - প্রভাতের ফুল
কবিতাগুলির তালিকা করেছি সপ্তাহ ধরে যেটা আগে পোস্ট হয়েছে সেটা অনুযায়ী। শুধুমাত্র একজনের একটি কবিতা এই পোস্টে সংযুক্ত করিনি। আগের মতো অত কবিতা পোস্ট না হলেও যতগুলো হয়েছে সেটাও কম নয়। তবে কবিতার মান ও স্তর নিয়ে পরবর্তী কবিতা সংকলন পোস্ট সমূহে পর্যায়ক্রমে কথা বলা যাবে। তবে সবার কবিতা সবসময় সেরা মানের হবে এটা আশা করা ঠিক নয়।
সেরা ১৫টি কবিতাঃ
০১. পাজী-পোলা - মন্থন হও
০২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৫
০৩. আলমগীর সরকার লিটন - গন্ধের হাওয়া গরম
০৪. মাসুদ রানা শাহীন - ভুল...
০৫. তানভীর রাতুল - শব্দ দিয়ে লেখা
০৬. জিএম হারুন -অর -রশিদ - নীলা’পা
০৭. কাজী ফাতেমা ছবি - কিছু ফুল ও প্রকৃতির ছB
০৮. সোনালী ডানার চিল - প্রিয় শহর
০৯. ইসিয়াক - মুক্তিযুদ্ধের কবিতাঃ ফিরে দেখা একাত্তর
১০. Subdeb ghosh - ভালোবাসার চোখে জল
১১. স্বর্ণবন্ধন - শোকাচ্ছ্বাস
১২. আহমেদ রুহুল আমিন - ।। স্বাদ....।।( উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার ছড়া )
১৩. প্রামানিক - শীতে জামাই পিঠা
১৪. কবি হাফেজ আহমেদ - স্তব্ধতা
১৫. মহাজাগতিক চিন্তা - শান্তির চিরন্তন প্রবাহ
উপরোক্ত ১৫টি কবিতা ছাড়াও আরো অনেক ভালো কবিতা আছে । বিশেষ সেলিম আনোয়ার, জিএম হারুন -অর -রশিদসহ অনেকের কবিতা আছে। কবিতা বাছাইয়ের ব্যাপারে আপনার পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
কবিতা সংকলন পোস্ট উপলক্ষে আমাদের প্রয়ি ব্লগার ডঃ এম আলী একটি কবিতা পোস্ট করেছেন। আমার কাছে সেটি বিশেষ কিছু, তাই এটি আলাদাভাবে দেখতে পারি..............
ডঃ এম এ আলী - স্বপ্নচারি ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি
কবিতা - ডিসেম্বর ০১-০৭, ২০২৩ঃ
০১. পাজী-পোলা - পুরুষ আমি মাংস খুঁজি
০২. পাজী-পোলা - মন্থন হও
০৩. খায়রুল আহসান - কবিতাঃ ডাক দিয়ে যায়
০৪. বাকপ্রবাস - মাকাল ফল
০৫. জিএম হারুন -অর -রশিদ - যৌবন
০৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৫
০৭. পাজী-পোলা - ঈশ্বরী
০৮. ইল্লু - কিছুক্ষণ-কটা কথা
০৯. বাকপ্রবাস - যাবে যদি প্রেম শিখে নিও
১০. আলমগীর সরকার লিটন - আন্ডা
১১. সৈয়দ মশিউর রহমান - দলবদলের ব্যবসা
১২.প্রফেসর সাহেব - ছিলটি ধামাইল/গীত
১৩.স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৬
১৪. সাইফুলসাইফসাই - তামাশা
১৫. জিএম হারুন -অর -রশিদ - তবুও প্রেম তবুওতো প্রেমিক
১৬. আলমগীর সরকার লিটন - কর্মকারে ফাঁকা
১৭. সাইফুলসাইফসাই - অবয়ব
১৮. মহাজাগতিক চিন্তা - হে অনন্ত
১৯. আলমগীর সরকার লিটন - দাঁতের খিলাল
২০. সাইফুলসাইফসাই - ভাষা
২১. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৭।
২২. মঈনউদ্দিন - মুক্তিযুদ্ধের আগুন: এক কবিতা
২৩. সেলিম আনোয়ার - সে যে মোর
২৪. মহাজাগতিক চিন্তা - কবিতার জন্য কবিতা
২৫. মোঃ মাইদুল সরকার - নতুন দিনের সূর্য
২৬. বাকপ্রবাস - হা হা হা হাহ্হা
২৭. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৮
২৮. আলমগীর সরকার লিটন - গন্ধের হাওয়া গরম
২৯. জিনাত নাজিয়া - শেষ অধ্যায়
৩০. প্রামানিক - শীতের বৃষ্টি
৩১. সাইফুলসাইফসাই - মানুষ
৩২. সামরিন হক - অকারণ
৩৩. জিএম হারুন -অর -রশিদ - একজন নারী আমাকে বলেছিলো
৩৪. আলমগীর সরকার লিটন - লঙ্কা পান
৩৫. বাকপ্রবাস - গদির উপর যদির মা
৩৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৯
৩৭. পাজী-পোলা - চিরকুট
৩৮. পাজী-পোলা - সফেদ চাচা
৩৯. মাসুদ রানা শাহীন - ভুল...
কবিতা - ডিসেম্বর ০৮-১৪, ২০২৩ঃ
৪০. জিএম হারুন -অর -রশিদ - একটি রিকশার অপেক্ষায়
৪১. সাইফুলসাইফসাই - সফল বা বিজয়ী
৪২. ইসিয়াক - প্রবহমান প্রেম
৪৩. মোহাম্মদ সজল রহমান মধ্যবয়সী পুরুষ
৪৪. সেলিম আনোয়ার - ভালোবাসা যে মরে না হায় !!!!
৪৫. তানভীর রাতুল - শব্দ দিয়ে লেখা
৪৬. তন্দ্রাকুমারী - জাতিস্মর
৪৭. জিএম হারুন -অর -রশিদ - মধ্যবিত্ত স্বপ্ন দেখে
৪৮. পাজী-পোলা - আমার তো তবুও আছে
৪৯. মরুভূমির জলদস্যু - চিঠি
৫০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১০
৫১. প্রামানিক - চিতই পিঠা
৫২. সাইফুলসাইফসাই - শান্তি যথাযথে
৫৩. ইল্লু - নীলগিরির ঝর্নায়
৫৪. নাইমুল ইসলাম - বিদ্রুপ
৫৫. আলমগীর সরকার লিটন - গায়ের নক
৫৬. জিএম হারুন -অর -রশিদ - নীলা’পা
৫৭. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১১
৫৮. পাজী-পোলা - সমস্যা হচ্ছে যে, ভুলতে পারছি না
৫৯. প্রামানিক - পিয়াজের ঝাঁজ
৬০. বাকপ্রবাস - আমি কেন পেঁয়াজ হলামনা
৬১. আলমগীর সরকার লিটন - বিষ পান
৬২. স্প্যানকড - হেলুসিনেশন চ্যাপ্টার ১২
৬৩. তন্দ্রাকুমারী - অপরাজিতা সমীপেষু
৬৪. সেলিম আনোয়ার - যদি অনুমতি দাও
৬৫. প্রতিফলন - .... কোথাও এখন নেই যে আমি
৬৬. সাইফুলসাইফসাই - রাখুন হুশ
৬৭. সেলিম আনোয়ার - এসেছে সোনার রোদ !!!!
