![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাই প্রিয়। কিন্তু গদ্যও যে তার আরশিনগর। তাই নারীর চেয়ে যতই প্রিয় বলি দেশকে; প্রকৃতি হেসে বলেঃ ও হলো কথার কথা। এভাবেই একদিন প্রেমে পড়লাম ঢাকার... স্বপ্নের মত সুন্দরী এক বারবনিতা। থাক এসব ব্যক্তিগত প্যাচাল। তার চেয়ে আসুন পাঠ হোক...
জল দিলে না ঢল দিলে না
কি রূপ দেখে কই
ও-নদী তুই সই
ছড়ার মত পড়া-পড়া
কাব্যকলায় জড়া-মরা
নদীর কাহন একলা আমি
গানের সুরে বই
ও নটিনী, কুহকীনি
তুই কি আমার সই?
গোপন করে রাখলি বুকের জল
তবু ছলাৎছল
বুকের নীচে কান্না এবং চোখের ভেতর বালি
নদী রে তোর বুকে আগুন ঢালি
পাষান পুরুষ খুঁজি আমি
নিত্য নতুন জল
পিঠের খাঁজে তড়পায় তোর
কামনা উজ্জ্বলৃ
বুঝতে পারিস কই--
কুহকী নই কুহকী নই
নদীর সতীন হই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
বুলবুল সরওয়ার বলেছেন: কেউ তো পড়ে না!! কেন পড়ে না??
---------------------------------------------
কবিতা কিংবা যে কোন সাহিত্য পাঠকালে পাঠক যে শব্দটি দ্বারা সর্বাধিক প্রতারিত হন, তার নাম ‘শিল্প’। ধোঁয়াটে সংজ্ঞা, দুর্বোধ্য কলাকৌশল, অর্থহীন বাক্যবিন্যাসের দ্বারা শিল্পের নামে যে মেঘলা আবহাওয়া সৃষ্টি করা হয়েছে এবং যার আশ্রয়ে আধুনিক সাহিত্য (প্রধানত কবিতা) বেড়ে উঠছে সেই শিল্পকে আমরা খুঁটিয়ে দেখতে চাই। দেখতে চাই, কি এমতন কৌশলে সে সাহিত্য সংস্কৃতিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিতে সক্ষম হচ্ছে। ----উচিত নয় কি?