![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে জিপির সাইটে গিয়ে দেখলাম জিপির প্রিপেইড সংযোগেও আনলিমিটেড !!!!!প্যাকেজ চালু করা হয়েছে যা আগে বন্ধ করে দেওয়া হয়েছিলো ।
.........
কিন্তু
.................কিন্তু ৫ জিবির সেই খড়ক দেওয়া হয়েছে ৫ জিবির পর নাকি স্পিড কমিয়ে দিবে ।
আচ্ছা কারো কি এখন পযন্র্ত স্পিড কমিয়ে দিয়েছে এরকম হয়েছে ।হয়ে থাকলে শেয়ার করেন।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২
আমি কুমিল্লার পোলা বলেছেন: কথা একখান কইছেন !!!! তবে আমাদের এখানে ২৫+ স্পিড পাওয়া যায়।
২| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৮
রাতুল রেজা বলেছেন: জিপি বর্জন করুন
৩| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৮
উত্তম কুমার নাথ বলেছেন:
৪| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩
লড়াকু বলেছেন: সিউল রায়হান বলেছেন: ভেরী গুড..... এমনিতে ওরা স্পিড দেয় না, স্পিড থাকে ০ এর কাছাকাছি.... সেখানে স্পিড কমিয়ে কি নেগেটিভ স্পিড দিবে ???
"নেগেটিভ স্পিড" কি জিনিস সেটা দেখার জন্যে ওয়েট করে থাকলাম
৫| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৮
সাইদ বীন হাবীব বলেছেন: আমি xplore মানে postpaid ব্যাবহার করি। postpaid এও কমায়। gp থেকে মেসেজ পাইছি+আমার speed কমাইছে।
৬| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: আমি ৩ জিবি চালু করছি আর স্পীড কমছে মাত্র ৪-৫ কি.বি
৭| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৯
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: একটেলে ৫ জিবি চালু করছি... কিন্তু মেয়াদ শেষ হতে চলল.... মেয়াদ শেষ হলে কি আমার জিবি পাব?
১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৭
আমি কুমিল্লার পোলা বলেছেন: জিনা ভাই টাইম শেষ খেল খতম
৮| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: স্পিড বিয়াফক হারে কইমা গেছে। আমার বাপের মোডেমে স্পিড পায় ৯-১০কেবিপিএস। আমি দুইমাস আগেও বাগেরহাট শহরে ৩০কেবিপিএস কইরা পাইছি জিপিতে...! দুইমাসে এই দশা!!!
৯| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১
ধুসরিত বলেছেন: সিউল রায়হান বলেছেন: ভেরী গুড..... এমনিতে ওরা স্পিড দেয় না, স্পিড থাকে ০ এর কাছাকাছি.... সেখানে স্পিড কমিয়ে কি নেগেটিভ স্পিড দিবে ???
"নেগেটিভ স্পিড" কি জিনিস সেটা দেখার জন্যে ওয়েট করে থাকলাম B-
নেগেটিভ স্পিড হলো ডাউনলোড তো দুরের কথা, আপনার পিসি থেকে আপনারে না জানায়া আপলোড হইতে থাকবো!!
১০| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫২
আন্ধার রাত বলেছেন: জিপি ম... ত্যাগের মত ত্যাগ করুন সম্ভব হলে ওয়াইম্যাক্স ব্যবহার করুন, তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪০
আমি কুমিল্লার পোলা বলেছেন: ঢাকার বাইরে জুম
১১| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: জিপি ছাইড়া দেওন ছাড়া ওয়ে নাইক্কা...
১২| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৩
ভাবসাধক বলেছেন: রাতুল রেজা বলেছেন: জিপি বর্জন করুন
১৩| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩২
আজাদ আল্-আমীন বলেছেন: জিপি ব্যবহার থেকে বিরত থাকুন, নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন।
জুম আল্ট্রাতে অনেক ভালো আছি, জিপিরে মাইনাস দিছি।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: সহমত
১৪| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৭
মুম রহমান বলেছেন: আমি জুম ব্যবহার করি। জিপির চেয়ে ভাল। জিপি বর্জন।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: সহমত
১৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৩
আকাশের তারাগুলি বলেছেন: আমি কিছু ইউজ করিনা, এক্সেসটেল।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯
আমি কুমিল্লার পোলা বলেছেন:
১৬| ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:০৫
ত্রিশোনকু বলেছেন: আমার মাঝে মাঝে জিপি ব্যাভার করতে হয়, যেওমন এখন হচ্ছে। speed test.net এ এইমাত্র টেস্ট করলাম। ২ কেপিবিএস। সামুর প্রথম পাতা ডাঊন লোড করতে লেগেছিল ১৭ মিনিট।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৭
সিউল রায়হান বলেছেন: ভেরী গুড..... এমনিতে ওরা স্পিড দেয় না, স্পিড থাকে ০ এর কাছাকাছি.... সেখানে স্পিড কমিয়ে কি নেগেটিভ স্পিড দিবে ???
"নেগেটিভ স্পিড" কি জিনিস সেটা দেখার জন্যে ওয়েট করে থাকলাম