![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট হবার লক্ষ কারণ, নষ্ট হতে নেই তো বারণ
প্রত্যয় তাই মরণপণ, ভ্রষ্ট পথেই হোক গমণ
ডুব দিয়েছে মন-শরীরখানা, নষ্ট রসে এ জামানা
নষ্ট জলে নষ্ট নালা, হচ্ছে ধৌত পুষ্প মালা।।
নষ্ট হাতের নষ্ট থাবা, কার কপলে শোকের আভা
নষ্ট কামে নষ্ট যৌবন, ভোগ দখলে কার সে মৌ বন?
নষ্ট রাজ্যের নষ্ট রাজা, নষ্ট শাসনে নষ্ট প্রজা
নষ্টের হেতু নষ্টের টান, চড়ছে গলায় নষ্টাধিকারের নষ্ট জয়ের গান।।
নষ্টরাই করে প্রভুগিরি, নষ্টের দলই হচ্ছে ভারি
নষ্টরাই হচ্ছে পুরুস্কৃত, মন্যুষত্ব আজ মৃত
কার হকটি খাচ্ছে মার! উদোর পিন্ডি বুদোর ঘাড়
ভালোর বুঝি নাই দর, করছে সবাই নষ্টের সাথে ঘর।।
নষ্ট হয়ে বৈভব গড়লাম, শান্তি নামের পায়রা কিনলাম
পায়না খুজেঁ তুষ্টি তাতে, সুখ কি থাকে ঐ টাকাতে?
নষ্ট মনের একটি কোণে, বিবেক ঘুমায় সন্তর্পণে
উঠবে বুঝি জেগে এবার, হবে কি জয় মানবতার?
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:০৬
বিমল চাকমা বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি ভাই!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ রাত ৮:২৪
স্রাঞ্জি সে বলেছেন: কবিতা পড়েছি, ভাল লাগল খুব।
এমন একটি কবিতা আছে হুমায়ুন আজাদের "সব কিছু নষ্ট দের অধিকারে যাবে"।