নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

অন্যদিনের সূর্য

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সূর্য উঠেছে বলে আজকের সকাল হয়েছে,
আলোর সাগরে অজপাড়া গা ভেসে গিয়ে হয়েছে শহর।
ভেসে গেছে পুচকে বালকের মস্তিষ্ক,
নারী-পুরুষের হৃদয়।
মহানন্দে জেগেছে কুখ্যাত চেতনা,
অস্ত্রের আলোয় আরো আলোকিত হয় এ ধরা;
আলোর জোয়ারে তাজা ফুল গন্ধ হারায়,
সগৌরবে বিষাক্ত কাটার জন্ম হয়।
এতো আলো, আলোর অভাব নেই!
এই আলোতে মানবতার দাম নেই।
তবু,
এই আলো খুঁজে বেড়ায় একটি অন্যদিন,
যেদিন আলোর মাঝে পথ হারাবে না চেতনা,
যন্ত্রনায় আর্তচিৎকারে বুক ফাটাবেনা চিরসবুজ।
একটি অন্যদিনের সূর্য, শান্তি ও মানবতার সূর্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.