নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন এক বাস্তবতার সন্ধানে

সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর

সোহাইব সিনান

সোহাইব সিনান › বিস্তারিত পোস্টঃ

এক রানা মতান্তরে লক্ষ রানা ঘরে ঘরে

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

বলতে পারেন, আমাদের সমাজে কতগুলি "রানা" আছে??? একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আপনার আসে পাশে ক্ষমতাসীন দলের আদর-আহ্লাদে বেড়ে ওঠা কোন রানাকে খুঁজে পান কিনা?



অবশ্যই খুঁজে পাবেন এবং সংখ্যাটাও আশ্চর্যজনক-ভাবে অনেক। উনাদের কিছু Criteria হল;



* উনারা নিদ্রিস্ট কোন দলের নয়। সময় মত দল পরিবর্তন উনাদের অস্বাভাবিক উন্নতির প্রধান কৌশল।

* এলাকার ছিনতাই, টেণ্ডার বাজি, চাঁদাবাজি উনাদের নিয়ন্ত্রণে আবর্তিত হয়।

* পুরো প্রশাসন উনারা পকেটে নিয়ে চলাফেরা করেন।

* পুরো এলাকার মানুষেরাই উনাদের হাতে জিম্মি।

* মূলত ক্ষমতাসীনদের একেবারে রুট লেভেলের রাজনীতির দেখভালের দায়িত্ব উনাদেরই হাতে।



এখন, আমাদের চলতি সিস্টেমে জন্ম নেয়া কোন "রানা" যদি তার সমূহ ব্যাকআপ কাজে লাগিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুর্নীতির মাধ্যমে একটি "দুর্বল" অ্যাপার্টমেন্ট তৈরি করে এবং তা ভেঙ্গে পড়ে তবে তার দায়ভার শুধুমাত্র সেই "রানার" অবশ্যই নয়। কখনোই নয়।



কারন, রানা একটি নয়। যেই সিস্টেম অসংখ্য "রানার" জন্ম দিচ্ছে, তাদের অপরাধের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, অপরাধ সংঘটিত হবার পর আবার তাদের ব্যাকআপও দিচ্ছে..................। প্রধান দোষী সেই নস্ট "সিস্টেম" এবং তার নিকৃষ্ট "চালকেরা"। আজ এক রানার শাস্তি হইলেই সব কিছুর পরিবর্তন হয়ে যায় না যতক্ষণ না সিস্টেমের পরিবর্তন হয়। কারন, এই সিস্টেমের স্টকে এখনও অসংখ্য "রানা" মউজুদ আছে।



সুতরাং, সাভার ট্র্যাজেডিকে "রানার" অপকর্ম হিসেবে অ্যাক্ষায়িত না করে একটি "সিস্টেম ফেইলিওর" হিসেবে চিহ্নিত করুন এবং এই "সিস্টেমের" পরিবর্তনের জন্য আওয়াজ তুলুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

বাকরুদ্ধ আমি বলেছেন: আগে বাংলা পরীক্ষা । তার পর অন্য পরীক্ষা দেবো ।

রানার ফাঁসি হোক আগে ।

শাহবাগী বিচার চাওয়া পদ্ধতিতে বিচার চাইছি

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

কুল_কুয়াইট বলেছেন: রানাকে পাওয়া গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.