![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না
আমি যখন ৭বছরের আমার বাবার মিত্তু হয়। আমার মা আমাদের কে কষ্ট বড় করে লেখা পড়া শিখান।আমার মা আমাদের জন্য এত কষ্ট করল ।তার বিনিময় কি আমরা মায়ের অথিতের দিনগুলো পারব না।আমরা মাকে কষ্টনাদিয়ে একটু সুখে রাখতে পারব।এছাড়া হারিয়ে যাওয়া দিনগুলিতো আর পিরিয়ে দিতে পারবনা। তবে সবসময় আল্লাহর কাছে দুয়া করি আমার মা যেন সুস্ত থাকে।পৃথীবিতে মায়ের মত আপন কেও হবেনা।তোমরা মায়েরি মনেতে কষ্ট দিওনা।দশ-মাশ দশদিন গর্ভে রাকেন মা জননি।সে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ্ সহেনা।
©somewhere in net ltd.