![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাই প্রিয়। কিন্তু গদ্যও যে তার আরশিনগর। তাই নারীর চেয়ে যতই প্রিয় বলি দেশকে; প্রকৃতি হেসে বলেঃ ও হলো কথার কথা। এভাবেই একদিন প্রেমে পড়লাম ঢাকার... স্বপ্নের মত সুন্দরী এক বারবনিতা। থাক এসব ব্যক্তিগত প্যাচাল। তার চেয়ে আসুন পাঠ হোক...
প্রজাপতির ডানা
উড়াল দেবার থাকলে পাখা
উড়েই যেতাম কবে
ও বিধাতা, আমার কি আর
তেমন পাখা হবে?
উড়াল জাহাজ দাও তাহলে
নাই যদি দাও পাখা
থাকতে হবে সেই ডানাতে
রঙধনুটা আঁকা।
বিলাত ঘুরে দেখতে যাবো
তুহিন মেরুর দেশ
যেথায় ঘুমায় মেঘ-বালিকা
যেথায় জগত শেষ।
হয়ত তুমি দেখবে আমায়
পিরামিডের ’পর
কিংবা গহীন আমাজনে
গড়ছি আমার ঘর।
আসব ফিরে চুপিচুপি
ক্লান্ত হলে শেষে
ও বিধাতা, তুমিও এসো
সোনার বাংলাদেশে!
রকেট যদি বানাও আমায়
চন্দ্রসুর্য রেখে
ধূমকেতুর ঐ পুচ্ছটাকে
দু’হাত দিয়ে ঢেকে।
তারার দেশে ঘুরব আমি
সুর্য নিয়ে হাতে
ছায়াপথের প্রান্তসীমায়
দাঁড়াব একসাথে।
সেখান থেকে আনব খুঁজে
নতুন কোহিনূর
দেখব তোমার সকল সৃষ্টি
কোথায় কতদূর!
জাহাজও নয়, রকেটও নয়
মন পবনের নাও
ও বিধাতা, নাহয় আমায়
সেইটা এনে দাও।
বিশ্ব ঘুরে দেখার সাথে
থাকব আমি ঘরে
মুহূর্তকে বাঁধব মুঠোয়
রাখব নিজের করে।
মায়ের কোলে থাকব এবং
ঘুরব দেশান্তর
তুমিও রবে বুকের মাঝে
কেউ হবে না পর।
রাত্রি শেষে তোমার কাছে
খুলছি বুকের বাঁধ
ও দয়াময়, পূর্ণ কর
কিশোর মনের সাধ!
©somewhere in net ltd.