নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমল চাকমা

ওমা একি কান্ড! দেখ দেখি !

বিমল চাকমা › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: কোটা, বেকারত্ব ও কর্মসংস্থান

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৮

কোটা সংস্কার সময়ের দাবি, যারপরনাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে দেশব্যাপী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নতুন নয়, আগেও বহুবার হয়েছে। তবে কোন আন্দোলনই হালে তেমন পানি পাই নি। দুর্ভাগ্যবশত, চলমান আন্দোলনটিরও একই অবস্থা। বরঞ্চ, পুলিশ আন্দোকারীদের উপর হামলা করে বিমাতাসুলভ আচরণ করছে। যা অত্যন্ত নিন্দনীয়!


Image Source: http://www.globalvision24.com

বিভিন্ন দেশে চাকরি, শিক্ষা কিংবা অন্যান্য ক্ষেত্রে কোটার ব্যবহার হয় বিভিন্ন ভাবে। ভারতে ৬০% কোটার বিপরীতে ৪০% মেধাবিত্তিতে নিয়োগ হচ্ছে আর পাকিস্তানেও অঞ্চলভেদে কোটা বরাদ্ধ করা অাছে ৯২.৫% তার বিপরীতে ৭.৫% বাই মেরিট (সিভিল সার্ভিসের ক্ষেত্রে)। নেপালে মোট ৩৫% কোটা পদ্ধতি অনুসরণ করা হয়। অন্য অনেক দেশেও কোটার হারে হেরফের রয়েছে, কিন্তু কোটা ব্যবস্থা প্রচলিত আছে।

বাংলাদেশেরে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী ১০%, জেলা ১০%, উপজাতি ৫% আর প্রতিবন্ধী ১%; সবমিলিয়ে ৫৬% কোটার বিপরীতে ৪৪% মেধার ভিত্তিতে সরকারী চাকরিতে নিয়োগ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। বিপুল জনসংখ্যার এই দেশে ৫৬ শতাংশই যদি কোটার ভিত্তিতে নিয়োগ পায় তাহলে তুলনামূলক বেশি মেধাবীদের কি হবে? তাই দেশের এই কোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন সব মহলেই!


Image Source: http://www.campuslive24.com

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, বর্তমানে দেশের শিক্ষিত বেকারের হার ৯ শতাংশ অর্থাৎ উচ্চশিক্ষিতদের ৪৭%-ই নাকি বেকার। অবাক করা বিষয় হলো, লেখাপড়া না করা বা শিক্ষিত নয় এমন লোকদের বেকারত্বের হার মাত্র ২.২ শতাংশ। দেশে যে হারে কর্মক্ষম লোকের সংখ্য বাড়ছে, সে হারে কর্মসংস্থান বাড়ছে না। প্রতিবছর ২৫ লক্ষের মত কর্মক্ষম মানুষ কর্মবাজারে প্রবেশ করে। অথচ সরকারী ও বেসরকারী মিলিয়ে কর্মসংস্থান রয়েছে ২ লক্ষের মত। ধরে নিই, সরকার কোটা পদ্ধতি সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনলো, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৪ শতাংশ, নারী ও জেলা কোটা ২ শতাংশ করে, উপজাতি ও প্রতিবন্ধী ১ শতাংশ করে। আর বাদ বাকি ৯০ শতাংশই মেধার ভিত্তিতে নিয়োগ পেল। এরপরও যারা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার দৌড়ে ৯০ শতাংশের ঘরে থাকতে সক্ষম হবে না শেষান্তে তারাই বেকার এবং এই সংখ্যাটাও অত্যন্ত বিপুল।

৯ শতাংশ শিক্ষিত বেকারের কোটা সংস্কার দাবির পাশাপাশি নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করতে হবে, আর তা না হলে বেকারত্বের হতাশা কোটা সংস্কার হলেও শেষ হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: লেখাটা ভালো হয়েছে।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বিমল চাকমা বলেছেন: ধন্যবাদ রাজীব দা! আপনার লেখা পড়েছি, খুব সহজ ও প্রান্জল ভাষায় লেখার হাত আছে আপনার।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিমল চাকমা বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.