![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহ কি চমৎকার দেখা গেল! এমন অনেক লেখা চোখে পড়ল যার মূল বক্তব্য হল ধর্ষণের জন্য পোশাকই বা মেয়েই দায়ী! অনেকে ধর্মীয় অনুশাসনের কথা বলছে। আমার যতদূর মনে পড়ছে ভুলও হতে পারে,পবিত্র কোরআনের যেখানে মেয়েদের পোশাক নিয়ে বলা হয়েছে তার কাছাকাছি আয়াতে ছেলেদের দৃষ্টি সংযত রাখার কথাও বলা হয়েছে। আর আমাদের দেশে এমন উদাহরণই তো আছে যেখানে ৫৯ বছর বয়সী হুজুর দ্বারা মক্তবের ৮ বছর বয়সী ছাত্রী ধর্ষিত হয়েছে বা শিশু ধর্ষণের ঘটনা তো অহরহ আছে! এসব ক্ষেত্রে নিশ্চয় পোশাক নিয়ে কথা বলার সুযোগ নেই। আর আমাদের কালচার এখনো এমন হয়ে উঠেনি যে সার্বিকভাবে পোশাক নিয়ে প্রশ্ন তোলা যায়। আসলে এসব ক্ষেত্রে আমাদের মধ্যে এমন একটা প্রবণতা তৈরী হয়েছে যে আমরা অপরাধীর কথা ভুলে গিয়ে যার উপর অপরাধ করা হয়েছে তাকেই অপরাধী হিসেবে চিহ্নিত করি। আর এটা ভুলে গেলে চলবেনা যে অপরাধের কোন স্থান কাল নেই। অপরাধ যেখানেই,যেকোন পরিস্থিতিতে সংঘটিত হোক না কেন এটা শেষ পর্যন্ত অপরাধই আর অপরাধী যেখানে চালকের আসনে। আসলেই আমাদের মানসিকতার ভালো চিকিৎসা প্রয়োজন!
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৪
আহলান বলেছেন: মনভাবিই যত নশটের মুল
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২
ছাসা ডোনার বলেছেন: আসলে আমরা গনতন্ত্রের কথা শুধু মুখেই বলি , আসলে আমরা মনে প্রানে গনতন্ত্র কি জানিই না। আমরা শুধু অন্যের সমালোচনা করতে পারি , কেউ যদি আমার সমালোচনা করে সে সাথে সাথে শত্রুতে পরিনত হয়। যে দেশের দুই নেত্রীই মহিলা সেখানে মেয়েদেরই কোন নিরাপত্তা নাই । যে বখাটেরা এই কাজ করে তাদের নিয়ে কোন কঠোর আইন নাই। যদি কাউকে ধরে প্রকাশ্যে বিচার করা যেত তাহলে ধর্ষণ বন্ধ হোত।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
সেফানুয়েল বলেছেন: এসব বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
CHAD বলেছেন: Ahlan> Hmm tai. Ei monovabtai tai change korte hobe.
Chasa> Apnar sathe puro ekmot. Bujhina ei desher khomotar mule meye thakleo tader ei bisoye totporota nei!
Sefan> Vai sochchar howar pashapashi amader nijederkei age change hote hobe. Amar ei lekha kintu cheleder bivinno montobbo thekei!
SOBAIKE OPINION JANANOR JONNO DHONNOBAD.
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
আহলান বলেছেন: মনভাবিই যত নশটের মুল