![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।
হতে পারে মানুষের মত শরীর, রক্ত, মাংস, শিরা ও উপশিরা! কেবল তাতেই একজন মানুষ হওয়া যায় না। মানবীয় গুন বলে একটা কথা আছে! যার ভিতরে মানবীয় গুন আছে সে'ই মানুষ। যার ভিতর সমানুভুতি ও সহানুভূতি বিদ্যমান তাকে মানুষ বলা যায়। অন্যের আনন্দে নিজে আনন্দিত হওয়া, অন্যের কষ্টে নিজে কষ্ট পাওয়া, অন্যের শোকে নিজে শোকাগ্রস্থ হওয়া মানবীয় গুনের একটি অংশ। প্রতিটি মানুষ সুখ চায়! সুখ এমন একটা বিষয় যা মানুষ চাইলেই পায় না। প্রকৃত সুখ তারাই পায় যাদের ভিতর মন আছে! মন বিবেকের দ্বারা পরিচালিত হয়। মন-বিবেক মানবীয় গুনের অবিচ্ছেদ্য অংশ। টাকা, পয়সা, ঘর, বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আদিকালের টান! এগুলো অর্জন করতে মানুষ জঘন্য ধরনের অন্যায় কাজ করতেও পিছপা হয় না। তাদের মানুষের মত মনে হলেও আসলে কি তারা মানুষ? না মানুষ না।
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
এম ফজলুল করিম বলেছেন: কথা সত্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭
সুদীপ্ত সরদার বলেছেন: