![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।
অবশেষে ভার্চূয়াল ব্লাড ব্যাংকের শুরু হয়েই গেল। সত্যিই অসাধারন এক উদ্যোগ। ভুক্তভগী মানেই জানেন প্রয়োজনের মুহূর্তে এক ব্যাগ রক্তের কি মূল্য। অধিকাংশ ক্ষেত্রেই রোগীর আপনজনদেরকেই রক্তের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। একদিকে প্রিয়জনের জন্য তীব্র আকুলতা,আর অপর দিকে রক্তের জন্য হাহাকার।সে এক ভীষন অবস্থা। রক্তের প্রয়োজন মিটলে পরে শান্তি আসে।আর না পাওয়া গেলে..........
১৬কোটি মানুষের এই দেশে রক্তের অভাবে তো মানুষ মরতে পারে না!! আমি বিশ্বাস করি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে আমরা রক্ত দিতে কুন্ঠাবোধ করি। কিংবা আমি রক্ত না দিলেও ক্ষতি নাই অন্যকেউ নিশ্চই দিবে,এ ধরনের চিন্তাই করি।
মনে রাখবেন আপনার এই সামান্য উদাসিন্য মনভাব যদি সবাই করা শুরু করি তাহলে একদিন ঐ কঠোর মর্মান্তিক বাস্তবতার তীর বুমেরাং হয়ে আমার দিকেও ফিরে আসতে পারে(আল্লাহ মাফ করুন)। যে ভাই বা বোনটি রক্তের অভাবে মারা গেল তার জন্যে কী আমরা একটু হলেও দায়ী হব না? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরীবর্তন জরুরী। রক্ত কেবল হিমোগ্লোবিনের তরলই নয়,এটা একটা জীবন।আপনার আমার শরীর থেকে একব্যাগ রক্ত গেলে ৪ মাসের মধ্যেই তা পূরন হয়ে যায়,কিন্তু এর অভাবে একটা জীবন যদি চলে যায় তা কত কোটি মসে পূরন হয় তা কি বলতে পারি?
নীচের এই লিঙ্কটা তে নিজেকে অন্তরভূক্ত করতে পারেন "আমরাই বাংলাদেশ" যেখানে ইতোমধ্যেই ৩০০০০ (ত্রিশ হাজারের) বেশী রেজিস্ট্রেশনের পথে। বিস্তারিত জানতে ফেবুর রাজীব হাসান চৌধুরীর উপস্থাপনায় ইনডিপেন্ডন্ট চ্যানেলেও চোখ রাখতে পারেন। .........হোক না ছোট করে, তবে শুরুটাতো হোক.....
সবার জন্য শুভ কামনা।
Click This Link
Click This Link ভার্চূয়াল ব্লাড ব্যাংকের শুরু হয়েই গেল। সত্যিই অসাধারন এক উদ্যোগ। ভুক্তভগী মানেই জানেন প্রয়োজনের মুহূর্তে এক ব্যাগ রক্তের কি মূল্য। অধিকাংশ ক্ষেত্রেই রোগীর আপনজনদেরকেই রক্তের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। একদিকে প্রিয়জনের জন্য তীব্র আকুলতা,আর অপর দিকে রক্তের জন্য হাহাকার।সে এক ভীষন অবস্থা। রক্তের প্রয়োজন মিটলে পরে শান্তি আসে।আর না পাওয়া গেলে..........
১৬কোটি মানুষের এই দেশে রক্তের অভাবে তো মানুষ মরতে পারে না!! আমি বিশ্বাস করি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে আমরা রক্ত দিতে কুন্ঠাবোধ করি। কিংবা আমি রক্ত না দিলেও ক্ষতি নাই অন্যকেউ নিশ্চই দিবে,এ ধরনের চিন্তাই করি।
মনে রাখবেন আপনার এই সামান্য উদাসিন্য মনভাব যদি সবাই করা শুরু করি তাহলে একদিন ঐ কঠোর মর্মান্তিক বাস্তবতার তীর বুমেরাং হয়ে আমার দিকেও ফিরে আসতে পারে(আল্লাহ মাফ করুন)। যে ভাই বা বোনটি রক্তের অভাবে মারা গেল তার জন্যে কী আমরা একটু হলেও দায়ী হব না? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরীবর্তন জরুরী। রক্ত কেবল হিমোগ্লোবিনের তরলই নয়,এটা একটা জীবন।আপনার আমার শরীর থেকে একব্যাগ রক্ত গেলে ৪ মাসের মধ্যেই তা পূরন হয়ে যায়,কিন্তু এর অভাবে একটা জীবন যদি চলে যায় তা কত কোটি মসে পূরন হয় তা কি বলতে পারি?
নীচের এই লিঙ্কটা তে নিজেকে অন্তরভূক্ত করতে পারেন "আমরাই বাংলাদেশ" যেখানে ইতোমধ্যেই ৩০০০০ (ত্রিশ হাজারের) বেশী রেজিস্ট্রেশনের পথে। বিস্তারিত জানতে ফেবুর রাজীব হাসান চৌধুরীর উপস্থাপনায় ইনডিপেন্ডন্ট চ্যানেলেও চোখ রাখতে পারেন। .........হোক না ছোট করে, তবে শুরুটাতো হোক.....
সবার জন্য শুভ কামনা।
Click This Link
Click This Link
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভকামনা তাদের জন্য ....