নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

একদিকে ডিজিটাল বাংলাদেশ, অন্যদিকে ক্ষুধার্ত জনতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

অনেকেরই পকেট গরম থাকলে কথা-বার্তার লিমিট থাকে না। কখন কি বলতে হবে, কার সাথে কিভাবে বলতে হবে, আচরনটা কেমন হবে তখন মনে থাকেনা। পৃথিবীর শুরু থেকেই বিচার বুদ্ধিহীন গরম পকেটওয়ালারা গরীবের চামড়া দিয়ে ঢোল বানিয়ে আসছে। এই বিশ্ব প্রকৃতি গড়ে উঠার পিছনে সকল মানুষের অবদান আছে! আধুনিক সভ্যতার জন্ম দিয়েছে শ্রমিক, কৃষক, মুচি, চামার, কুলি, খেটে খাওয়া মানুষ । যাদের পেটে ভাত নাই, যারা পরিবার চালাতে গেলে গায়ের রক্ত পানি করেন তাদের দাম দিতে জানেনা সভ্যতার কথিত শিক্ষিত মানুষ। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল কবে তৈরী হয়েছে। পরীক্ষা বেবস্থা কবে শুরু হয়েছে?! যখন ছিলনা তখন কি পৃথিবী আলোর পথ দেখেনি? দেখেছে।
দেশের রাস্তা-ঘাট, ব্রিজ, অফিস আদালত কারা তৈরী করেন? মাঠে ফসল উত্পাদন করেন কারা? কারা নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরী করেন? যাদের পকেটে অনেক টাকা তারা করেন? না! করেন আমাদের সমাজের ক্ষুধার্ত মানুষেরা। যাদের নুন আনতে পান্তা ফুরায়। দেশে এখনো এমন মানুষ আছে-যাদের মাথা গোজার থাই নেই। যারা বাস করে বাসা ভাড়া করে। থাকে বস্তিতে। থাকে ফুটপাতে। তারমানে কি হলো? তার মানে হলো একদিকে ডিজিটাল বাংলাদেশ, অন্যদিকে ক্ষুধার্ত জনতা। হাজার হাজার শিশু, হাজার হাজার মা বাবা, কিশোর কিশোরী প্রতিদিন কোনো না কোনভাবে ক্ষুধার্ত থাকে। কোনো না কোনো কোনভাবে নির্যাতনের শিকার হয়। পাচারের শিকার হয়। তবে ডিজিটাল দেশ দিয়ে কি হবে? কোনো লাভ নেই! আগে সকল মানুষকে সমতায় নিয়ে আসতে হবে। সকল মানুষের আবাসনের বেবস্থা করতে হবে। ক্ষুধা দূর করতে হবে। দিতে হবে নিরাপত্তা। তবেই ডিজিটাল বাংলাদেশ বলতে লজ্জাবোধ করবে না আমাদের বিবেক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.