![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের চিকিৎসা সেবার কী বাজে অবস্থা কাছ থেকে না দেখলে বুঝা যায় না। আব্বাকে নিয়ে যে তিন দিন ছিলাম এই সময় একজন সিনিয়র ডাক্তার/ওয়ার্ডের হেড আসেনি! ইন্টার্নি আর জুনিয়র ডাক্তারদের দিয়ে চিকিৎসা চলছে। এক ইন্টার্নি ডাক্তারকে এক রুগী নিয়ে মাথা কুটে মরতে দেখলাম। এর ওর কাছে দৌড়াচ্ছে পরামর্শের জন্য। কিন্তু যার পরামর্শে দ্রুত সমাধান আসবে সেই সিনিয়র ডাক্তারের তো দেখাই নেই। অথচ প্রফেসর গুলো ঠিকই চেম্বার করছে, প্রাইভেট হসপিটালে ডিউটি করছে! পরে শুনলাম রুগীটা মারা গেছে! এছাড়া নার্স-আয়া দ্বারা রুগীদের মেডিসিন চুরি তো চলছেই। আমরা নিজেরাই চুরির শিকার! আর প্রাইভেট হসপিটালের কথা কী বলব? এখানে তো চিকিৎসার সাথে বাটপারি চলছেই। পনেরো দিন আগে আম্মা এক প্রাইভেট হসপিটালে ছিল। দেখলাম এক রুগীর বিল করছে যেটা আসছে তার ডাবল! সবাই যে আর চেক করে নিচ্ছে তা তো না। এই হল অবস্থা। এখন কেউ যদি ডাক্তারের মা-বাপ ধরে গালি দেয় বলার কিছু থাকবে? কষ্ট করে ডাক্তার বানাইছে কিন্তু নৈতিকতা শেখাইনি। আসলেই সাধারন পাবলিকের জায়গা কোথাও নেই..….…
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
অনিক্স বলেছেন: রিপেনডিল বলেছেন: আপনার
অভিজ্ঞতা শুনে কষ্ট
পেলাম। এবার কিছু সাধারন
কথা বলিঃ
প্রথমত
একটি হাসপাতালে আপনি কি চান
চিকিৎসাসেবা নাকি নামীদামী হোটেলের মত
সেবাযত্ন? এখান থেকে আপনাকে ঠিক
করতে হবে আপনি সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন
নাকি বেসরকারি দামী হাসপাতালে।
এরপরের
কথা হচ্ছে আপনি কি ইন্টার্নী চিকিৎসকদের
কিংবা "জুনিয়র চিকিৎসকদের" চিকিৎসক
বলে স্বীকার করতে চান না? সেক্ষেত্রে বলুন
কত বছর বয়স হলে আপনি তাদের ডাক্তার
বলতে রাজি আছেন? আর ডাক্তারেরা ঐ
নির্দিষ্ট বয়স হবার আগ পর্যন্ত কি করবে?
