নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্নীত ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই !!!,বিরবল৩

বীরবল ৩

আমি অতি সাধারণ পরিবারের একটি ছেলে। আমি আমার দেশকে ভালবাসী কিন্তু দেশের রাজনিতি ও বর্তমান রাজনিতি ব্যক্তিদের ঘৃণা করি। আসুন না আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি।

বীরবল ৩ › বিস্তারিত পোস্টঃ

আসুন জানি রাজশাহীর নামকরণ যেভাবে হলো---

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

রাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়। পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর-বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নাই । ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাসেও রাজশাহী নামক কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই ।



অনেকে মনে করেন, এই জনপদ একদা বহু হিন্দু, মুসলিম, রাজা, সুলতান আর জমিদার শাসিত ছিল বলে নামকরণ হয়েছে রাজশাহী। ঐতিহাসিক ব্লকম্যানের (Bolch Mann) মতে, খ্রিষ্টীয় ১৫শ শতকে গৌড়ের মুসলিম সুলতানাত এই জেলার ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশ কতৃর্ক আত্মসাতের সময় থেকে রাজশাহী নামের উদ্ভব হয়েছে। তিনি দাবী করেন, গৌড়ের সুলতান মাহমুদ শাহ বারবাক শাহ প্রভৃতির নামানুসারে যেমন রাজশাহীর আশে পাশে মাহমুদ শাহী, বারবাকশাহী পরগনার উদ্ভর হয়েছে। একইভাবে মুসলিম মসনদে আরোহণকারী হিন্দু রাজা শাহ বলে পরিগণিত হওয়াই এই এলাকার নামকরণ হয়েছে রাজশাহী। হিন্দু রাজ আর ফারসী শাহী এই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্রজাত শব্দটির।



কিন্তু ব্লকম্যানের অভিমত গ্রহণে আপত্তি করে বেভারিজ (Beveridge) বলেন, নাম হিসেবে রাজশাহী অপেক্ষা প্রাচীন এবং এর অবস্থান ছিল রাজা গণেষের জমিদারী ভাতুড়িয়া পরগনা থেকে অনেক দূরে। রাজা গণেশের সময় এই নামটির উদ্ভব হলে তার উল্লেখ টোডরমল প্রণীত খাজনা আদায়ের তালিকায় অথবা আবুল ফজলের আইন-ই-আকবরী নামক গ্রন্থে অবশ্যই পাওয়া যেত।



ডব্লিউ ডব্লিউ হান্টারের মতে, নাটোরের রাজা রামজীবনের জমিদারী রাজশাহী নামে পরিচিত ছিল এবং সেই নামই ইংরেজরা গ্রহণ করেন এই জেলার জন্য। এনেকে এসব ব্যাখাকে যথার্থ ইতিহাস মনে করেননা। তবে ঐতিহাসিক সত্য যে, বাংলার নবাবী আমল ১৭০০ হতে ১৭২৫ সালে নবাব মুশির্দকুলী খান সমগ্র বাংলাদেশকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য ১৩ (তের)টি চাকলায় বিভক্ত করেন। যার মধ্যে ‘চাকলা রাজশাহী' নামে একটি বৃহৎ বিস্তৃতি এলাকা নির্ধারিত হয়। এর মধ্যে প্রবাহিত পদ্মা বিধৌত ‘রাজশাহী চাকলা' কে তিনি উত্তরে বতর্মান রাজশাহী ও দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রাজশাহী নিজ চাকলা নামে অভিহিত করেন।



প্রথমে সমগ্র চাকলার রাজস্ব আদায় করতেন হিন্দু রাজ-জমিদার উদয় নারায়ণ। তিনি ছিলেন মুশিদ কুলির একান্ত প্রীতিভাজন ব্যক্তি। যে জন্য নবাব তাকে রাজা উপাধী প্রদান করেন। দক্ষিণ চাকলা রাজশাহী নামে বিস্তৃত এলাকা যা সমগ্র রাজশাহী ও পাবনার অংশ নিয়ে অবস্থিত ছিল, তা ১৭১৪ সালে নবাব মুর্শিদকুলী খান নাটোরের রামজীবনের নিকট বন্দোবস্ত প্রদান করেন। এই জমিদারী পরে নাটোরের রাণী ভবানীর শাসনে আসে ও বহু অঞ্চল নিয়ে বিস্তৃতি লাভ করে। রামজীবন প্রথম নাটোর রাজ ১৭৩০ সালে মারা গেলে তার দত্তক পুত্র রামকান্ত রাজা হন। ১৭৫১ সালে রামকান্তের মৃত্যুর পরে তার স্ত্রী ভবানী দেবী রাণী ভবানী নামে উত্তরাধীকারী লাভ করেন। অনেকের মতে, প্রথম রাজা উদয় নারায়ণের উপর প্রীতি বশত এই চাকলার নাম রাজশাহী করেন নবাব মুশিদকুলী খান। কিন্তু ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়র মতে, রাণী ভবানীর দেয়া নাম রাজশাহী । অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: রাজশাহী সম্পকে এটা কেমন




রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনএর সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে । এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

পাঠক১৯৭১ বলেছেন: রাজশাহীর বর্তমান নাম: রাজাকারস্হান

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

বীরবল ৩ বলেছেন: কেন ভাই পাঠক ১৯৭১ আপনাকে কি রাজশাহীর কেউ আছিলা বাঁশ দিয়েছে নাকি??

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভাল পোস্ট। প্লাস রইল।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

বীরবল ৩ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মহামান্য পাঠক১৯৭১ সম্ভত আপনার জন্মের সময় আপনার মা মুখে মধু দেন নাই তাইত আপনার মুখখানা হতে এত তিত্ত কথা বাহির হয়।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

বীরবল ৩ বলেছেন: আপনি ঠিক বলেছেন

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,



Permutation, Combination ও Probabability এর অংক জানলে বুঝতে পারবেন, কত রকম সম্ভাবনার সম্ভাবনা আছে!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

বীরবল ৩ বলেছেন: হ্যাঁ মনে হয় আপনি একাই অংক জানেন।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এই যে এখানে আছিলা বাঁশ দিয়েছে রাজশাহীর পোলা

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আফনে ঢাবিতে জব করেন, দেখি।
ঢাকা ভার্সিটিতে আপনার জব নিয়া দুই একটা পোস্ট দেন।
পড়ার আগ্রহ রাখি। :-&

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

বীরবল ৩ বলেছেন: আপনার অনুরোধের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঢাকা ভার্সিটিতে আমার জব নিয়ে জানতে চেয়েছেন, অবশ্যই জানানো যাবে তবে জবের কি সম্পর্কে জানতে চান তা জানালে আমার জন্য ভাল হয়।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

ড. জেকিল বলেছেন: ভালো লাগলো, বোয়ালিয়া এতো পুরাতন নাম ? :|

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: কোন জায়গার নামকরণের ইতিহাস জানতে ভালই লাগে।এতে অনেক মজার বিষয় জানা যায়।অন্য জায়গাগুলো নিয়েও এমন পোস্ট দিবেন আশা করি।প্রিয়তে রাখলাম

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

বীরবল ৩ বলেছেন: ধন্যবাদ, আপনাদের ভাললাগা ও উৎসাহ আমাকে লিখার অনুপেরোনা জাগাবে, পাশাপাশি থাকবেন আশা করছি।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

শোভ বলেছেন: পাঠক ১৯৭১ কে আপনার উত্তর এই ভাবে দেয়া উচিৎ হয়নি । সংযত ও মারজিত ভাষায় কথা বলুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.