নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

রাগিনীর ছাঁয়া

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

নি:শব্দ রাতের গভীরে, জ্বরের ঘোরে-
তোমার পায়ের আওয়াজ শুনতে পাই-
শুকনো পাতার পরে!
কন্ঠনালী চেপে গিয়েছে,নির্বাক হয়েছি,
অন্তরের ভাষা অশ্রু হয়ে চোখের কোনায় জমেছে!
পাজর ভেঙ্গে যাবে, তবু শব্দ বেড় হবে না!
তোমার অপূর্ব শরীরের ছায়া পড়েছে আমার ঘরের-
পুরনো ইটের খসখসে দেয়ালে,
মুচকি হেসে মুখ ধরেছ-
যেন আমার নিসঙ্গতা তোমার ভালো লাগে।
আমি পারছিনা দাড়াতে -
পারছিনা তোমায় ধরতে,
পাথরের মত পরে আছি;
তোমার হাতের ঠান্ডা স্পর্শ এই ক্রান্তিলগ্নে খুব প্রয়োজন।
ছাদের আস্তরণ ফেটে গেছে,
শ্রান্ত দেহে চুনের গুড়ো পড়ে হয়েছে সাদা আবরণ,
তোমার হাতে সাজানো ফুলের টবের পানি শুকিয়ে গাছ গুলো প্রাণহীন।
তোমার পরনের রঙিন শাড়িগুলো-
কালী পরে রং মুছে গেছে!
জানালার ধারে পাখিরা বসে না।
অদূরে কেবল কিছু কাক কা কা করে।
জানালার পাশে বট বৃক্ষ বুড়ো থেকে আরো বুড়ো হয়েছে,
রাতে চাদের আলো ঢুকে না,
তারা গুলো ঝিকমিক করে না,
শুধু ঝোনাকির দল মৃদু আলো দিয়ে যায়।
রাগিনী,
তোমার অপেক্ষাতেই থাকি,
জ্বরের ঘোরে কেবল তোমার পায়ের আওয়াজ শুনি,
তোমার ছায়া দেখি;
রাগিনী,
এত কাছে এসেও কেন চলে যাও....!?
এবার আমায় ছুয়ে যাও,
জ্বরের ঘোরে গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।




ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.