আপনি কি একটি সরকারি হাসপাতালের
অরগানোগ্রাম
এবং চিকিৎসা ব্যাবস্থা সম্পর্কে অবগত
আছেন? সরকারিভাবে কর্মরত একজন চিকিৎসক
তিনি প্রফেসর হন অথবা জুনিয়র ইন্টারনাল
মেডিকেল অফিসর হন, তার কাজ করার
কথা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এইসময়টাতে যদি কেউ কোন
কারনছাড়া অনুপস্থিত
থাকে তাহলে সেটা অবশ্যই নিন্দাযোগ্য
এবং শাস্তিযোগ্য অপরাধ। তাহলে এই সময়ের
বাইরে চিকিৎসা দেয় কারা, অবশ্যই
ইন্টার্নী এবং অবৈতনিক নামক এক অমানুষিক
নিয়মের বলি কিছু ডাক্তারেরা। তারা দীর্ঘ ৫
বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল
কারিকুলাম পড়াশুনে করে পাশ করে এক বছর
ইন্টার্নী করে এসেছেন। এখন আপনিই বলুন
তাদের চিকিৎসাসেবা দেবার
যোগ্যতা আছে কিনা।
আসি সিনিয়র এর পরামর্শের কথায়। এরকম
পরামর্শ যদি দরকার হয় তখন ডিউটি আওয়ারের
বাইরেও সিনিয়র ডাক্তারদের
এমনকি প্রফেসরদের ফোন করে,
প্রয়োজনে ডেকে এনে চিকিৎসাসেবার
ব্যবস্থা করা হয়। আরেকটি ব্যাপার না বললেই
না সেটা হল প্রচলিত সব রকম
চিকিৎসাসেবা দেবার পরেও
রোগী বাচবে কিনা সেই
গ্যারান্টি সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ
দিতে পারে কিনা আমার জানা নেই। ডাক্তার
সমাজ পারে না। আর আয়া নার্স এরা যদি ওষুধ
চুরি বা অনিয়ম করে সেটার জন্য
আমি ডাক্তারদেরতো দোষ দিতে পারেন না।
আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
sohomot রিপেনডিল-er sathe.
writer@ BD dokkhin Asia te chikitsa sebay sobche egiye ja kina apnar vashay oniyom. tahle decide kore rakhun akhon thekei j kothay jaben, sorkari na private hospital naki desher baire....
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
CHAD বলেছেন: @R: cmnt er jonno thnx.prothome boli amr abba-amma '07 er age theke bivonno roge douradouri korleo tader niye haspatale amr dour '07 er por theke. Ebar apnar ans dicchi...
>amr abba-amma ctg er sob pvt ar cms,dhakar united,apollo ar india theke chikitsa niche,nicche.
>chikitsa seba dr er oviggotar upor onekkhani nirvor kore. Ami intrn dr der dr na bolini. Ami tader oviggotar kotha bollam. Ek rugir ex dilam. Tate bujhar kotha oviggota kemon joruri. Oi rugi zodi senior dr peto tobe thik chikitsa peto tate sondeho nei. Apni zodi bolen 5 bochor porei uni boro dr hoyegeche, zekhono condition e chikitsa deyar moto zoggota hoyegeche tobe bujhte hobe apnar geyaner sima simito.
>ami tana 3 din theke ese bollam okhane prfsr/head chilen na. Oi head er kache pore abba nije giye unar pvt clinic e dekha kore aschen. Ar abba nijei cmc theke release niye ashchen. Karon valo chikitsa pacchen na.
>ar apni kothay pelen churir jonno dr k dayi korlam?? Post thikmoto pore cmnt korle vul bujhabujhi kom hoy. Amar post ta chikitsa seba niye. Dr er birodhita kore. Ami just amar oviggota share korlam. Eta amar chokhe.
#asha kori apnakeo khub valovabe bujhate parchi.
@A : asha kori apnar ans ager cmnt er ache.
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
CHAD বলেছেন: CMC*
Birodhita kore na*
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
রাজীব দে সরকার বলেছেন:
প্রিয় লেখক
আপনার মতো মানসিকতার
মানুষদের কিছুই আর বলার নাই
ইন্টার্নী কিংবা জুনিয়র ডাক্তার কে কি
ডাক্তার মনে হয় না আপনার? যে ইন্টার্ণী একটু ভালো
পরামর্শের জন্য সিনিয়র ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি
করলো তার এই কাজের কি মূল্য দিলেন আপনি?
