নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল রংগুলো ধোঁয়া হয়ে উড়তছে আকাশজুড়ে, তবুও বৃষ্টি নামে...আমার বাংলাদেশ জাগছে একে জাগতে দাও

নীল মানব

নীল মানব › বিস্তারিত পোস্টঃ

কে আমাকে ফেল্ল রে ??

২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৬

এক জন বিরাট ধনী তার বাগান- বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন।একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন।নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে।প্রচুর মদ্যপান আর খাওয়া দাওয়ার পরে পুরাকালের মহারাজদের স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন,যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে তাকে তিনি হয় এক কোটি টাকা দেবেন না হয় তিনি তার কাছে তার সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন।

কথাটি শেষ না হতেই ঝপাং করে একটি শব্দ।দেখা গেল এক জন লোক প্রান পণে সাতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে।সবাই পাড় থেকে লোকটা কে অজস্র উৎসাহ জুগিয়ে চলল।লোকটা আবশ্য ভালই সাঁতার কাটে তার উপর প্রাণের মায়া।কোন মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পাড়ে উঠলো।

ধনী লো্কটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন,আমি বিশসাস করতে পারিনি এত সাহস দেখানোর মত ক্ষমতা কারও থাকতে পারে।

ইয়ং ম্যান তুমি কি চাও?আমার কন্যা, -না এক কোটি টাকা?

লোকটি তখনও হাঁপাচ্ছে।হাঁপাতে হাঁপাতে বলল, আমি আপনার কন্যাকেও চাইনা,আপনার এক কোটি টাকাও পেতে চাই না।আমি শুধু সেই শুয়োরের বাচ্চাটাকে একবার হাতের কাছে পেতে চাই-যে ব্যাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।



‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍------------------



এটির অন্য ভার্সন হয়ত অনেকে আমরা শুনেছি । তবুও সবার সাথে শেয়ার করার মানসে - আরো কিছু আছে অন্যত্র - http://funsyi.blogspot.com

মন্তব্য ৫ টি রেটিং +০/-১

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২

আতিকুর রহমান সুমন বলেছেন: হে হে হে।

২| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৬

নকীবুল বারী বলেছেন: পুরান জোকস

৩| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৬

নীল মানব বলেছেন: ভাই নকীব, এটি যে পুরান জোকস কিংবা এর যে অন্য ভার্সন থাকতে পারে সেটা আমি উল্লেখ করেছি। আর জোকস পুরান কিংবা নতুন ভেবে বলা হয়নাই। এই কঠিন জীবনে একটু হাসির উপকরন, একটু আনন্দের ভাগ দেয়া-নেয়ার জন্য শেয়ার করা মাত্র।

৪| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৭

শেখ মিলন বলেছেন: হা হা হা।

৫| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮

নীল-দর্পণ বলেছেন: :):):) জটটিলস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.