![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!
আমি দেখেছি!
আমি উহা দেখেছি...
অনন্তের “নিস্বার্থ ভালবাসাঃ হোয়াট ইজ ডিশ(!) দেখিলাম!
লাইট - ক্যামেরা- একশন এর সাথে অনন্ত সাহেব যেভাবে লেংটা বাবার সব চেয়ে বেশি ঘোমটা আর লম্বা চুলের অধিকারি খাদেম এর মত, বাহারি প্রদর্শন নিয়ে উড়িয়া উড়িয়া হাজির হলেন তাহা আর বলা ই বাহুল্য!
পুরা মুভিতে অনন্ত - আর বর্ষা ই কেবল অভিনেতা - অভিনেত্রি,
বাকিরা ছিলেন অতিথি চরিত্রে!
মুভির মুল কাহিনী বোধয় তাদের বাস্তব জিবনে ঘটে যাওয়া বিচ্ছেদ থেকে ধার করা।
নায়কা মেঘলা (বর্ষা) যেভাবে একের পর এক ভুল করে গেছে, লোভে পরে ভালবাসা কে অস্বীকার করতে দেখা গেছে তা অন্য দিক থেকে মেয়েদের আসল রুপের ড্রামাটিক প্রতিচ্ছবি!
আর অনন্ত ভাই তো ক্ষমার এক অপুর্ব দৃষ্টান্ত রেখে বোধয় গানায় গেলেন!
নায়কা কে যত বার নায়ক উপহার দিলেন, ততবার ই গান!
নায়কার নাচানাচি!
গান গুলো বরাবরের মতই ভাল হয়েছে, তবে অসাধারন নয়।
আমার মন্তব্য হল, অনন্ত- বর্ষার ছবিতে গান থাকা মানে উভয় কে ই বিপদে ফেলে দেওয়া!
কারন নাচের ব্যাপার টা তাদের কাছে এক ভয়ংকর দুঃস্বপ্ন!
মনে হয় র্যাব বন্দুক ঠেকিয়ে তাদের দোলাচ্ছে!
#RIP_Dance
সাজনা, ভালবেসে ভোলা যায়না, গান টা মনে করিয়ে দিল, অনন্তের মাজার প্রীতি!
কাবিলা, আর মিশা সওদাগর তাদের মতই অভিনয় করেছে, মিশা কে অন্তত আরো বেশি ভুমিকায় রাখতে পারতেন অনন্ত সাহেব, কিন্তু ছবির মাধ্যমে নিজের প্রচারনা চালাতে গিয়ে অন্যদের খুব কম ই দেখিয়েছেন।
তিনি দানশীল, সৎ, পরুপকারি, অনেক ধনবান!
বিশাল ইন্ড্রাস্ট্রিজ, সব ই দেখানো হয়েছে।
আফসুস কেবল, যেখানে উনি খুব শান্তি পান, মানে ত্যাগ করেন...
সেই টইলেট খানা দেখলাম না!
শেষের দিকে বুক থেকে হৃদয় বের করার দৃশ্য টা ব্যাপক বিনুদন দিয়েছে।
(টিকেটের অর্ধেক টাকা সেখানেই উঠছে!)
আহা! হৃদয় হাতে নিয়ে অনন্তের সেই কি হৃদয় বিদারক ডাইলগস!
এই লিঙ্ক এ দেখুন অনন্ত কিভাবে অসম্ভব কে সম্ভব করে!
আনপসিবল (!) বলে কিছু যে নেই অনন্তের ডিশকনারি (!) তা বুঝায় দিল অতি সহজে!
টাইটেল ট্র্যাক "what is Love" এ আমরা এক কার্টুন এর স্বাদ পেলাম... সেই সাথে বিদ্যুৎ ছাড়া ও যে ইলেকট্রিক গীটার বাজানো যায় সেটা ও করে দেখালেন অনন্ত!
অনন্তের হাতের ইশিরায় কিভাবে কভার্ড ভ্যান ও দুমড়ে মুচড়ে যায় তা দেখুন এখানে... অসম্ভব কে সম্ভব করা পর্ব ২!
শেষ দিকে ব্যাংককের একটা রুমে গেলেন ছবি শেষ করতে।
(বাংলাদেশে মারামারি করার মত রুমের অভাব!)