একজন ইন্টার্ণী পড়াশোনা করেই ওখানে গেছেন,
তিনি কম জানেন না, তবে ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে
সিনিয়রদের অপিনিয়ন নেওয়া ভালো
(এটা নিতে সে বাধ্য নয়, রোগীর ভালোর জন্য
নিজ দায়িত্ব বোধ থেকে নিয়েছেন)
অথচ আপনার পোস্টে পেলাম তাদের জন্য ভর্তসনা
ঠিকই আছে ভাই
আপনাদের মতো অকৃতজ্ঞদের জন্য হয়রানি টাই
বেস্ট মেডিসিন
রিপেনডিল এর সাথে ১০০% সহমত
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
CHAD বলেছেন: @Rajib>Vai post ta mon diye poren, ki bolte chaichi bujhen tarpor montobbo koren. Nijer mon gora kotha arekjoner upor chapai diyen na. Dhonnobad
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
রিপেনডিল বলেছেন: @লেখক,
ভাইয়া আমার জ্ঞান সীমিত নাকি সীমিত না সেটা নিশ্চয়ই আপনি জানেন না। কারো সম্পর্কে বা যেকোন কিছু সম্পর্কে কোন রায় দিতে হলে সে সম্পর্কে সম্যক ধারনা থাকা প্রয়োজন। আমার সম্পর্কে রায় দিতে গেলে যেমন আমার সম্পর্কে আপনার জানা থাকা প্রয়োজন তেমনি স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে ওভারঅল একটা রায় দিতে গেলে এটা সম্পর্কেও আপনার ধারনা থাকা প্রয়োজন। সেটাই আমি আপনাকে দেবার চেষ্টা করছি।
প্রসঙ্গঃ ডাক্তারদের অভিজ্ঞতা
একথা অবশ্যই সত্য যেকোন পেশার ক্ষেত্রেই অভিজ্ঞতার মূল্য আছে, ডাক্তারির ক্ষেত্রে সেটা আরো বেশি তবে এটিই একমাত্র যোগ্যতা নয়। অভিজ্ঞতার আলোকে একজন যোগ্য কিনা সেটা যদি মাপতে যাই তাহলে বলতে হবে সরকারি হাসপাতালে কাজ করা ওয়ার্ডবয়, আয়া, নার্স, ওটি ইনচার্জ এরা সবচেয়ে বড় ডাক্তার। এরা নিঃসন্দেহে অনেক অনেক অভিজ্ঞ এবং এদের অনেকেই মফস্বল কিংবা গ্রামে বিনা লাইসেন্সে রোগী দেখে বেড়ায়। সেখানে একজন ইন্টার্নী কিংবা জুনিয়র ডাক্তার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে বাংলাদেশে চিকিৎসাসেবা দেবার লাইসেন্সপ্রাপ্ত একজন ডাক্তার।
পাচ বছরের পড়াশুনাই চিকিৎসাদেবার জন্য যথেষ্ট কিনা সেটা নিশ্চ্যই নন মেডিকেল কমিউনিটির কেউ বলতে পারে না, সেটা পারে হেলথ কারিকুলাম যারা তৈরী করেন, যারা ডাক্তারি শিক্ষা দেন তারাই। একজন মেডিকেল স্টুডেন্ট এর ক্লিনিকাল অভিজ্ঞতা শুরু হয় তৃতীয় বর্ষ থেকে। পঞ্চম বর্ষ পর্যন্ত এবং এর পরে আরো এক বছর ইন্টার্নী মিলিয়ে স্বয়ংসম্পূর্ন চিকিৎসা দেবার আগে তার ক্লিনিক্যাল অভিজ্ঞতা ৪ বছরের।
প্রসঙ্গত উল্লেখ্য ইন্টার্নী ডাক্তারেরা একজন রোগীর স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা দেন না। তিনি অবশ্যই একজনের ক্লিনিক্যাল গাইডেন্সে দেন, সেটা তার ইমিডিয়েট ট্রেইনার একজন ইণ্টারন্যাল মেডিকেল অফিসার এর কাছ থেকে পান। ঐ ইন্টার্নাল মেডিকেল অফিসার আবার যেকোন প্রয়োজনে তার সিনিয়র একজন অধ্যাপক/সহযোগী/সহকারী অধ্যাপক এর সাথে যোগাযোগ করে নেন। দুপুর ২টা পর্যন্ত এইসব সিনিয়র ডাক্তারদের থাকার কথা, এর পরবর্তী সময়ে ফোনে যোগাযোগ হয়, ক্ষেত্রে বিশেষে সেইসব প্রফেসরদের রাতে ডেকেও আনা হয়।
এখন আপনি বলুন এইসব প্রফেসর আসলেই রোগী বেচে যাবে এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? এটা কেউ পারবে না। কোন পরিস্থিতিতে কাকে ডাকা প্রয়োজন সেটা নিশ্চয়ই ডাক্তারেরা জানেন। একজন নন মেডিকেল পার্সন বাইরে থেকে রায় দিতে পারেন না। যেমন ধরুন আপনি যদি আর্মি পার্সন না হন আপনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কৌশল এর ব্যাপারে পরামর্শ দিতে পারেন না যে মাঠে একজন সোলজার না যেয়ে যদি উচ্চ পদস্ত ব্রিগেডিয়ার যেত তাহলে যুদ্ধ জেতা যেত। পারেন কি?