৬৮. বাকপ্রবাস - আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়
৬৯. আলমগীর সরকার লিটন - দাম বাড়ুক
৭০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৩।
৭১. সামরিন হক - একটি অণু কবিতা
৭২. আলমগীর সরকার লিটন - আমার
৭৩. বাকপ্রবাস - সমাধান
৭৪. কাজী ফাতেমা ছবি - কিছু ফুল ও প্রকৃতির ছB
৭৫. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৪
৭৬. পাজী-পোলা - আজ আমার শুভজন্মদিন
৭৭. তন্দ্রাকুমারী - গুপ্ত প্রেম (সনেট)
৭৮. সোনালী ডানার চিল - প্রিয় শহর
৭৯. বাকপ্রবাস - স্মৃতির ভেলা
৮০. আলমগীর সরকার লিটন - খরিদ কর
৮১. ব্লগার
৮২. কালো যাদুকর - সেদিন ছিল এদিনের চব্বিশ গুন বড়
৮৩. প্রামানিক - ভোট প্রার্থীর নামায
৮৪. মাসুদ রানা শাহীন - খুব বেশি তাড়া নেই
৮৫. সেলিম আনোয়ার - হৃদয়ে বাংলাদেশ ও বাংলা মানে
কবিতা - ডিসেম্বর ১৫-২১, ২০২৩ঃ
৮৬. রোকসানা লেইস - প্রাণে মনে
৮৭. জিএম হারুন -অর -রশিদ - ভোটের অর্থনীতি
৮৮. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৫
৮৯. সাইফুলসাইফসাই - অনাগ্রহ
৯০. মিশু মিলন - কেউ কেউ
৯১. এস এম আহমেদ মনি - কবিতা মরে না
৯২. জিএম হারুন -অর -রশিদ - আমার মায়ের বিজয় দিবস
৯৩. কবি হাফেজ আহমেদ - বিজয় দিবস
৯৪. নাইমুল ইসলাম - বিজয়ের উল্লাস
৯৫. রানার ব্লগ - শূণ্য সংসার
৯৬. বিজয়ের আনন্দ
৯৭.ইসিয়াক - মুক্তিযুদ্ধের কবিতাঃ ফিরে দেখা একাত্তর
৯৮. প্রামানিক - ক্যাচালহীন ব্লগ চাই
৯৯. সেলিম আনোয়ার - বিজয় দিবসের দুটি কবিতা
১০০. সাইফুলসাইফসাই - বিজয়ের দিন
১০১. বাকপ্রবাস - হালচাল
১০২. Subdeb ghosh - ভালোবাসার চোখে জল
১০৩. মহামতি আইভান - প্রিয় অতন্দ্রিলা
১০৫. কাজী ফাতেমা ছবি - =মনকে উচ্ছলিত করে যাও=
১০৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৬
১০৭. প্রামানিক - ইলেকশনের মজা
১০৮. ইল্লু - নীলকন্ঠের প্রলাপ
১০৯. জিএম হারুন -অর -রশিদ - মাতৃঋণ-১
১১০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৭।
১১১. নাইমুল ইসলাম - বুড়ো
১১২. রাজীব নুর - সর্বনাশের সংকেত
১১৩. সেলিম আনোয়ার - ব্লগ ডে আর তুমি- আমি -আমরা
১১৪. সাইফুলসাইফসাই - সনাক্ত কর
১১৫. প্রামানিক - ব্লগ দিবসের অনুষ্ঠানে
১১৬. সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - মানুষের ভুল কিংবা ভুলের মানুষ
১১৭. মৌন পাঠক - রহম কর মালিক!
১১৮. জিএম হারুন -অর -রশিদ - আমার পলাতক জীবন
১১৯. সেলিম আনোয়ার - তোমরা কী তবে এখন অস্বীকার করো?
১২০. খায়রুল আহসান - কবিতাঃ জীবনের সরলাংক
১২১. সত্যপথিক শাইয়্যান - আজব গ্রামের জগাই-মগাই
১২২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৮
১২৩. প্রামানিক - নির্লোভ ভাসানি
১২৪. বাকপ্রবাস - ছেড়ে দে মা কেঁদে বাঁচি
১২৫. স্বর্ণবন্ধন - শোকাচ্ছ্বাস
১১৬. সাইফুলসাইফসাই - উষ্ণ
১১৭. মৌন পাঠক - হৃদয়ে চোরাবালি
১১৮. কবি হাফেজ আহমেদ - ভোরের আলো
১১৯. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৯
১২০. সেলিম আনোয়ার - তুমি ছাড়া চাঁদ পূর্ণিমা রাত
১২১. মাসুদ রানা শাহীন - আজ খুশির আগুনে
১২২. নীলসাধু - শালার পুতের শইলে গরম বেশী
১২৩. নাইমুল ইসলাম - মরিচা পড়া শখ
কবিতা - ডিসেম্বর ২২-২৮, ২০২৩ঃ
১২৪. মৌন পাঠক - ব্যর্থ প্রেমিক!
১২৫. Subdeb ghosh - দেখো রাত্রি নেমেছে
১২৬. সাইফুলসাইফসাই - ২০১৪ সাল
১২৭. মৌন পাঠক - তোমার আমার প্রেম
১২৮. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২০।
১২৯. মৌন পাঠক - সহ-নাগরিক
১৩০. রাজীব নুর - অযথাই ভয়
১৩১. বাকপ্রবাস - চোর
১৩২. পবন সরকার - নির্বাচনের ডামাডোল
১৩৩. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২১।
১৩৫. বিদ্রোহী ভৃগু - আকাশ রেল
১৩৬. আহমেদ রুহুল আমিন - ।। স্বাদ....।।( উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার ছড়া )
১৩৭. মৌন পাঠক - প্রেম কাব্য
১৩৮. ইল্লু - ওপেন টি বায়োস্কোপ
১৩৯. চন্দ্ররথা রাজশ্রী - কুয়াশার দিন
১৪০. বাকপ্রবাস - মরেনা কেহ টিকটকের দুনিয়া
১৪১. স্বপ্নবাজ তরী - অভিশাপ
১৪২. আলমগীর সরকার লিটন - শঙ্খচিলে বাবা
১৪৩. রানার ব্লগ - আমাদের গল্প গুলো
১৪৪. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২২
১৪৫. সাইফুলসাইফসাই - মাঝি চিন্তিত
১৪৬. মৌন পাঠক - প্রেম গাথা
১৪৭. খায়রুল আহসান - না বলা কথা
১৪৮. স্বর্ণবন্ধন - হৈমবতী এসো
১৪৯. ইমন তোফাজ্জল - ইম্পর্টেন্ট কাজ
১৫০. সোমহেপি - জেগে থাকা মানেই
১৫১. সেলিম আনোয়ার - দীঘিতে শৈবালের এক বিন্দু শিশির...
১৫২. জিএম হারুন -অর -রশিদ - আমাকেই ছুঁড়ে দিলাম টুকরো টুকরো করে
১৫৩. সাইফুলসাইফসাই - অর্ধচন্দ্র
১৫৪. বাকপ্রবাস - কোন ছেলেটা ?
১৫৫. প্রামানিক - শীতে জামাই পিঠা
১৫৬. আলমগীর সরকার লিটন - উঠানে হাহাকার
১৫৭. সামরিন হক - পথ নাই।
১৫৮. বাকপ্রবাস - রাশাপ্রেম
১৫৯. কবি হাফেজ আহমেদ - স্তব্ধতা
১৬০. আলমগীর সরকার লিটন - আহা শীত
১৬১. জাদিদ - নষ্টদের দখলে!
