নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যত এক সেকেন্ড পর থেকেই শুরু হবে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

এপোলো হাসপাতাল ও লাজ ফার্মায় ভেজাল ঔষধ পাওয়া গেছে! এটা একটা আতঙ্কের খবর! যেখানে ডাক্তারদের মানুষ সৃষ্টিকর্তার পরেই ভালবাসে, বিশ্বাস করে! যে ডাক্তারদের কাছে গেলে মানুষ বেচে থাকার শক্তি খুঁজে পায়- আর সেই ডাক্তাররা প্রেসক্রাইব করে দেয় ভেজাল ঔষধ। যা মানুষের জীবন বাচাবেতো দুরের কথা মৃত্যুর আগাম টিকেট দিয়ে যায়!
ডাক্তার সবাই হতে পারে না! সৃষ্টি কর্তা যাকে ভালবাসেন তাকেই ডাক্তার বানান! তার সাথে ডাক্তারের একটা মনের যোগাযোগ থাকে! আর এমন মহান কাজকে বিকারগ্রস্থ ডাক্তাররা নিচু করে দিচ্ছে! তার মানে ঐসব ডাক্তার অসুস্থ! তাহলে তাদের চিকিত্সা করবে কারা !
দেশের বড় বড় প্রতিষ্ঠান এমন করলে ছোট গুলো কি করবে! একটা কথা আছে বড়দের কাছে ছোটরা শিখে! তাহলে তারা যা শিখাচ্ছে তা ভবিষতের জন্য ভয়ঙ্কর! মানুষ বাচানোর নামে মৃত্যুর দিকে যারা ঠেলে দেয়, যারা মহান কাজকে কলঙ্কিত করে! যারা রোগীকে নিয়ে মজা করে! তাদের এখনই রুখতে হবে! কারণ ভবিষ্যত এক সেকেন্ড পর থেকেই শুরু হবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.