ব্যাংককের পুলিশ ও দেখলাম মারামারি পরে এল!
এতদিন আরো বঙ্গদেশের পুলিশ দের ভুলবুজতাম!
মারামারি করে যখন অনন্ত তার জীবনের অন্তিম মুহুর্তে, তখন দেশে খবর এল “একশন হিরো অনন্ত মৃতু্যর সাথে কুস্তি লড়ছে! (পাঞ্জা তো সবাই লড়ে! অনন্ত কি সবার মত নাকি? :/)
জনজীবন থমকে যেতে ও দেখালো,
মাজারে মাজারে দোয়া!
হুজুর দোয়া করছে ; “আল্লাহ, আমাদের অনন্ত সাহেব মৃত্যুর মুখোমুখি”
বাকিরা বলছে ; “আমীন”
সেই দৃশ্য টা সত্যি ই অবাক করার মত!
বাস্তবে ও বোধয় এমনটা হয়! জানা নেই আমার...
অবশেষে তিনি সুস্থ হলেন, আর অনন্তের গুনগান ময় ছবি ও শেষ হল।
আর নায়কার প্রতি তার “নিঃস্বার্থ ভালবাসাঃ হোয়াট ইজ লাভ” দেখে হল থেকে বের হতে হতে অনেক কে বলতে শুনলাম “হোয়াট ইজ দিস” ?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: দিস ইজ জলন্ত জলিল!
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
সোহানী বলেছেন: "অসম্ভব কে সম্ভব করা অনন্তের কাজ"........................
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: রস+আলো তে পড়েছিলাম,
অনন্ত জলিল নেভার ডাই, আর মরলেও, ডাই এনাদার ডে! :পি
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
নির্জন শাহরিয়ার বলেছেন:
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
টুম্পা মনি বলেছেন: আমি এই মুভিটা দেখি নাই। কিন্তু সবাই যেইভাবে এর গুণ কীর্তন করতেসেন, ভাবতেসি দেখব।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: " গুণ কীর্তন " ?
হেহে!
দেইখেন, অভিজ্ঞতার প্রয়োজন আছে!
কথায় আছে , " জ্ঞান অর্জনের জন্যে জলিলের মুভি দেখিতে যাও! " ঃপি
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: বিনুদুন আর বিনুদুন............... দেইখ্যা শুইন্না আর পইড়া
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: অল ক্রেডিট গৌ'স টু জলিল ভাই
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
খাটাস বলেছেন: "অসম্ভব কে সম্ভব করা অনন্তের কাজ"........................
অনন্ত জলিল নেভার ডাই, ইফ ডাই , ডাই এনাদার ডে!
হিট
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ভুল কইরা মিসটেইক কইরলেন?
অনন্ত জলিল নেভার ডাই, আর মরলেও, ডাই এনাদার ডে! :পি
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: আমার মনে হয় অনন্ত জিপি রে টাকা দিসে ওকে অসম্বভ কে সম্বভ করার টিভিসি তে নেওয়ার জন্য, নাহলে জিপি এর মত একটা কোম্পানি কিভাবে এত ফাউল অ্যাড বানায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: এ্যাড যেই করুক, যেভাবেই করুক,
সার্ভিস টা ই তো পাওয়া যাচ্ছেনা!
সম্ভব কে অসম্ভব করে দিল! :/
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
Kawsar banggalii007 বলেছেন: ওই পোলা আস্তা একটা পাগলা।হঠাৎ টাকার মালিক হওয়া মাথা গেছে।নাইলে জিপি তার লগে ফাইজলামি করবার পারে?
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: জিপি ফাইজলামি করছে গ্রাহক দের সাথে।
আর, আমি বুঝিনা এটা অসম্ভবের কি?
বাংলালিংক তো কয়েকবছর আগে থেকে এই সেবা দিয়ে যাচ্ছে,
রবি তে ও পাওয়া যায়।
ফাউল!
অযৌক্তিক! :/
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এই ফালতু বিজ্ঞাপন গ্রামীন ফোনের ভাবতেই কষ্ট হয় । আর ঐ অনন্তকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ইচছা হয় ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ধরো মারো কাটো বলেছেন: “হোয়াট ইজ দিস” ?