![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্র“পের নাম পরীক্ষার্থীর সংখ্যা আসন সংখ্যা
বিজ্ঞান ৬২ হাজার মাত্র ১৩৩০
আর্টস ৩৮ হাজার মাত্র ২২৭৫
কমার্স ৪৮ হাজার মাত্র ১০৭৫
গ্র“প চেঞ্জ ৬০ হাজার মাত্র ১২৬২
অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষাতেও একই অবস্থায়!
ভার্সিটি নাম আসন স্যখ্যা পরীক্ষার্থী সংখ্যা
চট্টগ্রাম ভার্সিটি ৩,০১১ টি + দেড় লক্ষ জন
জাবি ১,৯৯৩ টি + ৪০ হাজার জন
খুলনা ভার্সিটি ১,০৪৭ টি + ৩২ হাজার জন
বংশে কোন ডাক্তার নেই ? সন্তানকে ডাক্তারি পড়ানোর খুবই ইচ্ছে ?
গতবার মেডিকেল-এ ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা
+ ৫৫ হাজার
অথচ সরকারী মেডিকেল-এ আসন সংখ্যা
+ ২,৭৫০
প্রশ্ন.
আমার ছোট ভাই এবার ক্লাস ৮-এ উত্তীর্ণ হয়েছে । সে এখন ক্লাস ৯-এ ভর্তি হবে ।
বিজ্ঞান, আর্টস বা কমার্স কোনটি নিয়ে পড়লে চাকুরীর বাজার এবং Career ভাল হবে ?
বিস্তারিতভাবে যদি আলোচনা করতেন ?
উপরের তথ্যগুলো আমাকে সিদ্ধান্ত নিতে অসুবিধায় ফেলে দিচ্ছে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
চিমা মস্তকে হুল হুল বলেছেন: আপ্নিতো অনেক এলেমদার লোক সবই জানেন খামাখা প্রশ্ন করে লজ্জা দিচ্ছেন কেন??
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
বয়ানবাজ বলেছেন: চাকুরি পাইতে সায়েন্স-আর্টস লাগেনা ভাই। মালপানি আর মামা লাগে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
মদন বলেছেন: বাংলা পড়েও ক্যারিয়ার করা যাবে। ক্যারিয়ারে সাবজেক্ট আজকাল আর কোনো বড় ইস্যু নহে
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
যুবাইরআজাদ বলেছেন: বিজ্ঞান এবং ট্রিপল ই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
জাহাঁপনা। বলেছেন: আজকাল ত প্রাইভেট মেডিক্যাল এ ভর্তি হতে হলেও সরকারীভাবে পরীক্ষা হয়। সরকারী মেডিক্যাল ও কঠিন , আজকাল অনেক অভিভাভক টাকা নিয়ে বসে থাকে কিন্তু প্রাইভেট এও এখন তুমুল কম্পিটিশন।
আমার কথা হল ... ছেলেটাকে ডাক্তারি পরানর জন্যে জড় জবরদস্তি না করেন ... ডাক্তারদের আজকাল ভাত নাই , লাইফ টা অনেক কষ্টের আর এম বি বি এস পাশ করে আরও ১০ বছর পড়াশোনা করতে হয় কমপক্ষে মুটামুটী প্রতিষ্ঠিত হতে হলে , তাও নিশ্চয়তা নাই। পরিবারের আশা আকাঙ্ক্ষার বলি হয়ে হয়ত বেচারার লাইফ টাই কশটকর হয়ে যাবে।