নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CHAD

Just a simple boy

CHAD › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকটি পরিবর্তনে অনেকের চুলকানি প্রসঙ্গে..…

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

একটা প্রশ্ন! অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাই কেন? অবশ্যই শুধুমাত্র ইসলামি শিক্ষা দিতে, ইসলামি জীবনবিধান শেখাতে, লালন ধর্ম শেখাতে নিশ্চয় নই! কিন্তু তাদের অনেকেই যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে বাঁচার তাগিদে ভবিষ্যতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তখন মূল শিক্ষা ব্যবস্থার সাথে পার্থক্যের কারণে তারা পিছিয়ে পড়ে। তাই তাদেরকে যদি কোনভাবে মূল শিক্ষা ব্যবস্থার সাথে সংযোগ ঘটানো যায় তবে সেটা তো তাদেরই লাভ, আমাদের সমাজেরই লাভ। নাকি? এখন মাদ্রাসার উপযোগী করতে পাঠ্য বইয়ের প্রচ্ছদ ছবিতে হিজাব, পায়জামা বা পিঠ ঢেকে দিলে, হ্যারিসনের ছবি বাদ দিলে বা লালনের কবিতাটা না পড়ালে মাদ্রাসা ছাত্রদের খুব পিছিয়ে পরার তো কোন কারণ দেখছিনা। মূল শিক্ষা ব্যবস্থা বিমুখ এসব ছাত্রদের যদি মূল শিক্ষার সাথে, বাইরের পৃথিবীর সাথে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেয়া যায় তবে লাভটা কার? এক দিনেই তো সব পরিবর্তন করা যায়না। একটু সময় তো দিতেই হবে নাকি? সব কিছুতেই হায় হায় রব তোলার আগে আগে-পিছে, ডানে-বামে সব কিছুই তো দেখা উচিত। নাকি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭

নিষ্‌কর্মা বলেছেন: মাদ্রাসার ছেলেরা কি হা-করে মাথায় হিজাব দেওয়া কিশোরী-যুবতিদের গিলে না? এইটাই তো বলতে চাচ্ছেন? তারা কি সুযোগ পেলে নারীদেহের বিভিন্ন এনালাইসিস করে না?

এতোটা ফেরেশতা ভাবাটা কি ঠিক?

২| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৪

দিশার বলেছেন: হুজুর রা সাদাকালো পিঠ এর চাবি দেখে উত্তেজিত হয়ে যায়? নাকি কিশোরের হাফ পান্ট দেখে হয় ? ওরে ইমান রে. যেন কচুর পাতার পানি। খালি টলমল করে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১১

CHAD বলেছেন: Dekhen amader choto bela theke shikkha deya hoy mittha kotha na bolte. Amra ki choto thekei mittha bola shuru korina?? Ekhaneo etai prozojjo. Amader ki shikkha deyar chesta kora hocche seta dekhte hobe age. Amra shikchi kina seta to porer kotha. Ekhane tena pechanor kichu dekhchi na.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.