নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

শুন্যতা বহন করবেন কেন? মানুষের ভালবাসা নিয়ে যান। মানুষের শ্রদ্ধা আপনাকে পূর্ণতা দান করবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

মানুষের প্রতি মানুষের ভালবাসা, শ্রদ্ধা, স্নেহ- মমতা প্রকাশ করা হলো মানবতার শিক্ষা। মানবীয় গুন সম্পন্ন প্রত্যেক মানুষকে মরিচা পড়া, ঘুনে ধরা সমাজকে বদলাতে একযোগে কাজ করা দায়িত্বের মধ্যে পরে।
দেশের লক্ষ লক্ষ মানুষ ভবঘুরে, অভাব অনটন, রোগ শোকে জর্জড়িত। তাদের দেখার মত খুব বেশি লোক আছে বলে মনে হয় না। অনেকে আছেন যারা দুখী মানুষের পাশে থাকার কথা বলেও কিছু করেন না। দেশে সম্পদশালী লোকের অভাব নেই, যারা টাকা দিয়ে সিগারেট ধরান। যাদের কাছে অর্থের হিসাব জানা নেই, তাদের আরো খুব বেশি অর্থের প্রয়োজন। তারা অনেকেই মরে গেলে সাথে করে সম্পদ নিয়ে যাবেন।
আমি তাদের সাথে সবাইকে বলছি- শূন্য বলে একটা কথা আছে, আপনি না থাকলে সব কিছুই শূন্য। তা হলে পৃথিবী থেকে চলে যাবেন তো শুন্যতা বহন করবেন কেন?
মানুষের ভালবাসা নিয়ে যান। মানুষের শ্রদ্ধা আপনাকে পূর্ণতা দান করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.