![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।
আকস্মিক গুড়ো বৃষ্টি এসে শহর ভিজিয়ে গেল,
আকাশে তখন ঘন মেঘের বিচরণ; কালো মেঘ!
তখনও অদূর আকাশে ডানা মেলে চিল গুলো উড়ছিল।
হিম শীতল বাতাস! উহ কি ঠান্ডা!
টিএসসি'র রাজু ভাস্কর্যের সামনে দিয়ে সোহরাওয়ার্দি পার্কে গিয়ে
আমি একটু বসার জায়গা খুজছি যেখানে বৃষ্টির ফোটা পরে না।
সামনেই একটা ছাউনি আছে দেখলাম।
এখানে কিছু মানুষ ভীর করেছে। তাদের সবার চেষ্টা গুড়ো বৃষ্টি থেকে রক্ষা।
ছাউনির নিচে জোড়া জোড়া কপোত-কপোতী। তারা গুন গুন করছে।
চলছে বব্ধু গ্রুপ গুলোর আড্ডা।
বাতাসে গন্ধ আসে যেন গ্রামের জংলি ঘ্রাণ ।
আমার লাল জুতো ভিজা। মাথায় চুল স্যাত স্যাতে হয়ে গেছে।
হাতের ঘড়ির গ্লাসে ফোটা ফোটা।
সার্টও ভেপসা!
কিছুক্ষণ বসে থেকে যখন গুড়ো বৃষ্টির খেলা শেষ হলো
আমি হেটে হেটে বাসার উদ্দেশে রওয়ানা দিলাম।
যার জন্য এসেছি সে নেই। তাকে না পেয়েই চলে যেতে হলো।
কথা হয়েছে সে আজ আসবে না।
©somewhere in net ltd.