১৬২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২৩
১৬৩. স্বর্ণবন্ধন - অবতল
১৬৫. মহাজাগতিক চিন্তা - শান্তির চিরন্তন প্রবাহ
১৬৬. সেলিম আনোয়ার - কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত!!! ও একটি রূপোর চাঁদ
১৬৭. মৌন পাঠক - মধ্যবিত্ত জীবন
১৬৮. বাকপ্রবাস - চিল্লাইয়া বলে ঠিক কিনা!!
১৬৯. আলমগীর সরকার লিটন - কার কি
১৭০. সাইফুলসাইফসাই - উদাসিন
১৭১. প্রামানিক - মজার খাওয়া
১৭২. মাসুদ রানা শাহীন - আমি বলেই যাবো
কবিতা - ডিসেম্বর ২৯-৩১, ২০২৩ঃ
১৭৩. আলফ্রেড বি - রাতের কাব্য
১৭৫. কবি হাফেজ আহমেদ -প্রকৃতির রঙঢঙ হৃদয়ে মাখি
১৭৬. জিএম হারুন -অর -রশিদ - ঘুম- অঘুমের খেলা
১৭৭. ডঃ এম এ আলী - স্বপ্নচারি ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি
১৭৮. ইসিয়াক - শুভঙ্করের ফাঁকি
১৭৯. জিনাত নাজিয়া - বিবর্ণ পত্রপল্লব
১৮০. রূপক বিধৌত সাধু - একদিন অনেকদিন
১৮১. বাকপ্রবাস - ৭ই জানুয়ারী
১৮২. প্রামানিক - কাক-কবুতরের সংলাপ
১৮৩. স্প্যানকড - স্প্যানকড !
১৮৪. জিএম হারুন -অর -রশিদ- সংবিধান সংশোধন
১৮৫. সাইফুলসাইফসাই - পূর্ণ যৌবন
১৮৬. সুদীপ কুমার - বিকৃতি
১৮৭. স্বপ্নের শঙ্খচিল - প্রিয়তমার জন্য
১৮৮. আলমগীর সরকার লিটন - কি সুখ পেলে
১৮৯. জিএম হারুন -অর -রশিদ - এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে
১৯০. বৈশাখী ঝড় - নৈসর্গিক প্রেম
১৯১. কাজী ফাতেমা ছবি -=চলে যায় পুরাতন, নতুন আলো এই উঠলো বলে=
১৯২. সেলিম আনোয়ার - জানি আমি তোমার কাছে যাবো,.. পুরাতন অধ্যায় হে বিদায়...
১৯৩. সাইফুলসাইফসাই - প্রভাতের ফুল
যারা নিয়মিত কবিতা লিখছেন, কবিতার চর্চা করছেন, ব্লগে পোস্ট করছেন, তাদের সহ সকল লেখক ব্লগার বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
.
.
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৫
বিজন রয় বলেছেন: বছরের শেষ পোস্টে আপনাকে স্বাগতম!
কিছু কবিতা পড়ার অনুরোধ রইল।
অনেক অনেক শুভকামনা নতুন বছরের।
ভাল থাকুন নয়ন বড়ুয়া।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা । আপনার সংকল পোস্ট কবিতা মান উন্নয়নে ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। আপনার পরিশ্রম সফল হোক ।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭
বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।
ডিসেম্বরসহ ২০২৩ এ আপনি অনেক কবিতা পোস্ট করেছেন।
আশাকরি ২০২৪ এ এটা অব্যাহত থাকবে।
আপনার কবিতার ছন্দময় জগতে আবারো বাসতে চাই।
শুভকামনা সবসময়ের।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৪
আঁধারের যুবরাজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০
বিজন রয় বলেছেন: আশাকরি ২০২৩ আপনার ভালো কেটেছে। আর ২০২৪ সাল আরো যাবে।
পোস্টের কিছু কবিতা পড়ে কথা বলার অনুরোধ রইল।
সেটাতে যার কবিতা নিয়ে কথা বলবেন তার উপকার হবে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে কি ডিসেম্বর মাসে আসা সব কবিতা আছে? ১৯৩:টির বেশী কবিতা হওয়ার কথা।
থ্যাংকস ফর দ্যা ইফোর্ট।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫
বিজন রয় বলেছেন: হ্যাঁ, ডিসেম্বরের সব কবিতা আছে। শুধু একটি কবিতা এখানে আমি সংযুক্ত করিনি। সেটা পোস্টে বলেও দিয়েছি।
অর্থাৎ ব্লগে কবিতা পোস্ট হয়েছে ১৯৪টি, এই পোস্টে আছে ১৯৩টি।
তারপরও আমার মিস হতে পারে অনিচ্ছাকৃতভাবে।
কেউ বলে দিলে পোস্টে যোগ করে নিব।
২০২৬-২০১৭-২০১৮ সালের দিকে মাসে কবিতা পোস্ট হতো প্রায় ৪৫০-৫০০ এর মতো।
তখনো আমি কবিতা সংকলন করেছি, আপনার মনে আছে নিশ্চয়ই।
এইতো চেষ্টা করেছি।
সাথে থাকুন।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার পালক পিতা হে বরেণ্য কবি। কবিতার জন্য অনেক কষ্ট করায় আপনাকে ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮
বিজন রয় বলেছেন: অনেক বড় কম্প্লিমেন্ট দিলেন, যেটার যোগ্য আমি নই একদম।
আপনি ভালো কবিতা লিখতে পারেন, সেটা আগেও বলেছি।
কেউ পড়ুক আর না পড়ুক আপনি লিখুন আর ব্লগে পোস্ট করুন।
আপনার সনেট লেখা দেখে আমি বিস্মিত হই।
লিখুন, আর আনন্দে থাকুন।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষ কেন কবিতা লেখে? ভালো একটা শিরোনাম। এ ব্যাপারে অনেক আলোচনার সুযোগ আছে। এ ব্যাপারে আপনার মনোভাবে মাহাত্ম্য ফুটে উঠেছে। কবিরা/লেখকরা সচরাচর ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু করেন, তখন হয়ত কারোই বড়ো কোনো কবি বা লেখক হবার স্বপ্ন বা ইচ্ছে থাকে না; কী উদ্দেশ্যে লিখছেন, সে ব্যাপারেও হয়ত নিশ্চিত হতে পারেন না। কিন্তু ম্যাচিউরিটি গ্রো করার পর হঠাৎ অনুভব করেন, যা কিছুই করি না কেন, তা মানব কল্যাণের জন্য হতে হবে। একজন কবি বা লেখকের তখন নবজন্ম ঘটে। আমার স্বল্প অধ্যয়নে বিভিন্ন লেখকের লেখা থেকে যা বুঝেছি, এ ম্যাচিউরিটির বয়স একেক জনের কাছে একেক রকম। সুকান্ত তার ২১ বছর বয়সে যে আগুন জ্বেলে গেছেন, বর্তমানের অনেক কবি তার চাইতে তিনগুণ বয়স নিয়েও তো তার ধারেকাছে যেতে পারেন নি, আমি সোনাবীজ তো কোন ছার!
