নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় আবাবিল

আমিতো মেঘে ঢাকা চাঁদ নই, খোপাতেও কোন ফুল নেই, বুকেতে ছোট্ট মনের ডায়েরী তাতেই আমি সব লিখে নেই...... তোমার ছন্নছাড়া সময় গুলো আমি একা গুনি তোমার উড়তে থাকা ঘুড়ির সুতো আমি ধরবই......

বিজয় আবাবিল › বিস্তারিত পোস্টঃ

চেতনার অযুহাতে এদের সমর্থন দিলে, এসব সার্কাস নিয়মিতই দেখতে হবে।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

যৌন হয়রানীকারীদের ধরে পুলিশে দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়, আর যৌন হয়রানীর প্রতিবাদে মিছিল করলে সেখান থেকে ৬ মিছিল কারীকে আটক করে! পুলিশের মুখপাত্র বলে, 'বিবস্ত্র করার কোন ঘটনা ঘটে নাই', আবার তাদেরই একজন বলে সিসিটিভিতে চাপদাঁড়িওয়ালা কয়েকজনকে দেখে বোঝা গেছে এটা হিজবুত তাহরীরের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুর মরে বেঁচেছে! তা নাহলে তো তাকে দাঁড়ি ফরমুলায় হিজবুত তাহরীরের আমীর বানায়ে দিতো! বাই দ্য ওয়ে আসাদুজ্জামান নূর এবং ইমরান এইচ সরকারেরও তো চাপদাঁড়ি আছে, তারাও কী সন্দেহভাজন?
এদিকে চট্টগ্রামে মুখোশ পরে একদল এক মন্দির ভাংচুর করতে গেলে গণপিটুনীতে একজন নিহত হয়, পরে জানা যায় সে ছাত্রলীগ কর্মী!
চেতনার অযুহাতে এদের সমর্থন দিলে, এসব সার্কাস নিয়মিতই দেখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.