নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

জাকিয়া!আরিফ! মজার স্কুল! অদম্য বংলাদেশ!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

জাকিয়া!আরিফ! মজার স্কুল! অদম্য বংলাদেশ! দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত, নির্যাতিত, অধিকার হারা শিশুদের অধিকার বাস্তবায়ন ও আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে! এর মিনিময়ে তারা পেয়েছে গ্লানি। আমরা কি দেখেছি? সম্প্রতি এমন একটি সুপরিচিত সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে বাধা তৈরী হয়েছে! আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি যে- কোনো এক বেক্তির শিশু পাচারের আবালীয় অভিযোগের মাধ্যমে পুলিশ মজার স্কুলের কর্মকর্তাদের আটক করেছে। আমরা এখানে বিস্মিত যে-যে দেশে লক্ষ লক্ষ শিশু পথে বাস করে সে দেশের শিশুদের ইতিবাচক পরিবর্তন নিয়ে যারা কাজ করেন তাদের সঠিক ভাবে যাচাই না করে পুলিশ সরাসরি গ্রেফতার করেছে। একটি সংস্থা যখন তৈরী হয় সেখানে অনেক সুভাকান্খি থাকে! মজার স্কুলের শুভাকাঙ্খী ও ভলান্টিয়ারের অভাব নেই! তাদের কার্যক্রম সমন্ধে সকল সমাজ কর্মী অবগত! সাধারণ একজন মানুষের অভিযোগের মাধ্যমে মজার স্কুলের কর্মকর্তাদের এ ভাবে হয়রানি করে মোটেও পুলিশের ঠিক কাজ হচ্ছে না। আমাদের দেশের অনেক মিডিয়া বেঙ্গের ছাতার মত গজে উঠেছে। এরাও জঘন্য ভাবে নিউজ করেছে! যতসব বাজে নিউজ! এরা যখন নিউজ করে বুঝে নিউজ করে না।
পুলিশের উচিত হবে জাকিয়া এবং আরিফের এমন মহত কাজের প্রসংসা করা এবং মন থেকে উপলব্ধি করা।
একটা সংগঠনের কর্মকর্তাদের গ্রেফতার করতে হলে সব কিছু যাচাই করতে হবে! যদু মদুর অভিযোগের ভিত্তিতে কাওকে হয়রানি করা যাবে না।
জাকিয়া ও আরিফের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি! শিশুর অধিকার বাস্তবায়ন করতে গিয়ে একটি হৃদয় বিদারক ঘটনার শিকার হলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.