কবিতা মননশীলতার দিকে মানুষকে ধাবিত করার কথা। তবে, আমার যদি মন থাকে, তবেই আমি মননশীল হতে পারবো। আর আমার মননশীলতাকে প্রভাবিত করার জন্য কবিতার মাত্রাও হতে হবে উঁচু মাপেরই।
আমার কবিতার লিংক দিতে গিয়ে যে বিশেষণ ব্যবহার করেছেন, তাতে প্রচুর লজ্জা পেয়েছি। কিন্তু অসঙ্কোচেই বলছি, এমন বিশেষণ যে কারোই ভালো লাগবে, এবং তিনি অনুপ্রাণিত হবেন। আমিও লজ্জার সাথেই আপনাকে বলছি যে আপনার কথাটায় আমি খুব আনন্দিত। কৃতজ্ঞতা আপনার প্রতি।
অনেক কষ্টসাধ্য কাজ। আমি নিজেও বহুবার নির্বাচিত গল্প, কবিতার পোস্ট দিতে চেয়েছি। কিন্তু সময়ের অভাবে করতে পারি নি।
আপনার এ প্রয়াস কবিব্লগারদের উজ্জীবিত করবে নিঃসন্দেহে।
ধন্যবাদ প্রিয় বিজন রয়, সবকিছুর জন্য।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২
বিজন রয় বলেছেন: আসলেই এটা নিয়ে আলোচনার অসীম সুযোগ রয়েছে কারণ এই বিষয়ের সুনিদিষ্ট কোনো সমাপ্তি নেই।
আমি আমার মনের আরো কিছু উপলব্ধি বলার চেষ্টা করছি......। আশা করি বিরক্ত হবেন না।
অন্য সকল সৃষ্টিশীল মানুষের মতো কবিরও চোখ ও মন আছে। যে কবির চোখ সুন্দর দেখতে পারে সে কবির মনও সুন্দর সৃষ্টি করতে পারে। চোখ হয়ে মনের মাধ্যমে মননশীলতা কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে ওঠে। মানুষ কবিতা লেখে কেন, এই প্রশ্নের কোনো সমাধান নেই, কোনো পরিণতি নেই, এজন্য এটার অবিরাম ব্যাখ্যা করা যেতে হয়, আলোচনা করে যেতে হয়। এটা শতাব্দীর পর শতাব্দী চলে আসছে।
ইনামুয়েল কান্টের সেই কথাটি "Purposiveness without purpose" মনে পড়ল।
কবিতা সুন্দর যা নির্মল আনন্দ দান করে আত্মাকে পূর্ণতা দেয়, এই আনন্দ কোনো কিছুর সংজ্ঞা না হয়েই হৃদয়ে ধরা দেয়। একজন সৌন্দর্যবান, সহৃদয়বান মানুষ বা কবি ছাড়া এটা অন্য কেউ উপলব্দি করতে পারে না। কারণ কবি দেবশিশুর মতো কবিতার স্পর্শে ঐশ্বরিক মায়াজালে নিজেকে প্রতিভাত করতে পারে, ধাবমান করতে পারে অসীমের দিকে।
কবি গুরুর এই কথাগুলি যেমন.........
"ধায় যেন মোর সকল ভালবাসা প্রভু তোমার পানে,
তোমার পানে, তোমার পানে"
কবির ক্ষেত্রে কবিতা কখনো কখনো আধ্যাত্ম বা এঞ্জেলিক। কবিতা একজন কবিমানসের "Beauty of Soul."
হেগেলের মতে, "শিল্প (কবিতা) আমাদের জ্ঞানে, আমাদের অনুভূতিতে, আমাদের আবেগের মধ্যে আড়োলন তোলে"
হয়তো এসব কারণে মানুষ কবিতা লেখে!! জানিনা। এ আলোচনার শেষ নেই। পোস্টের প্রথম লাইনেই বলেছি, কবিতার ক্ষমতা যা তাই হলো কবিতার স্বরূপ। আবার বলি কবির ক্ষমতা যা তাই হলো কবিতা।
আপনার নিকট থেকে এসব নিয়ে আরো আলোচনা শুনতে চাই, সময় হলে।
আপনার ওই পোস্টি এখানে সংযুক্ত করেছি কারণ ওটা এই পোস্টের জন্য সমাঞ্জস্যপূর্ণ।
আর আপনি আমার কাছে এই ব্লগের একজন অনুসরনীয়। আপনাকে আমি ফলো করি, আপার নিকট থেকে আমি শিখি, অর্জন করি। পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করি।
অনেক সুন্দর আর বিচক্ষণ মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
মানুষ কেন কবিতা লেখে ? এই পোষ্টের নাম ভুমিকা হতে্ই এর একটি সহজ উত্তর পাওয়া গেছে ।
তবে একথা বলাই যায় যে সাহিত্যের প্রধান শাখাগুলোর মধ্যে অন্যতম হলো কবিতা। কবিতা
সাহিত্যের আদি ও প্রাচীনতম শাখা। তাই এই শাখাতে বিচরণ করতে সাহিত্য প্রেমীদের আগ্রহ
থাকাটাই স্বাভাবিক । তবে কবিতা কেন লিখে ? এর উত্তর দিতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে
কবিতা কী? এর উত্তরে আমরা কী বলবো? কবিতার জন্ম ইতিহাস নিয়ে যেমন মতবিরোধ রয়েছে,
তেমনি কবিতা কি নিয়েও কবিদের মাঝে মতানৈক্য রয়েছে। তবে একটি কথা অনস্বীকার্য যে, যে যতভাবেই
বলুন না কেন কবিতা কি আর মানুষ কেন কবিতা লেখে তাতে করে কিছু না কিছু ঘাটতি রয়েই যাবে।
অধিকাংশের কথা গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু মনে হবে আরও কী যেনো বলা উচিৎ ছিলো। এই যে একধরণের
আকাঙ্ক্ষা বা অপূর্ণতা, এটিও মনে হয় কবিতার-ই চিরন্তন ধর্ম। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় , কবিতা কেন
লেখে তা অল্প কথায় বলা একেবারেই অসম্ভব। এ বিষয়ে খ্যাতনামা কবিদের কিছু কথা পর্যালোচনা
করা যায় তবে তা এই মন্তব্যের স্বল্প পরিসরে বলার মত ক্ষমতা আমার নাই । তাই এখন এই পোষ্ট লেখক
কবি বিজন দার বিজ্ঞতবপ্রসুত কথামালাতেই সাদরে সম্মতি জানিয়ে এই কবিতা সংকলনে থাকা সেরা কবিতা
সহ ডিসেস্মর মাসে সামুর পাতায় থাকা কবিতার তালিকায় মনোনিবেশ করাতেই অধিক আগ্রহী হলাম ।
সেরা কবিতা নির্বাচন একটি কঠীন কাজ হলেও বিজন দা এই দুরুহ কর্মটি সুবিজ্ঞতার সহিত সম্পাদন
করেছেন দেখে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সাথে সেরা কবিতা লেখকদের জানাই আভিনন্দন ,আর
অন্য সকল কবিতা লেখকদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা । এই সংকলন হতে মিস হয়ে যাওয়া
কবিতা পাঠ সহজ হয়ে যাবে আমাদের পক্ষে।
কামনা করি এ ধরনের কবিতা সংকলন চালু থাকবে সামনের মাস গুলিতে ।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩
বিজন রয় বলেছেন: তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় , কবিতা কেন লেখে তা অল্প কথায় বলা একেবারেই অসম্ভব।
এই রকম কথাই ৬ নং মন্তব্যে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর উত্তরে বলার চেষ্টা করেছি।
কিন্তু, যেহেতু এই আলোচনার শেষ নেই তাই আলোচনা চলতেই পারে, যদি তাতে একটু মনের আকাঙ্ক্ষা বা অপূর্ণতার সান্ত্বনা পাওয়া যায়।
কবিতা কি?
মানুষ কবিতা লেখে কেন?
