![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাই প্রিয়। কিন্তু গদ্যও যে তার আরশিনগর। তাই নারীর চেয়ে যতই প্রিয় বলি দেশকে; প্রকৃতি হেসে বলেঃ ও হলো কথার কথা। এভাবেই একদিন প্রেমে পড়লাম ঢাকার... স্বপ্নের মত সুন্দরী এক বারবনিতা। থাক এসব ব্যক্তিগত প্যাচাল। তার চেয়ে আসুন পাঠ হোক...
কে দেশ ভেঙেছে, হে দেশ তোমায় জিগ্গাসা করি
তৈরী আমার যেখানে এ-দেহ, সেখানেই মরি
নাম বদলায়, বদলাক, আমি একই সে আদম
তুমিই আমার পাঁজরের হাড় তুমি গন্ধম
আমি চাই নাই অচেনা ঠিকানা, চাইনে আরব
বাংলা আমার, বাঙালী আমার, সমবেত হোক
কবরে আমার যদি দাও ফুল সে-হোক কদম
আমার রক্তে বিকশিত হোক বাঙালীর মন
চাই নাই আমি পাসপোর্ট ভিসা, চাই নাই বাধ
সত্য এবং সুন্দর ছাড়া চাই-না বিবাদ
যদি মানুষের থেকে বড় হয় ধর্মের নাম
আমি সে ধর্ম থেকেও আজকে বিদায় নিলাম
খোদাকে আমার কেড়ে নিলো যারা, হৃদয় কালাম
বিপক্ষে থাক চিরকাল--- আমি একা চললাম।
©somewhere in net ltd.