যেকোন মৃত্যু, যেকোন ভোগান্তিই কারো কাম্য নয়। কিন্তু এদেশের ডাক্তারেরা তাদের স্বল্প রিসোর্সের মধ্যেই যেটুকু পারেন চেষ্টা করেন। এটা করেই কিন্তু আমাদের দেশের স্বাস্থ্যসেবার মান পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান থেকে উন্নত, এটা আমার কথা না এটা আন্তর্জাতিক মিডিয়ার কথা, কিছুদিন আগেই এসেছিল। আপনি সরকারি হাসপাতালে কিছুদিন থেকে দেখুন কতজন মানুষ এখান থেকে চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হচ্ছে আর কতজন মারা যাচ্ছে। সরকারি হাসপাতালে একটু কষ্ট হবে, একটু লাইনে দাড়াতে হবে, একটু সময় লাগবে, একটু বেশি নোংরা থাকবে, তৃতীয় শ্রেনীর লোকেরা অপদস্ত করবে, ডাক্তার একটু বেশি ব্যস্ত থাকবে কিন্তু এর মাঝেও চিকিৎসাসেবা থেকে কেউ বঞ্চিত হয় না।
আপনি হয়ত এরকম পরিস্থিতিতে অভ্যস্ত নন তাই আপনার জন্য বেসরকারি হাসপাতাল ভরসা, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কিন্তু সরকারি হাসপাতাল থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরছেন।
আপনার আব্বার কথায় আসি, ওয়ার্ডের প্রধান ডাক্তার যদি দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে অনুপস্থিত থাকেন সেটা অবশ্যই অপরাধ এবং সে জন্য আপনি তার শাস্তি দাবি করতেই পারেন। তবে সে আসলেই অনুপস্থিত কিনা, হাসপাতালে অন্য কোন কাজে ব্যস্ত কিনা, সরকারি কোন ট্রেনিং্যে আছেন কিনা, অসুস্থ কিনা েগুলো খোজ রাখা দরকার।
বেসরকারি হাসপাতালের বিল এর ব্যপারে বলি, ওরা আপনাকে সুবিধা দেবে, এসি রুম দেব, পরিষ্কার পরিচ্ছন্নতা দেবে, ঝকঝকে মেঝে দেবে তার বদলে দাম তো রাখবেই। কিন্তু যে বিলটা রেখেছে সেটা নিশ্চয়ই পুরোটা ডাক্তার পান না। ডাক্তার মোট বিলের হয়ত এক তৃতীয়াংশ পান।
সব কথার শেষ কথায় তো বলেই দিলেন কষ্ট করে ডাক্তার বানাইছে নৈতিকতা শেখায়নি, মা বাপ তুলে গালি দিতেও চাইলেন কিন্তু একবারো কি বলেছেন আয়া নার্স ওষুধ চুরি করেছে কিংবা বেসরকারি হাসপাতালের মালিক নিয়ম বহির্ভুত বেশি বিল রাখছে এদেরও নৈতিকতা নাই?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
CHAD বলেছেন: Dekhun vaiya apnar bola kothata apnar khetreo prozojjo. Amr post er nam dekhe nishchoy bolar upai nei eta ovral sastho seba niye bolchi.ami amr oviggota sheyar korchi.aro onek chilo zegulo amr mbl er simabodhotar karone sheyar korte parini.ami ekjon vuktovugi hisebe amr kotha likhchi.ekhane onno kichu bolar suzog nei.ar apni prothom thekei nijeke biggo promaner chesta korchen amr bastob oviggotar biporite.ami apnake heyo kore kichu bolchina,ami amr oviggota guloke somman korte bolchi.dr er oviggota niye apni zeta bolchen er por mone hoyna apnar sathe torke zawa ucit.dhonnobad apnake apnar dirgho montobber jonno.sathei thakun, pashei achi.....