দুটিই বিশাল প্রশ্ন।
আপনার কতা মতো খ্যাতনামা কয়েকজনের কথার মাধ্যমে আমরা ওই প্রশ্ন দুটির উত্তর খোঁজার চেষ্টা করি....হয়তো অনেকেই এসব জানেন, তবুও আমরা আবার চর্চা করে নিতে পারি............
শেলী কবিতা প্রসঙ্গে বলেছেন "কবিতার সঙ্গে কারণকে যুক্ত করা চলে না। ইচ্ছা শক্তির জোরে একটি ক্ষমতার উদ্ভব হয়। একটি মানুষ কখনোই বলতে পারে না যে আমি কবিতা লিখবো। একজন বড় কবিও কখনো এ কথা বলতে পারে না, কারণ সৃষ্টির কার্যের সময়ে মন তাকে ধূমায়িত আগুনে। অগ্নিকে প্রজ্জ্বলিত করার জন্য যেমন অদৃশ্য বাতাসের প্রয়োজন হয় তেমনি মনকে সৃষ্টির কাজের জন্যও উপরোক্ত ক্ষমতার প্রয়োজন হয়"
বিটোফেনের কথা " তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি ভাবনাগুলো কোথায় পাই। সে আমি নিশ্চয় করে তোমাদের বলতে পারব না। তারা আসে হঠাৎ, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আমি তাদের হাত দিয়ে ধরতে পারি। কখনো মুক্ত বাতাসে, কখনো বনে, কখনো রাত্রির স্তব্ধতায়।"
জন কীটস বলেছেন, " যদি কবিতা গাছের পাতার মতো অতি স্বাভাবিক অযাচিতভাবে না আসে তবে তার একবারে না আসাই ভালো।"
আমাদের কবিগুরু বলেছেন, "ছন্দে শব্দে বাক্যবিন্যাসে কবিতার আশ্রয় তো গ্রহণ করিতেই হয়। যাহা কোনোমতে বলিবার জো নাই এই কবিতা দিয়েই তা বলা চলে।"
ঋষি অরবিন্দ বলেছেন, "কবিতা সর্বদাই কোনও গভীরতর এবং মৌলিক সত্যের সন্ধানে ব্যাপৃত থাকে। যে সত্য সাধারণ জ্ঞান এবং যুক্তির দ্বারা পরিমাপ করা যায় না। সেই শিল্পের আত্মা হলো অপ্রত্যক্ষ সত্য যা তার নিজস্ব আকারে এবং আচরণে উপস্থিত থাকে না কিন্তু থাকে আপন মহিমায়।"
আজ এপর্যন্ত। মানুষ কবি হতে চায় কেন, মানুষ কবিতা লেখে কেন, এ বিষয়ে আমরা অল্প একটু জানলাম।
আসলে এ আলোচনার কোনো শেষ নেই, সমাধান নেই, সমাপ্তি নেই।
আপনার অনেক সময় নষ্ট করলাম। কারণ এতবড় প্রতিউত্তর পড়তে আপনার বিরক্ত লাগতে পারে। কিন্ত আমি কি করবো। আপনি তো কথা বলতে আামকে বাধ্য করেন!!
বরাবরের মতো অনেক সুন্দর যুক্তিপূর্ণ মন্তব্য করেছেন। আমি সবসময় কৃত্জ্ঞ হই আপনার প্রতি।
আপনি আমাকে ভালবাসেন আমার এই উপলব্ধিটা মনে হয় সত্য, নয় কি?
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। ধীরেসুস্থে সব কবিতা পড়ে নেব। কষ্ট করে সব একত্র করায় কৃতজ্ঞতা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: .
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০৩
ইসিয়াক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
কৃতজ্ঞতা রইলো।
০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯
বিজন রয় বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
কবিতা পোস্টে আপনাকে স্বাগতম।
কবিতা লিখুন, আপনাদের কবিতা দিয়েই তো আমার কবিতা সংকলন পোস্ট সমৃদ্ধ হবে।
ভাল থাকুন।
সাথে থাকুন।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
সামুতে বেশি কবিতাই লেখা হয়,ছোট ছোট বাক্যে ভাব প্রকাশ করে ফেলে, যদিও বেশিরভাগ অযত্নে-অনাদরে পড়ে থাকে।
০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: সবাই তো আর সমান লিখতে পারে না। যদি কেউ অন্তর থেকে লেখার চেষ্টা করে তো তাকে আমরা উৎসাহ দিতে পারি।
যারা কবিতা পছন্দ করে না, তারা তোর আর কবিতার মর্ম বুঝবে না।
তাদের কাছেই কবিতা অনাদর পায়।
ব্যাপার না।
আপনাকে ধন্যবাদ এখানে কথা বলার জন্য।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০
শায়মা বলেছেন: আমি কবিতা লিখেছিলাম এক্সপেরিমেন্ট হিসাবে।
প্রথম প্রথম আবদুল হাক ভাইয়ার অনুপ্রেরনায় ছন্দ মিলিয়ে। তারপর প্রতিফলনের সাথে প্রশ্ন উত্তর এবং ভাবের আদান প্রদানে ছন্দ মিলিয়ে। তারপর এন্টার চেপে চেপে কবিতার আকারে মনের ভাব রাগ দুঃখ বেদনা ভালোবাসার প্রকাশে। তখন সোনাবীজভাইয়াকে কবিতা দেখাতাম প্রকাশের আগে। ঠিক আছে নাকি জানতে চাইতাম। ভাইয়া উৎসাহ দিয়েই যেত দিয়েই যেত।
মাঝে অনেকদিন এই এক্সপেরিমেন্ট ভাবের আদান প্রদান বাকী ছিলো। তবে প্রায়ই এই এক্সপেরিমেন্ট বা মনের ভাবের প্রকাশের তাগিদ উঠে আসে তখন কবিতা লেখার টেরাইং করি। তবে হ্যাঁ সময়ের অভাব হলে কবিতা আসে না মনে।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: আপনি কবিতা লেখার এক্সপেরিমেন্ট করেন এটা মনে হয়নি।
ব্লগে আপনার বেশ কিছু কবিতা আছে, সেগুলো ভালো হয়েছিল।
অনেক আগে আপনি সেগুলো পোস্ট করেছিলেন।
অনেক দিন তো কোনো কবিতা পোস্ট করেননি, এবার করুন।
আপনার মনে যা আসে তাই লিখুন।
শুভকামনা শায়মা।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১
জুন বলেছেন: ডিসেম্বর এর সব কবিদের আমার নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা
অক্টোবর মাসের কবিতা সংকলনে নাই বিজন রয়
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০
বিজন রয় বলেছেন: আপা আমি তো ডিসেম্বর দিয়ে শুরু করলাম অনেক দিন পর। তাই অক্টোবর মাসে নেই।
কবিদের শুভেচ্ছা পাঠিয়ে দিলাম।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: অনেক কষ্ট করেছেন। অনেক সময় লেগেছে পোষ্ট টি তৈরি করতে।
কবিতা আমাদের দেশের মানুষ কম পছন্দ করে। বাজারে কবিতার বই প্রায়ই বিক্রিই হয় না। অথচ আমাদের দেশে কবির অভাব নেই। কবিতা লিখে কি হয়? কিছুই হয় না।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬
বিজন রয় বলেছেন: কবিতা লিখে কি হয়? কিছুই হয় না।
এটা কি আপনার কথা? নাকি কিছু মানুষের যারা কবিতা পছন্দ করে না।
আমাদের দেশে কবির অভাব নেই, হ্যা, কিন্ত সবাই কবি নয়। কেউ কেউ কবি।
তবে আপনিও একজন কবি।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮
