নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

তাদের প্রতি কি কোনো দায়ভার নেই এই সমাজের!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

রাস্তার পাশে পলিথিনের খুপরি ঘর গুলো জেগে আছে। এর ভেতরে দাড়ানোর অবস্থা নেই, মাথা ঠেকবে।কোনো রকম বসে থাকা যায়। হাত পা গুটিয়ে ঘুমানো যায়। ভেতরে কালী পড়া কুচ কুচে কালো হারি পাতিল। ছেড়া কাপড় চোপর। ঘরের সামনে ময়লার স্তুপ। ছোট ছোট শিশুরা ধুলা বালুর ভেতর গড়াগড়ি করে খেলা করে। কখনো মারা মারি মেও মেও শব্দ। পরনে একটা হাফপেন্ট ছাড়া কিছু নেই। খালি গা হাড্ডি দেখা যায়। ভালো খাবার খাওয়ার সোভাগ্য হয় না।
এই শিশু গুলো আমাদের রাজধানীর শিশু। এক শ্রেণী আছে টাকার ভারে নড়তে পারেনা। আর এই অভাগা শিশুরা এমন একটি নিম্ন মধ্যম আয়ের দেশে গড়া গড়ি খায় ফুটপাতে।
টাকাওয়ালারা নজর দেন না তাদের প্রতি। তাদের প্রতি কি কোনো দায়ভার নেই এই সমাজের! কোনো টাকাওয়ালার। মানবতা কোথায় বাস করে! পৃথিবী থেকে কি নিয়ে যাবে মানুষ!টাকা নাকি মানবতা!
একটু হলেও সহানুভূতি ও সমানুভুতি দেখানো উচিত এই সব অবহেলিত মানুষগুলোর প্রতি। কারণ এরা আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। সৃষ্টিকর্তা আপনার ধন দিয়েছে একা ভোগ করার জন্য নয়।
মানুষের কথা ভাবুন। ওপারে মানবতা যাবে। সম্পদ যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.