নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভব

বিভব › বিস্তারিত পোস্টঃ

"বিজয় তুমি আসবে বলেই"

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৬



বিজয় তুমি আসবে বলেই,

তোমায় নিয়ে লিখি।

বিজয় তুমি মুক্ত আশা,মুক্ত বনের পাখি।



বিজয় তুমি আমার মায়ের উড়ো একটা চিঠি;

যুদ্ধ শেষে মায়ের কাছে এনোছো আমার দিঠি।

বিজয় তুমি আসবে বলেই,

বালাম ধানের খই-

মা ভেজেছে পদ্মা ইলিশ,আমি লিখেছি বই।



বিজয় তুমি গান-কবিতায় বিদ্রোহী গান গাওয়া;

বিজয় তুমি এসেছো বলেই দিচ্ছি তোমায় ছোঁওয়া।

বিজয় তুমি পার করেছো রক্তে রাঙানো পথ,

বিজয় তুমি শহীদ ভাইয়ের বজ্রদীপ্ত শপথ।



বিজয় তুমি আসবে বলেই, উড়ছে রঙিন ঘুঁড়ি,

বিজয় তুমি ছোট্ট খুকির চাঁদের দেশের বুড়ি।

বিজয় তুমি আকাশপানে আতশ্ বাজির খেলা,

কখোনও বা রং তুলিতে পার করে দাও বেলা।



বিজয় তুমি আসবে বলেই কবি গুরর গান-

বৃষ্টি পড়ে টাপুর টুপুর,নদেয় এল বান।

বিজয় তুমি বিদ্রোহী সুর নজরুলের ঐ বীনা,

বিজয় তুমি জীবনানন্দের রুপসী বাংলা চেনা।

বিজয় তুমি আসবে বলেই,

তোমায় নিয়ে লিখি।

বিজয় তুমি মুক্ত আশা,মুক্ত বনের পাখি।



বিজয় তুমি আমার মায়ের উড়ো একটা চিঠি;

যুদ্ধ শেষে মায়ের কাছে এনোছো আমার দিঠি।

বিজয় তুমি আসবে বলেই,

বালাম ধানের খই-

মা ভেজেছে পদ্মা ইলিশ,আমি লিখেছি বই।



বিজয় তুমি গান-কবিতায় বিদ্রোহী গান গাওয়া;

বিজয় তুমি এসেছো বলেই দিচ্ছি তোমায় ছোঁওয়া।

বিজয় তুমি পার করেছো রক্তে রাঙানো পথ,

বিজয় তুমি শহীদ ভাইয়ের বজ্রদীপ্ত শপথ।



বিজয় তুমি আসবে বলেই, উড়ছে রঙিন ঘুঁড়ি,

বিজয় তুমি ছোট্ট খুকির চাঁদের দেশের বুড়ি।

বিজয় তুমি আকাশপানে আতশ্ বাজির খেলা,

কখোনও বা রং তুলিতে পার করে দাও বেলা।



বিজয় তুমি আসবে বলেই কবি গুরর গান-

বৃষ্টি পড়ে টাপুর টুপুর,নদেয় এল বান।

বিজয় তুমি বিদ্রোহী সুর নজরুলের ঐ বীনা,

বিজয় তুমি জীবনানন্দের রুপসী বাংলা চেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.