কালো যাদুকর বলেছেন: আমি এই প্রথম জানলাম যে একটি কবিতা সংকলন বের হয় প্রতি মাসে। এই কঠিন কাজটি করার জন্য লেখককে অনেক ধন্যবাদ।
মানুষ কেন কবিতা লেখে? আমি কবি হওয়ার জন্য কবিতা লিখিনি কখনো। মনের একটি বিশেষ চাহিদা থেকে প্রথম কবিতা ( অবশ্য কবিতা হয় না, বেশির ভাগ সময়) লিখার চেস্টা করি। ভাবি , যে জন্য লিখি সেটি হয়ত কোন দিন সত্যি হবে। মনের আকুতি কেবল অপূর্নই থেকে যায়, পিপাসা মেটে না, মনে হয় যা লিখতে চাই, তা কেন যেন শব্দে , ভাবে আসে না। তাই পরের বার আবার লিখি, আরো খারাপ হয় পরের বার। তাই মাঝে মাঝে চিন্তা করি, ছাই পাস কবিতা লিখে কি হবে, তার থেকে পুরোপরি পাঠক হয়ে যাই।
কবিতার অনেক ব্যাকরন আছে, অনেক ভাগ আছে। সামুতেই এরকম একটি ব্লগ পরেছিলাম। আমি সাধারনত গদ্য কবিতা চেস্টা করি। ছন্দ মেলানো কবিতা আসে না আমার।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
বিজন রয় বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে কবিতা সংকলন পোস্ট প্রতিমাসে বের করি নাা, এখন থেকে করবো।
আগে করতাম, মাঝে সামুর সমস্যা হলে বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার প্রতিমাসে করবো।
আগে প্রতি সপ্তাহে বা প্রতি পাক্ষিকে করতাম।
সেগুলোর লিংক আমার আগের পোস্টে দেওয়া আছে।
একটি কষ্ট কের দেখে নিবেন আশা করি।
কবিতা নিয়ে আপনার চিন্তাভাবনা বা মনের ক্রিয়া জানতে পারলাম।
আশাকরি সবসময় কবিতার সাথে থাকবেন।
অনেক অনেক শুভকামনাম কালো যাদুকর।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
গেঁয়ো ভূত বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানাই, আপনার এ মহতী উদ্যোগ কবিতার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করি।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: দেখা যাক কি হয়।
সবাই তো আর কবিতা পছন্দ করে না।
যারা করে তারা এটা নিয়ে চিন্তা-ভাবনা করবেন আশা করি।
আপনিও কবিতা লিখুন।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩
নূর আলম হিরণ বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রিয় ব্লগার বিজন রয় আপনাকে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
আপনিও কবিতা লিখুন মাঝে মাঝে।
শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকলে হবে?
১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার এবং কবিদের জন্য।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নতুন বছরের।
আপনি কবিতা পছন্দ করেন কি না জানিনা।
তবে ইতিহাস আরঐতিহ্য পছন্দ করেন এটা জানি।
ধন্যবাদ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫
প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের একটি পোষ্ট। এরকম পোষ্টের জন্য ধন্যবাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
আপনাকে তো আর নতুন করে বলার কিছু নাই।
কবিতা আর ছড়ার মানুষ আপনি।
এভাবেই লিখতে থাকুন।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: আশাকরি জানতে পারছেন।
কবিতা এবার কবিতা লিখুন।
২০| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
রানার ব্লগ বলেছেন: প্ররিশ্রমি পোস্ট। ধন্যবাদ। ভাবছি কবিতা লেখা বাদ দেব। যা হয় না তা আর ঠেলা ঠেলির কি দরকার।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: কবিতা লেখা বাদ দিলে আপনাকে খুলনা থেকে বিতাড়িত করবো।
তাই কবিতা লিখুন আর পোস্ট করুন অদি দ্রুত।
২১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: বরাবরের মতই একটি বিপুল পরিশ্রমসাধ্য কাজ, বরাবরের মতই অকুণ্ঠ, প্রাণঢালা অভিবাদন জানাচ্ছি, এ মহতি কাজের জন্য।
আপনার কবিতা লিখার (এ যাবত) অপ্রকাশিত কারণগুলো জানা হলো। ভালো লাগল সুন্দর কথাগুলো। হয়তো এ ব্লগের অনেক কবির ক্ষেত্রেই কথাগুলো কমবেশি, কিছু না কিছু প্রযোজ্য হতে পারে।
শুধুমাত্র একজনের একটি কবিতা আপনি এ সংকলনে যুক্ত করলেন না কেন, সে কারণটা জানা হলো না। হয়তো সেটা জানানো আপনি সমীচীন মনে করেন নি, তাই জিজ্ঞাসাও করলাম না। অন্যথায়, সেটা বলা গেলে এখানে বলেই ফেলতে পারেন।
সেরা নির্বাচিত কবিতার পনেরজন কবিকে আন্তরিক অভিনন্দন!
শুভ নববর্ষ ২০২৪।
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যের কতাগুলো পড়লে আমার যেকোনো দুঃসাহসী কাজ করতে ইচ্ছে হয়। আপনি বরাবরের মতোই কবিতা সংকল পোস্টের সমর্থক ও অকুন্ঠ প্রশাংসাকারী। এর আগে যখন এটা করতাম তখনও আপনি আপনার সুযোগ্য মতামত দিয়ে আমাকে এই কাজটি করার জন্য প্রেরণা যুগিয়েছেন।
কবিতা কি?
কবিতা কেন লেখা হয়?
কবিতা কিভাবে লেখে?
কবিতা লিখে আসলে কি হয়?
এসব প্রশ্ন সেই প্রাচীন কাল থেকে উদ্ভূত এবং মানুষ সেই সময় থেকেই তার উত্তর করে আসেছে, কিন্তু উত্তর করা আজও শেষ হয়নি। কবে হবে কেউ তা জানেনা। সে এক বিশাল ব্যাপার, যা এই ব্লগে এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না।
তাই আসুন অত সব না ভেবে কিছু কবিতা লিখি, কিছ কবিতা পড়ি।
আপনি কবিতার মানুষ, আপনি এটা অবশ্যই সমর্থন করবেন।
অনেক অনেক শুভকামনা আর ধন্যবাদ।
২২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সকল কবিকে অভিনন্দন।
আর, আপনাকে শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
আশা করি সকল কবি এতদিন আপনার শুভেচ্ছা গ্রহণ করেছেন।
অনেক অনেক ভালো থাকেন।
২৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮
জাহিদ অনিক বলেছেন: কবিতা ...
বলতে গেলে কিছুই কত কথাই উঁকি দিয়ে আসে মনে।
আপাতত এটাই মনে আসছে -
“Poetry can be dangerous, especially beautiful poetry, because it gives the illusion of having had the experience without actually going through it.”
