নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। ভদ্রতা কোনো খাবার না যে রান্না করে খাইয়ে দিতে হয়। প্রতিটি মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন নিজেকেই করে নিতে হয়। কেউ পরিবর্তন করে দিবে না যদি নিজে পরিবতন না হন। দিন কাল এমন আসছে যে আধুনিক হতে হতে খুব বেশি আধুনিকতার

বিষ্ময় ভাস্কর (বিভা)

খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।

বিষ্ময় ভাস্কর (বিভা) › বিস্তারিত পোস্টঃ

ছুয়ে দেখতে তো ইচ্ছা করে নিশ্চই!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

একটা দৃশ্য ভুলতে পারছিনা! বার বার মাথায় ঢুস দিয়ে যাচ্ছে! মানুষ কতটা কষ্ট নিয়ে বাচতে পারে তা কেউ না দেখলে অনুভব করতে পারবে না। আজ সকালে যখন সচিবালয়ে একটা গুরত্বপূর্ণ কাজে যাচ্ছিলাম তখন ওসমানী মিলনায়তনের সামনেই দেখলাম একটা কিশোরকে! যার দুটো হাতই একদম গোড়া থেকে নেই। গলায় একটা থলে ঝুলানো আছে। মানুষের কাছে সাহায্য চাইছে। অনেকে হেটে চলে যাচ্ছে আবার অনেকে নিজের ইচ্ছা মত টাকা পয়সা দিয়ে যাচ্ছে।
হাত নেই! দুটো পায়ে ভর দিয়ে চলতে গেলে তার কাছে মনে হয় শক্তি হীন। আমি তাকে নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। মানুষের একটা হাত থাকলে অন্তত অনেক কাজ করতে সক্ষম থাকে অথচ তার দুটো হাত নেই সে কিভাবে খাবার গ্রহণ করে, কিভাবে কাপড় পরিধান করে, গায়ে যদি কোথাও কোনো ব্যথা পায় কিভাবে সে কষ্ট লাঘব করে, ছুয়ে দেখতে তো ইচ্ছা করে নিশ্চই! শরীরে যখন কোথাও চুলকায় তখন! তাকে নিশ্চই কেউ দেখে রাখে। দেখে রাখার মত একটা লোক হয়তবা আছে। কিন্তু এই জীবনটাকে আমরা কি বলবো?!
আমরা তো ভালো আছি! সৃষ্টিকর্তা আমাদের কত ভালো রেখেছেন। আমাদের কাজ আমরা নিজেরাই করি। কত সুখে আছি। তবু ভাবি আমরা বুঝি খুব কষ্টে আছি!!!! তাই না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.