![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানুষের সব চেয়ে বড় পরিচয় সে ‘মানুষ ’। সৃষ্টির সেরা জীব । তাকেও যে আল্লাহ পাক বানিয়েছেন, আপনাকেও সেই আল্লাহ পাকই বানিয়েছেন । অতএব কাউকে ছোট করে দেখা উচিৎ নয় ।” “ দুনিয়াটা যেমন সমান নয় । এখানে বিভিন্ন উঁচুনিচু পাহাড় পর্বত দিয়ে যেমন এর ভারসাম্য রক্ষা করা হয়েছে । ঠিক তেমনি আল্লাহ পাকও মানুষের জীবনে দুঃখ কষ্ট দিয়ে এর ভারসাম্য রক্ষা করেছেন । তাই সুখী হবার পিছু ছুটে বোকার দলে না পড়াটাই বুদ্ধিদীপ্ত কাজ । ” “ ভাল মানুষ গুলো বোকা হয় । যদিও এরা বোকা বলেই ভাল মানুষ হয় । ” “ কারো ক্ষতি করেছেন তো মরেছেন । কেননা, সে ক্ষতি আপনারও হবে । কোনভাবে না কোনভাবে তো বটেই । এটাই নিয়ম । আর আমরা সবাই তো নিয়মেরই দাস । তাই না ? ” “ মানুষ মাত্রই ভুল হবে । এটাই স্বাভাবিক । আমরা কেউই ফেরেশতা নই । তাই ভূল স্বীকার করাই বুদ্ধিদীপ্ত । যদিও বোকারা এক্ষেত্রে বেতিক্রম । ” “ আমি বিশ্বাস করি যুক্তি এবং আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব । যুক্তির উর্ধে কিছুই হতে পারে না । ” “ শূন্য হাতে পৃথিবীতে আসা । শূন্য হাতেই ফেরা । সবই মিছে মায়ার বাঁধন । তবে কেন নিরন্তন এই হারজিতের যুদ্ধে মত্ত ।” “ অপরের কাছে না আমরা যতটা ধোঁকা খাই, তার বেশি ধোঁকা আমরা নিজেরাই প্রতিনিয়ত নিজেদের দেই । ”
bKash কি?
bKash(বিকাশ) হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে ও দ্রুত টাকা পাঠানোর অন্যতম পদ্ধতি।
বিকাশ ব্যবহার করে আপনি কি কি সুবিধাগুলো পাবেনঃ
# সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন যায়গায় টাকা পাঠাতে পারবেন।
# ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকান থেকে কেনা-কাটা করতে পারবেন। বর্তমানে আড়ং এ এই সুবিধা পাওয়া যায়। তবে যদি আপনার দোকান থাকে আপনিও রেজিঃ করে আপনার ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন।
# কিছৃ কিছৃ অনলাইন শপিং সাইট বর্তমানে বিকাশ সাপোর্ট করছে। তাই অনলাইনেও কেনাকাটা কারতে পারেন।
bKash রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগেঃ
১। একটি রবি অথবা গ্রামীণফোন নাম্বার
২। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। (সত্যায়িত করা লাগবে না)
৪। যার নামে রেজিস্ট্রেশন করবেন তার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে
৫। রেজিঃ করার সময় বিকাশ এজেন্টের কাছে সশরীরে উপস্থিত হয়ে রেজিঃ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৬। রেজিস্ট্রেশন করতে কোন টাকা লাগে না অর্থাৎ ফ্রি। তাই রেজিঃ করে রাখতে পারেন।
যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
১। প্রথমে আপনাকে আপনার এলাকার bkash এজেন্ট খুজে বের করতে হবে।
২। আপনাকে উপরের কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে।
৩। বিকাশ এজেন্ট আপনাকে একটি ফর্ম দিবে ঐটা পূরন করতে হবে।
[ খোজাখুজির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলে অনলাইনেই দেখে নিতে পারবেন আপনার এলাকার বিকাশ এজেন্টদের ঠিকানা। ]
৪। নিচের ছবি অনুসরন করুনঃ
৫।আপনার মোবাইল নং এ একটি কনফারমেশন মেসেজ আসবে। আপনাকে এখন আপনার ট্রানজেকশন পিন তৈরি করতে হবে। মনে রাখবেন ট্রানজেকশন পিন যার হাতে টাকা কিন্তু তার। সুতরাং ট্রানজেকশন পিন গোপনে রাখবেন। ট্রানজেকশন পিন ৪সংখ্যার একটি নাম্বার। টাকা তুলতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে।
কীভাবে টাকা লোড করবেনঃ
যেভাবে ফ্লেক্সিলোড করেন একই সিস্টেম বিকাশ এজেন্টকে টাকা আর আপনার নাম্বার দিলেই আপনার কাজ শেষ। আপনার বিকাশ নাম্বারে পৌঁছে যাবে টাকা ।
বিকাশ থেকে কিভাবে টাকা তুলবেন?
১। বিকাশ এজেন্টের কাছে গিয়ে তাকে অবহিত করুন আপনি কত টাকা তুলতে চান।
২। বিকাশ এজেন্ট এর কাছ থেকে তার এজেন্ট নাম্বার নিন ।
৩। আপনার মোবাইল থেকে *247# ডায়াল করলে বিকাশ মেনু আসবে।
৪। মেনু থেকে 4. Cash Out অপশনটি নির্বাচন করুন ।
৫। তারপর 1. From Agent নির্বাচন করে এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করলে আপনার ট্রানজেকশন পিন দিতে হবে।
কনফির্ম হবার পর বিকাশ এজেন্টের কাছ থেকে আপনার টাকা বুঝে নিন ।
ক্যাশ আউট করার যে সার্ভিস দিতে হবেঃ
বিঃদ্রঃ আপনি চাইলে আপনার একাউন্ট থেকে অন্য কাউকে টাকা পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে অতিরিক্ত ২ টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেবে।
নাউ হ্যাপি বিকাশিং ।
©somewhere in net ltd.