নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ

ট্রিপল ই

দুনিয়ায় শেখার জন্য সময়টা খুব অল্প।

ট্রিপল ই › বিস্তারিত পোস্টঃ

Science-এর ছাএ ও গার্ডিয়ানদের জন্য কিছু তথ্য !

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮











Law

English

Economic (অর্থনীতি)

Political Science (রাষ্ট্র বিজ্ঞান)

International Relations (IR)





প্রতিটাই কিন্তু ভালো ভালো subject। অথচ

এগুলো সবই arts-এর subject কোনটিই

science-এর subject নয়।







বর্তমান বাংলাদেশে সব ভালো ভালো চাকুরীর জন্য যে

written test হয়, সেগুলো হয় ইংরেজীতে। ফলে,

background যাই হোক না কেন, ইংরেজীতে দক্ষ

হতে পারলে job নিয়োগ পরীক্ষায় ভালো করা যায় আর

ইংরেজি ভাষায় দক্ষ হতে হলে সময় দিতে হয়।







ভার্সিটিতে arts-এর subject-এর ক্লাশ হয় সপ্তাহে

মাত্র ৮/১০ টা। অথচ, অনার্সে physics / কেমিস্ট্র

প্রভৃতিতে practical-এর জন্য প্রচুর সময় দিতে হয়।









যারা আগে থেকেই খোঁজ-খবর রেখে এগোয়, তারা

কিন্তু অনার্সে arts নিয়। ফলে, প্রচুর ফ্রি সময়

পাওয়াতে তারা first year থেকেই ইংরেজি শেখার

জন্য spoken কোর্স, writing কোর্স প্রভৃতি

করতে থাকে।







আর এজন্যই BCS-এ বিভিন্ন ক্যাডারে

তুলনামূলকভাবে arts / কমার্সের ছাত্ররা অনেক ঢুকে।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

ুুপাংশুল বলেছেন: আমার তো তা মনে হয় না।বিসিএস এ ভাল করতে হলে গনিত,বিজ্ঞান,ইংলিশ এ ভাল করার বিকল্প কিছু নাই।যারা এগুলোতে ভাল তারাই চাকরী পায়,বিভাগ বা বিষয় এখানে গুরুত্বহীন।

২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

দর্পন বলেছেন: আপনার ধারণা গত তিনটি বি,সি।এসের জন্য একাবারে ভুল । এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রাই বেশী চান্স পাচ্ছে । কারণ আগে গাণিতিক যুক্তি এত কঠিন ছিল না , এখন গাণিতিক যুক্তিগুলো খুবই হার্ড হয় । সায়েন্স পড়লেই কি ইংরেজীতে ভাল হয় না !! এটা কে বললো ।

৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

দর্পন বলেছেন: আপনার ধারণা গত তিনটি বি,সি।এসের জন্য একাবারে ভুল । এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রাই বেশী চান্স পাচ্ছে । কারণ আগে গাণিতিক যুক্তি এত কঠিন ছিল না , এখন গাণিতিক যুক্তিগুলো খুবই হার্ড হয় । সায়েন্স পড়লেই কি ইংরেজীতে ভাল হয় না !! এটা কে বললো ।

৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

শাকিব আফনান বলেছেন: জানিনা কি ভেবে বললেন, আমি আমার মতামত দিচ্ছি। বেশ কয়েক বছর আগে বিসিএস ক্যাডারে সায়েন্স, আর্টস, কমার্স এর স্টুডেন্ট এর অনুপাত প্রায় একই। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয় বরং মেরিটই বড় ফ্যাক্টর।
এখনকার দিনে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করা হয় যেন মেধাবী শিক্ষার্থীদেরই সায়েন্স গ্রুপে পড়ে, এর কারন খুবই সাধারন, কম মেধাবী এই প্রতিযোগীতার যুগে হারিয়ে যাবে। মেধাবীরাই মূলত সায়েন্সের সাব্জেক্ট সমূহে খাপ খাওয়াতে পারে। এরপরও অনেক যোগ্য মেধাবী বা মোটামুটি ভাল শিক্ষার্থীরা নিজের ইচ্ছায় কমার্সে যায় (নিজ ইচ্ছায় কেউ আর্টস এ কেউ যায় না বললেই চলে)। তারা সেখানেও ভাল করে।
সায়েন্সে যারা মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং এর মত টেকনিক্যাল এবং বেশি ডিমান্ড সম্পন্ন ফিল্ডে যায় তাদের অধিকাংশ সাধারনত বিসিএস এ চান্স পাবার আকাঙ্ক্ষায় পড়াশোনা করে না বরং তাদের ইচ্ছা মূলত আরো উপরের স্তরে থাকে। তারপরও অনেকেই বিসিএস এ যায় কারন ইচ্ছা করলেই সব প্রতিযোগীতায় সবাই টিকে না। এক্ষেত্রেও মেরিটই ফ্যাক্টর। আর বিসিএস এ আলাদা করে ইংলিশ এ গুরুত্ব দেয়া হয় এটা আজই প্রথম জানলাম, এক্ষেত্রেও মেরিটই আসল বিষয়। যার মেরিট বেশি সে এই ভাষা তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। ইংলিশ অবশ্যি অনেক গুরুত্বপূর্ন।
আর প্রতিযোগীতা এতই বেড়েছে এখন শুধু fluency নয় এর পাশাপাশি accent/pronunciation এর গুরুত্ব দিচ্ছে অনেকেই। আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদির একেক স্টেটে pronunciation একেক রকম।
এই কথা প্রায় অনেকেই জানে যে বিসিএস এ কোটা আর সুপারিশের প্রাধান্য অনেক বেশি। তাই এটা সায়েন্সের স্টুডেন্ট কম পায়, আর্টসের বেশি পায় এই ধরনের কথা ভুল।
তবে সর্বোপরি মেরিটই সবচেয়ে বড় বিষয় ব্যাকগ্রাউন্ডের চেয়ে। এখানে উল্লেখ্য যে মেরিট বলতে জন্মগত প্রতিভা জাতীয় কিছু বুঝাচ্ছি না বরং পরিশ্রম, অধ্যাবসায়, ইচ্ছা, চেষ্টার মাধ্যমে শিক্ষার্থী নিজের যেই ক্লাস তৈরী করে তাকে বুঝাচ্ছি। ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বিচছু বলেছেন: ভাই সাইন্সের ছাত্ররা অনেক সুযোগ পায় এ গ্রেড পাইয়া আর্টসের এ গ্রেড দাম থাকে না X(( স্কুল লাইফে অনেকরে গেডি ধইরা আর্টসএ ঢুকাইসে যারা শুধু মেধাবি না চরম মেধাবি তারা শুধু ক্লাস এইটএ একটু নড়বরে হইয়া গেসিল দেইখ্যা কিন্তু তাদের মেট্রিকের রেসাল্ট অসম্ভব ভালো গোল্ডেন এ+ :-/ ধিক জানাই এ শিক্ষা ব্যবস্থাকে X(( X(( ভারসিটি ভর্তি যুদ্বে আর আর্টস এর ছাত্ররা পয়েন্টে সাইন্সগো লগে পারেনা ভালো সাবজেক্ট গুলো সাইন্সদের ভাগ্যেই X( :(( :(( X((

৬| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: Bapok binodon pailam.

৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আল ইফরান বলেছেন: আপনি যে কয়টা সাবজেক্টের নাম লিখছেন, তার মধ্যে কেবল একটা আর্টস ফ্যাকাল্টির, আরেকটা ল' ফ্যাকাল্টির আর বাকিগুলান সোস্যাল সায়েন্স ফ্যাকাল্টির।
আর বাকি লেখা পইড়া আমিতো খালি কানতেই আছি আর কানতেই আছি :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.