― Jalâl ad-Dîn Rûmî,
কবিতার সঙ্কলন নিয়ে এই পোষ্ট ভালো লেগেছে। অনেকের লেখাই পড়া হয় নি। হয়ত এই পোষ্ট ধরে ধরে সময় করে পড়া যাবে।
নতুন বছরের শুভেচ্ছা বিজন দা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: আপনি আবার কোত্থেকে উদয় হলেন! ফেসবুক ছাড়া তো আপনাকে দেখাই যায় না।
আজ দেখলাম একটি অসাধারণ কবিতাও পোস্ট দিয়েছেন। নিয়মিত কবিতা পেস্টে দিবেন এই প্রত্যাশা।
রুমি'র যে লাইনটি বললেন তা বোঝার ক্ষমতা অনেকেরই নেই।
থাকলে কবিতার প্রতি এত বীতশ্রদ্ধ হতো না।
যাহোক আপনাকে ব্লগে চাই যে নিয়মিত।
ভাল থাকুন প্রিয় জাহিদ।
২৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫২
স্প্যানকড বলেছেন: অনেক শ্রম দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আমি কবিতা লিখি এর উত্তরে বলা যায় উহা আমারে বাঁচতে শেখায়। মানুষের ভেতরে প্রবেশ করার রাস্তা বের করে দেয়। একজন নারী অথবা জগতের অন্য বিষয় গুলিকে যতটা কবিতা দিয়ে আমি ছুঁতে চেষ্টা করি বাস্তবে অত পারি না। তাই দু:খ জমে মেঘ হয়ে মাঝেমধ্যে খুব ঝরে তখন কবিতা আরও আপন হয়ে উঠে। শুভ নববর্ষ ভালো থাকবেন সব সময়
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: আমি কবিতা লিখি এর উত্তরে বলা যায় উহা আমারে বাঁচতে শেখায়। মানুষের ভেতরে প্রবেশ করার রাস্তা বের করে দেয়। একজন নারী অথবা জগতের অন্য বিষয় গুলিকে যতটা কবিতা দিয়ে আমি ছুঁতে চেষ্টা করি বাস্তবে অত পারি না।
...... এর চেয়ে ভালো ব্যাখ্যা আর হতে পারে না। যেহেতু এই কথা অনেক যুক্তিপূর্ণ তাই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না।
আপনি যে অসংখ্যা কবিতা লিখে চলেছেন, তাতে আমি বিস্ময় বোধ করি। এটা অব্যাহত রাখুন।
আমাদের কবিতার দিন যেন শেষ না হয়।
অনেক অনেক ধন্যবাদ।
২৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
সোনালি কাবিন বলেছেন: অসাধারণ ।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত ব্লগে এলেন এবং পোস্ট দিলেন।
দারুন ব্যাপার।
আশা করি নিয়মিত থাকবেন।
আর কবিতা পোস্ট করবেন।
২৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
করুণাধারা বলেছেন: পরিশ্রম সাধ্য এই পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
"মানুষ কেন কবিতা লেখে" তা কিছুটা বুঝতে পারলাম। কিন্তু মানুষ কী করে কবিতা লেখে তা কিছুতেই বুঝতে পারি না।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: হা
হা
হা
কবিতা কি?
কবিতা কেন লেখা হয়?
কবিতা কিভাবে লেখে?
কবিতা লিখে আসলে কি হয়?
.
জীবন কি?
জীবনের কেন জন্ম হয়?
জীবন কিভাবে চলে?
জীবন কিভাবে চালাতে হয়?
.
কবিতা কিভাবে লেখে?
আমি বহুকাল হাঁটছি সে পৃথিবীর পথে............. সভ্যতার এক একটি কাল জুড়ে জুড়ে............. একদিন এইখানে পথ হেঁটেছিল যে.......... যেখানে ক্ষিপ্র বাঘের কাছে জিতেছিল এক মায়া হরিণ............. বাচাঁ-মরার সর্বনাশের খেলায়.........!!
এভাবে অন্তরের কথা লিখে দিলেই কবিতা লেখা হয়ে যাবে।
আপনাকে অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমার পাশে তাকার জন্য।
২৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট পড়েছি। লাইক দিয়েছি কিন্তু মন্তব্যও তো করেছিলাম
ইদানিং কিছু ইয়াদ থাকে না।
১৫টি সেরা কবিতায় আমার নামটি দেখে নিজেকে ভাগ্যবতি মনে করছি। কৃতজ্ঞতা রইলো বিজন দা।
করুণাধারা আপুর মন্তব্য মজা পেয়েছি।
মানুষ কী করে কবিতা লিখে সেটা আমিও বুঝতে পারি না। কী কঠিন কঠিন শব্দ, কী ছন্দ এসবের ধারে কাছেও আমি যেতে পারিনি।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো দাদা ভালো থাকুন
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮
বিজন রয় বলেছেন: আপনি আপনার মনকথিকাসহ অনেক প্রচুর লেখেন। এটা ওটা এবং কবিতা। এত লেখা কিভাবে আসে কি জানি!! শব্দ আর কথা সব আপনার কাছে এসে ভিড় জমায়।
আপনার কবিতার কথা বলি।
আপনার কবিতা আপনার মতো হয়।
কিন্তু এটা একটু পরিবর্তন হলেই আরো ভালোসব কবিতা হয়ে উঠবে।
সেটা কিভাবে?
২৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো জানি না। আমার মেধায় যতটুকু আসে ততটুকু লিখি দাদা
এসব পাল্টানো অনেক মেধার প্রয়োজন
যা আমার নাই
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: হবে, আপনার হবে।
পরিবর্তনটা আপনি নিজেই করে ফেলবেন। সময়ের ও যুগের প্রয়োজনে।
আপনার আর একটু সময় আর স্থিরতা দরকার।
চাকরি আর সংসার করে আপনি এত যে সব লিখতে পারেন এটাই তো এক বিস্ময়কর ব্যাপার।
মেধা আছে বলেই তো অত বেশি লিখতে পারেন। লেখা কখনো বন্ধ করবেন না।
তাহলে লেখারা এসে আপনার কাছে জমা হবে।
শুভকামনা রইল আপা।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা নিয়ে বিশাল কর্মযজ্ঞ!
নতুন বছরের শুভেচ্ছা নিন কবি।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
আপনি জানেন আমি কবিতা নিয়ে আগেও সংকলন করেছি ব্লগে।
অনেক দিন ব্লগে আসতে পারতাম না নিয়মিত।
এখন একটু সময় পাই, তাই আপনাদের জন্য এই প্রচেষ্টা।
সাথে থাকুন লিটন ভাই।
ভাল থাকুন।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮
মিরোরডডল বলেছেন:
বিশাল কাজ করেছে বিজন, থ্যাংকস।
এখন সেরা কবিতার লিস্ট থেকে কবিতাগুলো পড়বো
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: বিশাল কাজ করেছে বিজন, থ্যাংকস।
মনে হলো অন্য কোন বিজনকে উদ্দেশ্য করে কথা বলেছেন।
হা হা হা আপনি এভাবেই বলেন, কেন?
যার সংগে কথা বলছেন, তাকে কেন থার্ড পারসন বা তৃতীয় পক্ষ করেন?
হতে পারে এটা আপনার স্টাইল!!
সেরা কবিতা ছাড়াও আরো অনেকের ভালো ভালো কবিতা আছে, সেখান থেকেও পড়তে পারেন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৩১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক প্ররিশ্রমী পোষ্টটি যদিও এতোদিন দেখা হয়নি। আজ খুঁজেই দেখে নিলাম। পাঠককে সহজ করে দিলেন যারা কবিতা প্রেমি তারা খুঁজে পড়তে হবে না। আমিও সময় করে বেশ কয়জনকে পড়ে নিব। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: বাহ! আপনি সত্যি সত্যি এলেন!