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
রিপেনডিল বলেছেন: আমিও আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তবে আপনার ব্যপারটিতে অভিজ্ঞতা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, সেখানে আপনি কিছু সিদ্ধান্ত টেনেছেন এবং কিছু ভুল বুঝেছেন হয়ত, সেটা দূর করার জন্যেই এতকিছু বললাম। একজন ডাক্তারের পেশা হচ্ছে রোগীর সেবা করা, সেটা তাকে করে জীবিকা নির্বাহ করতে হয়। এটা যদি কেউ ঠিকমত না করে তাহলে সে ডাক্তারই নয়। তবে ঠিক করল না বেঠিক করল সেটা নিয়ে যেন ভুল বোঝাবুঝি না হয় সে জন্য স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে সবারই কিছু ধারনা থাকা দরকার। আমি আমার প্রফেসনাল অফিজ্ঞতা ও জ্ঞান থেকে এই কথাগুলো বলছি। প্রতিটি পেশাজীবির সম্মান বজায় রেখে আমাদের কথা বলা উচিত। ক্ষোভ থাকতেই পারে, আপনার অন্যান্য অভিজ্ঞতাগুলোও শুনতে চাই। সেই ক্ষোভের পিছনের যুক্তিটাও জানা উচিত। আপনার অভিজ্ঞতার ক্ষেত্রটিতে আমি একটিমাত্রই সমস্যা খুজে ফেলাম সেটা হল "হেড ডাক্তারের" তিনদিন না আসা। সেই ডাক্তার যদি কর্মস্থলে উপস্থিত না থেকে থাকেন উপযুক্ত কোন কারন ছাড়া তাহলে অবশ্যই সেটা দোষের, আর বাইরে চেম্বার করছে সেটা কি দুপুর ২টার আগে না পরে, পরে করলে এটা তার স্বাধীনতা আছে, আগে করলে সেটা অপরাধ। জুনিয়র ডাক্তারদের চিকিৎসাদেরবার ব্যাপারে যেটুকু বলেছেন সেটা হয়ত আগেরটার লেজ ধরে বলেছেন, কিন্তু আমাদের এই দেশে চিকিৎসাসেবার ৮০% এর বেশি দিচ্ছেন এই জুনিয়র ডাক্তারেরা, সেটা নিয়েই আমরা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক পুরষ্কার অরজন করছি।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
CHAD বলেছেন: Dekhun nije nije ekta kotha baniye nije nije oitar uttor diyen. Ami ki bolchi, kivabe bolchi, kiser upor vitti kore ki bolchi setai bolun. Ajaira nijer icche moto kotha boilen na. Bye
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
CHAD বলেছেন: Diyen na*
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯
রাজীব দে সরকার বলেছেন:
লেখক
আপনি কারো কথারই উত্তর দিতে পারছেন না
আপনার মতে তো আমরা সবাই 'মনগড়া' কথা বলছি
আপনি তো নিজেই কনফিউসড!
