নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ

ট্রিপল ই

দুনিয়ায় শেখার জন্য সময়টা খুব অল্প।

ট্রিপল ই › বিস্তারিত পোস্টঃ

টেক্সট বই পড়তে খুব অসুবিধা হচ্ছে !!!!

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আসসালামুআলাইকুম।

আমি মো: রুবেল। বি.বি.এ প্রথম বর্ষের ছাএ। আমার টেক্সট বই পড়তে খুব অসুবিধা হচ্ছে। টেক্সট বইয়ের ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজি বাক্য পড়ে বাংলা অর্থ বুঝি না। আমার কি করা উচিত ? যেহেতু আমি ইংরেজি ভালভাবে বুঝি না। কোন কোর্স করব ( Spoken / Writing / IELTS / TOEFL ) নাকি Grammar বই পড়ব বুঝতে পারছি না। প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ। আমার ফোন নাম্বার : 01713 432 019, 01822 705 797

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

পরিবেশ বন্ধু বলেছেন: লেফটব বা কম্পিউটারে আপনার সাবজেক্ট গুগল অফসানে যান
এবং যে কোন ইংরেজি সাবজেক্ট সময় নিয়ে প্যাডে লিখতে থাকুন
এর বাংলা অর্থ সাথে সাথে আসবে , ইংরেজি ও শিখলেন বাংলাও
জানবেন , একদম ইজি ।।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মোঃ শিলন রেজা বলেছেন: স্পকেন আর গ্রামার কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যদি ইংরেজি ভাষা তে দক্ষ হতে চান তবে গ্রামার পরেন আর যদি স্পকেন এ দক্ষ হতে চান তবে IELTS করেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সোচ্চার বলেছেন: এভাবে ফোন নাম্বার দিলে কি কেউ সাহায্য করবে? বই পড়ে বুঝতে হলে আপনার Vocabulary বাড়াতে হবে। সব সময় শদ্বের অর্থ দিয়ে বাক্যের অর্থ বুঝা যায় না, বাক্যের অর্ন্তনিহিত অর্থ বুঝতে হয়। তবে চর্চা করলে এটি আয়ত্ত্ব করা খুব কঠিন না।

IELTS / TOEFL কোর্সগুলো আপনি ইংরেজী কতটুকু জানেন তার পরীক্ষা। বিশেষকরে যারা বিদেশে যাবেন তাদের দরকার। অনেকে না জেনে বা বুঝে ঐ কোর্সগুলোতে ভর্তি হয়, যার তার জন্য দরকারী ছিল না।

আর দুনিয়ার সব কোর্স করার পরও যদি চর্চা না করেন তাহলে কোর্স করার কোন মানে হয় না। তাই প্রথমে নিজে নিজে চর্চা করুন। ২/৩ মাসের কোর্সে আহামরি কোন ফলাফল আনতে পারবেন না। আর যদি বলার ক্ষেত্রে সমস্যা থাকে তবে Spoken কোর্স করতে পারেন।

ভাল থাকবেন। ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমে চিন্তা করা বন্ধ করেন।

যেসব আইডিয়া আপ্ল্যাই করতে পারেন:

১) ইন্টারনেটে ভাল ভাল ইংলিশ লারনিং ওয়াবসাইটে যেতে পারে।

২)সরাসরি ক্লাস করতে চাইলে আমার মনে হয় আপনার কোন রিডিং বা রাইটিং কোর্স করা উচিত। পড়াশোনার জন্য স্পিকিং বা লিসেনিং কোর্স মনে হয় ওতটা উপকারি হবে না।

৩) গ্রামার বই পড়ার চেয়ে নিজের টেক্সটবুকটা বার বার পড়ুন আর অবশ্যি
http://translate.google.com/ খোলা রেখে। বুক ডিকশনারি অনেক টাইম নেয়, আর টায়ার্ডও হয়ে পড়বেন।

৪) গ্রামার মুখস্থ করে লাভ নেই, ওটা পড়তে পড়তে আয়ত্তে এসে যায়, আপনি বরং ভোকাবোলারি মুখস্থ করুন। শব্দের মানে জানলে নিজেই বুঝে যাবেন বই কি বোঝাতে চায়।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

ট্রিপল ই বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

পথের পরিচয় বলেছেন: সামু পাগলা০০৭ সবচেয়ে ভালো পরামর্শ দিয়েছেন। ডিকশনারী সাথে রাখুন। একটা এটি দেবের ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি এবং একটা ইংলিশ টু ইংলিশ অক্সফোর্ড ডিকশনারি ফর অ্যাডভান্স লারনার্স। এটি দেবের ডিকশনারি দেখে পুরো অর্থ বুঝতে না পারলে অক্সফোর্ড দেখেন।
আর টেক্সট বার বার পড়তে থাকুন। বিরক্ত লাগলে মাঝে মাঝে মিনিট কয়েকের বিরতি নিন। ইংরেজি টেক্সট আয়ত্ত্ব করতে খুব বেশি সময় লাগবে না, যদি আপনার সদিচ্ছা থাকে।
সুতরাং লেগে থাকুন টেক্সটের পেছনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.