নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন এক বাস্তবতার সন্ধানে

সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর

সোহাইব সিনান

সোহাইব সিনান › বিস্তারিত পোস্টঃ

"আদর্শিক দ্বন্দে" আপনার অবস্থান টা কোথায়???

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

* আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্য কিছু ফ্রেন্ডকে দেখা যায় একে অপরের মাতা-পিতা, ভাই-বোনকে নিয়ে নির্দ্বিধায় "চ" বর্গীয় গালি-গালাজ করে। এটা তাদের কাছে খুবিই স্বাভাবিক ব্যাপার।



* আবার কিছু ফ্রেন্ড আছে, যারা অনেক ভদ্র, সদালাপী, অনেক Strong পারসোন্যালিটি মেইনটেইন করে। সে আবার এই ধরণের গালিগালাজ একেবারেই সহ্য করে না।



এখন, গালিগালাজ মার্কা ফ্রেন্ডটি যদি সদালাপী বন্ধুটিকে গালি দিয়ে বলে; "এটা তো কোন ব্যাপারই না"। সদালাপী ফ্রেন্ডটি কি তা মেনে নেবে????



ফলাফলঃ দুই জনেই একে অপরের যুক্তিতে অটল। কারণ দুই জনের আদর্শ ভিন্ন। সমাধান কি হতে পারে???



এটাকেই বলে আদর্শিক দ্বন্দ্ব বা "Clash of Ideology"। আজকের পরিস্থিতি ঠিক তাই। নাস্তিকেরা তাদের হেট্রেড আইডিওলজি অনুযায়ী হয়ত বা কটূক্তি করতে পারে। কিন্তু আমাদের আইডিওলজি ভিন্ন। আমারা অবশ্যই তা সহ্য করব না। আজকে আমারা যদি নাস্তিকদের রুখে দিতে না পারি, তাহলে তারা এর পর থেকে ইসলাম এবং আমাদের প্রান প্রিয় মুহাম্মাদ সাঃ কে নিয়ে কটুক্তি করতেই থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও নড়বো না ইনশাল্লাহ। এভাবেই ইনশাল্লহ আমাদের আইডিওলজি তথা সুমহান "ইসলামের" পুনঃরুত্থান ঘটবে।



ইয়া আল্লাহ্‌, আপনি আমাদের পদযুগলকে অস্বীকারকারীদের বিরুদ্ধে দৃঢ় করে দিন। আমাদের স্যাক্রিফাইস কে কবুল করে নিন। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমীন...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.