অথবা উত্তর দিতে না পারায় 'অসহায়'
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫০
CHAD বলেছেন: Amr uttor ami 1st cmnt ei diye dichi. R ekta kotha holo keo zodi hatte giye hnchot kheye pore zawar oviggota likhe tokhon proshno uthte pare kivabe porche,betha paiche kina,kothay porche. Proshno uthbena evabe pora osomvob,ami kokhono poreni etc. Othoba bangla xm dite giye keo eng proshner mukhumokhi hoyna. Apnara sei murkhotay prodorshon kore zacchen. Ami emon murkho noy ze apnader onusoron korbo. Valo thakben. Bye
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
রিপেনডিল বলেছেন: জ্বি ভাই, আমরা একাই মূর্খ, আপনি একমাত্র বিদ্বান এই ইহজগতে। আমার উত্তরের কোন অংশটি অযৌক্তিক তা তো বলতে পারলেন না, আপনি যে উত্তর দিয়েছেন আমি তার প্রতি উত্তর দিয়েছি। একটা অভিযোগ করলে সেটা যদি নিয়ে যদি প্রকৃত সত্য জানার সৎ সাহস না থাকে তাহলে অভিযোগ করতে যান কেন? আইনগত ভাবে যদি এই অভিযোগ করতেন সেক্ষেত্রেও বিপক্ষের আইনজীবির সাথে আপনার লড়তে হইত এবং তখন আপনি তাকে মূর্খ, বানোয়াট, মনগড়া মন্তব্য এইসব বলতেন। হাটতে যেয়ে হোচট খেলে রাস্তাকে গালি দিতে পারেন কিন্তু আসলেই হাটার বয়স হইসে কিনা কিংবা উচু হিল পরে কিংবা ভাঙ্গা পা নিয়ে হাটার চেষ্টা করসে কিনা সেটা জেনে তারপর রাস্তাকে গালি দিয়েন।
সবশেষে একটা পরামর্শ ভাই আপনি বা আপনার পরিচিত কেউ অসুস্থ হলে দয়া করে ডাক্তার দেখাইয়েন না, এরা কেউ নৈতিকতা শিখেনাই, আপনার মতে যারা নৈতিকতা শিখছে এবং যারা অভিজ্ঞ বেশি যেমন হাসপাতালালের ওয়ার্ড বয় ওদের কাছে চিকিৎসা করাইয়েন। ধন্যবাদ।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
CHAD বলেছেন: Vai fao kotha bola apnar zoggota. Tar uttor deya amar kaj na. Post bujhe cmnt dite na janle diyen na. Sekhane sekhane nijeke biddan banate giye ajaira buli chairen na. Zoto sob fao public
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
CHAD বলেছেন: Recent amar oi 3 diner aro onek oviggota theke ekta oidiner fb sts theke ekhane copy korlam...
ওয়ার্ডের রুগী সব ঘুমিয়ে পড়ছে। আর এখন ইন্টার্নি ডাক্তার গুলো উচ্চ স্বরে হাসাহাসি, হাততালি দিয়ে আড্ডা দিচ্ছে! তাদের চিল্লাচিল্লিতে পুরা ওয়ার্ড কাঁপছে! অনেকের ঘুম ভেঙ্গে গেছে!! বুঝ অবস্থা! হুয়াট আ রেসপনসিবিলিটি! জাস্ট ইমাজিন.......
