নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CHAD

Just a simple boy

CHAD › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল এবং পতাকা উড়ানো : দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে

৩০ শে মে, ২০১৪ রাত ৯:২২

দৃষ্টিকোণ X থেকেঃ

সামনে ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশী ফুটবল সমর্থকদের মধ্যে প্রিয় দলের পতাকা উড়ানোর তোরজোড় শুরু হয়েগেছে! পতাকাটা যাতে সবার চেয়ে বড় হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি। তা আপনাদের কাছে কিছু প্রশ্ন রইল..…

> এই যে আপনারা যারা ফুটবল সমর্থকের নামে আরেকটি দেশের পতাকা উড়াবেন, আপনারা কি নিজেদের স্বাধীনতা/বিজয় দিবসে কোনদিন পতাকা উড়িয়েছেন?

হয়ত ৯০% উত্তর আসবে 'না'!

> বুঝলাম ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলে না তাই পতাকা উড়াতে পারেন না, আচ্ছা সাফ ফুটবলে জীবনে উড়িয়েছেন???

হয়ত ৯৯% উত্তর আসবে 'না'!

> সাফ ফুটবলের কথাও বাদ দেন, হয়ত বলবেন ক্রিকেট বিশ্বকাপে পতাকা উড়ানোর প্রচলন নেই তবুও ফুটবল বিশ্বকাপে নিজ দেশের পতাকা উড়াতে না পারার দীর্ঘশ্বাস থেকে কি ক্রিকেট বিশ্বকাপে কখনো উড়িয়েছেন??

হয়ত ৯৮% উত্তর আসবে 'না'!

তাহলে কোন যুক্তিতে এভাবে ফুটবল সমর্থক সাজার প্রয়াস?? পতাকা উড়ানোর ফাঁকে সময় হলে একটু ভাববেন।



দৃষ্টিকোণ Y থেকেঃ

ক্রিড়া সংস্কৃতি হল এমন একটা সংস্কৃতি যেটার ভাষা, আবেগ-অনুভূতি সব দেশে, সব ভাষাভাষিদের কাছে একই। এটা এমন এক মাধ্যম যেটা নানা দেশের, নানা সংস্কৃতির মানুষকে এক কাতারে আনে। এটা বিনোদনের এমন একটা মাধ্যম যেটা পৃথিবীর কোটি মানুষকে একইভাবে বিনোদিত করে, উচ্ছ্বসিত করে। যদিও উচ্ছ্বাস প্রকাশে ভিন্নতা রয়েছে। আমরা যেমন বিশ্বকাপ আসলে প্রিয় দলের পতাকা উড়িয়ে সমর্থন জানাই। এভাবে পতাকা উড়ানোটা আমাদের দেশে নিছকই ফুটবল বিনোদনের অনুসঙ্গ। এর মাঝে অন্য কিছু খোঁজার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের চারপাশের হাজারো অসঙ্গতির মধ্যে একটা মাস মানুষ এভাবে ক্রিড়া বিনোদনে বুঁদ হয়ে থাকলে ক্ষতি কী?? শেষ পর্যন্ত এটা তো নিছক বিনোদনই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.