![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়ছে পতাকা ঐ উড়ছে…
মুক্ত বাতাসে বাধাহীনভাবে ঐ উড়ছে…
পরাধীনতার ঐ শৃঙ্খল ভেঙে,
শহীদের রক্তে ভেজা ঐ মাটিতে দাড়িয়ে,
রক্তাক্ত হৃদয়ে উড়ছে ঐ পতাকা,
আর মুক্ত বাতাসে দিচ্ছে ছড়িয়ে আমাদের স্বাধীনতা।
উড়ছে ঐ পতাকা উড়ছে…
উড়ছে ঐ পতাকা,
স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে;
উড়ছে,বিশ্বের বুকে লাল সবুজের বাংলাদেশকে নতুন করে চেনাতে;
উড়ছে ঐ পতাকা,
শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে নতুন প্রাণে সঞ্চারিত করতে।
উড়ছে ঐ পতাকা উড়ছে...
~¤সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা¤~
©somewhere in net ltd.