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
CHAD বলেছেন: Ar vuktovugi hisebe ami amr oviggota shr korlam shudhu. Ek intn dr er vul chikitsar jonno abba 2 din age sustho howar kotha thakle 2 din poro hocchena. Intrn dr ti bolche ager osukh guolor med continue korte parbe. Sei advc niye cntne korche. 2 din por ek junior dr k dekhanor por bole ager med gulo apatoto off rakhte hobe. Ekta med cntne korai ekhonkar somossa ta druto kombena. Pore ward er head er kache clnc e giye dekha korle unio off rakhte bolen. To ekhn ki bolben oviggotar mullo nei? Vai lectr mairena. Ami zevabe vugchi sevabei bolchi. Ajaira kotha na bole line er kotha bolen. Fao kotha alws boile nijere halka koiren na
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
রাজীব দে সরকার বলেছেন:
আল্লাহ পাক যে কেন আপনাকে মেডিকেলে পড়ার তৌফিক দিলো না, তাই ভাবছি। আপনার মতো বিদ্বান (যিনি ডাক্তারকে মূর্খ বলেন) ডাক্তার না হয়ে কেন যে মূর্খ রা ডাক্তার হলো তাই তো ভেবে পাচ্ছিনা, হেঃ হেঃ হেঃ
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
CHAD বলেছেন: K0th theke eisob pagol uthe ase Allahi jane. Boli ki r bole ki. Purai tar chera
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬
রাজীব দে সরকার বলেছেন:
ডাক্তাররা পাগল, তাঁরছেড়া, মূর্খ
আর কি কি ভাই?
আপনি তো একটা মাল!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
রিপেনডিল বলেছেন: আপনার অভিজ্ঞতা শুনে কষ্ট পেলাম। এবার কিছু সাধারন কথা বলিঃ
প্রথমত একটি হাসপাতালে আপনি কি চান চিকিৎসাসেবা নাকি নামীদামী হোটেলের মত সেবাযত্ন? এখান থেকে আপনাকে ঠিক করতে হবে আপনি সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন নাকি বেসরকারি দামী হাসপাতালে।
এরপরের কথা হচ্ছে আপনি কি ইন্টার্নী চিকিৎসকদের কিংবা "জুনিয়র চিকিৎসকদের" চিকিৎসক বলে স্বীকার করতে চান না? সেক্ষেত্রে বলুন কত বছর বয়স হলে আপনি তাদের ডাক্তার বলতে রাজি আছেন? আর ডাক্তারেরা ঐ নির্দিষ্ট বয়স হবার আগ পর্যন্ত কি করবে?
আপনি কি একটি সরকারি হাসপাতালের অরগানোগ্রাম এবং চিকিৎসা ব্যাবস্থা সম্পর্কে অবগত আছেন? সরকারিভাবে কর্মরত একজন চিকিৎসক তিনি প্রফেসর হন অথবা জুনিয়র ইন্টারনাল মেডিকেল অফিসর হন, তার কাজ করার কথা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এইসময়টাতে যদি কেউ কোন কারনছাড়া অনুপস্থিত থাকে তাহলে সেটা অবশ্যই নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। তাহলে এই সময়ের বাইরে চিকিৎসা দেয় কারা, অবশ্যই ইন্টার্নী এবং অবৈতনিক নামক এক অমানুষিক নিয়মের বলি কিছু ডাক্তারেরা। তারা দীর্ঘ ৫ বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল কারিকুলাম পড়াশুনে করে পাশ করে এক বছর ইন্টার্নী করে এসেছেন। এখন আপনিই বলুন তাদের চিকিৎসাসেবা দেবার যোগ্যতা আছে কিনা।
আসি সিনিয়র এর পরামর্শের কথায়। এরকম পরামর্শ যদি দরকার হয় তখন ডিউটি আওয়ারের বাইরেও সিনিয়র ডাক্তারদের এমনকি প্রফেসরদের ফোন করে, প্রয়োজনে ডেকে এনে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। আরেকটি ব্যাপার না বললেই না সেটা হল প্রচলিত সব রকম চিকিৎসাসেবা দেবার পরেও রোগী বাচবে কিনা সেই গ্যারান্টি সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ দিতে পারে কিনা আমার জানা নেই। ডাক্তার সমাজ পারে না। আর আয়া নার্স এরা যদি ওষুধ চুরি বা অনিয়ম করে সেটার জন্য আমি ডাক্তারদেরতো দোষ দিতে পারেন না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।