আপনার আন্তরিকতা কখনো ভুলবার নয়।
সময় করে পড়বেন আর কতা বলবেন মাঝে মাঝে।
জানি আপনার অনেক ব্যস্ত থাকতে হয়, এই সমস্যা আমারো আছে।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
ভালথাকনে সবসময়।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
মিরোরডডল বলেছেন:
এটা ঠিক স্টাইল কিনা জানিনা কিন্তু হুম আমিতো এভাবেই বলি
ব্লগের কয়েকজন আপুকে আপু বলে তুমি করে ডাকি, বাকি সকল ব্লগারদের নিক ধরে আপনি বা তুমি সম্বোধন না করেই কথা বলি।
আমি এভাবেই অভ্যস্ত হয়ে গেছি
০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই নিজেকে অভ্যস্ত করুন। একজন তার নিজের ভালো সে নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারে। মানুষ নিজেকে নিজের কাছে কখনো আড়াল করতে পারে না।
কিন্তু যার বা যাদের সাথে কথা বলছেন, পথ চলছেন, ভাবের বিনিময় করছেন, সে বা তারা আপনার নিজস্বতাকে, আপনার অভ্যস্ততাকে কিভাবে গ্রহণ করছে বা মূল্যায়ন করছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে তো!
আপনাকে একটি অনুরোধ করছি, আমার এখানে যখন কথা বলবেন তখন সরাসরি আমাকেই বলবেন, সেটাই আমার ভালো লাগবে। বিজনের বা অমুকের এভাবে না বলেন............
হা হা হা ...........
আবার আসার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪
মিরোরডডল বলেছেন:
প্রিয় বিজন,
এভাবে লিখি?
চিঠির আকারে মন্তব্য
০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা ............
সব পোস্টের মন্তব্য কি চিঠির আকারে করা সম্ভব হবে? হবে না।
তার চেয়ে একজন ব্লগার হিসেবে যেটা সবচেয়ে স্বাভাবিক, মানানসই সেভাবেই বলুন।
আমিতো বলেই দিয়েছি অনন্ত আমার এখানে কিভাবে বলবেন।
প্লিজ।
৩৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬
মাস্টারদা বলেছেন: এটার জন্য অনেক ধন্যবাদ। কোথায় কী এলো গেলো একখানেই পাওয়া যায়।
আর সময়ে বাসি হলেও টাটকা মনের নববর্ষের শুভেচ্ছা।
১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২১
বিজন রয় বলেছেন: গতকাল দেখেছিলাম আপনার এই মন্তব্য কিন্তু সময়ের অভাবে কথা বলতে পারিনি।
আপনি অনেক দিন পর পোস্ট দিয়েছেন।
আশাকরি ব্লগে কিছুটা নিয়মিত থাকবেন।
আর আামর এই কবিতা পোস্টে নিয়মিত পাব আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ।
৩৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
নীল বর্ণ বলেছেন: আপনার বিচক্ষণ মেধা গুন আকাশচুম্বী, লিখায় এত তৃপ্তি, পিছিয়ে গেলাম সে 2014 এর লিখাতে কি ছিল তাই খুঁজতে খুঁজে পেলাম কেনো কবিতা লিখি নীরবে মন খারাপে।
১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যে অনেক আশার সঞ্চার হলো।
অনেক আলো দেখতে পেলাম।
বলেছেন, আপনার বিচক্ষণ মেধা গুন আকাশচুম্বী, এর চেয়ে একজন মানুষের আর কি লাগে।
মাটির দিকে চোখ রেখে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই।
ভবিষ্যতে এভাবে পাশে থাকবেন।
শুভকামনা রইল।
৩৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১
হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ! পুরোনো ভাইব পাচ্ছি।
১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: হা হা হা ....
কি যে বলেন, পুরানো ভাইব!!
তাহলে তো খুব ভালো হতো।
কয়েকজন ব্লগার শুধু নিয়মিত এসে ব্লগটি সচল রাখছে।
যাহোক, আপনি এই পোস্টে এলেন, এটা একটি বিশাল ব্যাপার।
অনেক শুভকামনা হাসান মাহবুব।
৩৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৩
বদরুল হোসেন বাবু বলেছেন: পরিশ্রমী পোষ্ট।
আমার মত অকবিরাও উপকৃত হওয়ার মত সারবস্তু এখানে রয়েছে।
ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: আমার এখানে প্রথম এলেন!
আপনাকে অনেক ধন্যবাদ।
নিয়মিত আপনাকে পাবো এই আশা থাকলো।
অনেক অনেক শুভকামনা।
৩৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা লেখা নিয়ে সুন্দর আলোচনা।ভাল লাগলো।কষ্ট করে কবিতা সংকলন করেছেন,সেজন্য ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
বিজন রয় বলেছেন: অনেক দিন পর কবিতা সংকলন পোস্ট দেওয়ার চেষ্টা করেছি।
অনেকের ভালো লেগেছে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আশাকরি এটা অব্যাহত রাখবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টের প্রথম দিকের কথা গুলো অনেক ভাল লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: কিছু একটা বলতে চেয়েছি কবিতা নিয়ে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আর তার চেয়ে বড় কথা আপনি অনেক দিন পর ব্লগে পোস্ট করছেন।
মনে আছে অনেক আগে আমার কবিতা সংকলন পোস্টগুলোর কথা?
ভাল থাকুন প্রিয় সোহেল।
৪০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাহিত্যের সব চেয়ে কঠিন শাখা হচ্ছে কবিতা।
এই কবিতাই জীবনে এক লাইন বুঝলাম না।
আফসোস!
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: সাহিত্যের সব চেয়ে কঠিন শাখা হচ্ছে কবিতা
হা হা হা ........ এটুকু যিনি বোঝেন তিনি অবশ্যই কবিতা বোঝেন।
আমাকে ফাঁকি দিতে পারবেন না!!
আপনি অনেক মজা করতে পারেন।
আপনাকে অনেক ভালোবাসি।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৪১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: ১৩. ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১. মিরোরডডল বলেছেন:
বিজনের সাথে অনেকদিন কথা হয়না।
প্রিয় বিজন,
গুড়ের সন্দেশ আমারও অনেক প্রিয়।
সম্প্রতি ঢাকা থেকে ফিরলাম, সাথে নিয়ে এসেছি, বন্ধুরাও লাইক করে তাদের জন্য।
প্রেমিক প্রেমিকা একে অপরের জীবনে আসলেই কিন্তু প্যারা সন্দেশ
আপনার ক'লাইনের চিঠিটি এখানেই দিয়ে দিলাম। থাকুক আমার এখানে আপনার স্মৃতি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওই পোস্টে আমাকে স্মরণ করার জন্য।
আপনি ব্লগারদের প্রতি অনেক আন্তরিক তা এসব দেখে বোঝা যায়।
শুভকামনা।
৪২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কষ্টসাধ্য একটি কাজ করেছেন। অন্তর হতে অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা রইলো নিরন্তর।
২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: আপা, শেষ পর্যন্ত কবিতা সংকলন পোস্টের খবর পেলেন!!
অনেক আগে যখন কবিতা সংকলন পোস্ট দিতাম তখনও আপনি এসে আামকে উৎসাহ আর সাহস দিয়ে যেতেন।
আপনি যে ব্লগিংটা বন্ধ করেননি সেটা আামর অনেক ভালো লাগে।
আপনিও কবিতার মানুষ।
অপনার জন্য অনেক শুভকামনা রইল।
৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এটারই অপেক্ষা করছিলাম। কিন্তু দেরি করে ফেললাম, ক্ষমা করবেন।
এত কষ্ট করে আমাদের খুঁজে খুঁজে পড়ার কষ্টটা লাগব করার জন্য মন থেকে ধন্যবাদ।
হাসিখুশি থাকবেন, অসামান্য ভাল থাকবেন।
৪৪| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে রেখে দিলাম। পরে সবগুলো পড়ার ইচ্ছে আছে
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...